ETV Bharat / state

হোয়াইট জ়োন জলপাইগুড়ি, পৌর এলাকার প্রবেশপথ সিলের আর্জি - হোয়াইট জোন জলপাইগুড়ি

হটস্পট নয়, কিন্তু সংক্রমণ প্রবণের তালিকায় নাম রয়েছে জেলার। এরপরই আজ পৌর এলাকায় ঢোকার 5টি প্রবেশপথ সিল করার আর্জি জানায় জলপাইগুড়ি পৌরসভা।

entry seal in jalpaiguri municipal area
জলপাইগুড়ি
author img

By

Published : Apr 16, 2020, 8:29 PM IST

জলপাইগুড়ি, 16 এপ্রিল: পৌর এলাকায় ঢোকার পাঁচটি প্রবেশপথ সিল করে নাকা চেকিংয়ের আর্জি জানাল জলপাইগুড়ি পৌরসভা। গতকাল কেন্দ্রীয় সরকার জলপাইগুড়িকে কোরোনা সংক্রমণ প্রবণ জেলা বলে চিহ্নিত করেছে। এরপরই আজ বাইরে থেকে যাতে জলপাইগুড়ি শহরে নতুন করে কেউ ঢুকতে না পারে তার ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে চিঠি দেওয়া হল পৌরসভার তরফে। জলপাইগুড়ি পৌরসভার পৌর পারিষদ সৈকত চট্টোপাধ্যায় থানার IC-র মাধ্যমে পুলিশ সুপারকে ওই চিঠি দেন।

কোরোনা সংক্রমণ ঠেকাতে গতকাল দেশের 170টি জেলাকে হটস্পট ঘোষণা করেছে কেন্দ্র। যার মধ্যে রাজ্যের 4টি জেলা রয়েছে। পাশাপাশি, হটস্পট নয়, কিন্তু সংক্রমণ হয়েছে দেশে এমন জেলার সংখ্যা 207। এই জেলাগুলিকে "হোয়াইট জ়োন" বলা হচ্ছে। এই তালিকায় থাকা রাজ্যের 8 টি জেলার মধ্যে অন্যতম জলপাইগুড়ি। গতকাল কেন্দ্রের এই ঘোষণার পরই আজ পৌর কর্তৃপক্ষের তরফে জলপাইগুড়ি পৌর এলাকায় প্রবেশের রাস্তাগুলি সিল করে নাকা চেকিংয়ের আবেদন জানানো হল জেলা পুলিশের কাছে। জরুরি কারণ ছাড়া শহরে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার পৌর পারিষদ সৈকত চট্টোপাধ্যায়।

আজ সৈকতবাবু বলেন, "জলপাইগুড়িতে ঢোকার 5টি প্রবেশদ্বার রয়েছে। সেগুলি হল তিয়াত্তর মোড়, আসাম মোড়, পাহাড়পুর মোড়, ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, পার্ক মোড়। এই প্রবেশ পথগুলিকে সিল করে দিতে আবেদন জানানো হয়েছে পুলিশকে।"

এদিকে আজ পৌরকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার মোট 350 জন কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় আজ।

জলপাইগুড়ি, 16 এপ্রিল: পৌর এলাকায় ঢোকার পাঁচটি প্রবেশপথ সিল করে নাকা চেকিংয়ের আর্জি জানাল জলপাইগুড়ি পৌরসভা। গতকাল কেন্দ্রীয় সরকার জলপাইগুড়িকে কোরোনা সংক্রমণ প্রবণ জেলা বলে চিহ্নিত করেছে। এরপরই আজ বাইরে থেকে যাতে জলপাইগুড়ি শহরে নতুন করে কেউ ঢুকতে না পারে তার ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে চিঠি দেওয়া হল পৌরসভার তরফে। জলপাইগুড়ি পৌরসভার পৌর পারিষদ সৈকত চট্টোপাধ্যায় থানার IC-র মাধ্যমে পুলিশ সুপারকে ওই চিঠি দেন।

কোরোনা সংক্রমণ ঠেকাতে গতকাল দেশের 170টি জেলাকে হটস্পট ঘোষণা করেছে কেন্দ্র। যার মধ্যে রাজ্যের 4টি জেলা রয়েছে। পাশাপাশি, হটস্পট নয়, কিন্তু সংক্রমণ হয়েছে দেশে এমন জেলার সংখ্যা 207। এই জেলাগুলিকে "হোয়াইট জ়োন" বলা হচ্ছে। এই তালিকায় থাকা রাজ্যের 8 টি জেলার মধ্যে অন্যতম জলপাইগুড়ি। গতকাল কেন্দ্রের এই ঘোষণার পরই আজ পৌর কর্তৃপক্ষের তরফে জলপাইগুড়ি পৌর এলাকায় প্রবেশের রাস্তাগুলি সিল করে নাকা চেকিংয়ের আবেদন জানানো হল জেলা পুলিশের কাছে। জরুরি কারণ ছাড়া শহরে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার পৌর পারিষদ সৈকত চট্টোপাধ্যায়।

আজ সৈকতবাবু বলেন, "জলপাইগুড়িতে ঢোকার 5টি প্রবেশদ্বার রয়েছে। সেগুলি হল তিয়াত্তর মোড়, আসাম মোড়, পাহাড়পুর মোড়, ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, পার্ক মোড়। এই প্রবেশ পথগুলিকে সিল করে দিতে আবেদন জানানো হয়েছে পুলিশকে।"

এদিকে আজ পৌরকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার মোট 350 জন কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় আজ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.