নন্দীগ্রাম (আলিপুরদুয়ার), 10 অক্টোবর : চতুর্থীতে গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছাতেই রাতারাতি নন্দীগ্রামের নাম বদলে ফেলল গ্রামবাসীরা । নন্দীগ্রামের নাম পাল্টে হল 'মমতাময়ী নগর' । তবে এ নন্দীগ্রাম সে নন্দীগ্রাম নয়, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2 মে একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন ৷ এর ঠিকানা আলিপুরদুয়ার ৷
একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে নিরাশ করেছে এক নন্দীগ্রাম, পুজোর ঠিক মুখে রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের মানচিত্রে বদলে গেল আরেক নন্দীগ্রামের নাম ।
আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি ছোট্ট গ্রাম 'নন্দীগ্রাম' । আশপাশের গ্রামগুলোতে বিদ্যুতের বাতি জ্বললেও, এ গ্রামে কোনও দিনই ছিল না বিদ্যুৎ সংযোগ । বহু জায়গায় দরবার করে কোনও আশার আলো দেখতে পাননি অন্ধকারে ডুবে থাকা এই নন্দীগ্রামের মানুষেরা ।
আরও পড়ুন : John Barla : দিদির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ‘মুঙ্গেরি লাল কে হাসিন স্বপনে’, কটাক্ষ বারলার
এবার দুর্গাপুজোর ঠিক আগে শনিবার গ্রামে এল বিদ্যুৎ সংযোগ । আর তাই গ্রামবাসীদের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে উৎসর্গ করা হল গ্রামের নাম । গ্রামের রাস্তায় বিদ্যুৎ সংযোগ থাকলেও আপাতত গ্রামের মাত্র 11 টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । জেলা বিদ্যুৎ দফতরের দাবি, আগামী কয়েক দিনের মধ্যে গ্রামের অন্য পরিবারগুলির ঘর থেকেও অন্ধকার মুছে যাবে, জ্বলবে বৈদ্যুতিক আলো ।
একে শারদীয়া উৎসবের আমেজ, তার উপর দীর্ঘ দিনের আলোর দাবি পূরণ করে গ্রামে ঢুকেছে বিদ্যুৎ সংযোগ ৷ তাই শনিবার সকাল থেকে গ্রামে আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন প্রত্যেক গ্রামবাসী ।
এদিন বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হতেই একটি অনুষ্ঠানেরও আয়োজন করে গ্রামবাসীরা । সেখানে গ্রামের নতুন নাম দিয়ে পোস্টার ফ্লেক্স বানিয়ে তা ঝুলিয়ে দেয় স্থানীয়রা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলাদাস সরকার, তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক, চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা-সহ অন্যরা । গ্রামবাসীদের বক্তব্য, তাঁদের এত দিনের স্বপ্নপূরণ হয়েছে । প্রসঙ্গত, এ বছর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের এই নন্দীগ্রামের মানুষও নিরাশ করেছে তৃণমূল প্রার্থী লুইস কুজুরকে ।