ETV Bharat / state

আন্তর্জাতিক হাতি দিবসে মৃত্যু 2টি হাতির - two elephants died

আন্তর্জাতিক হাতি দিবসে উদ্ধার হল দু'টি হাতির দেহ ৷ আজ সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটন গঞ্জ রেঞ্জের ভূতরির জঙ্গলে দেহ দু'টি উদ্ধার হয় ৷

two elephants died
হাতি দিবসে হাতির মৃত্যু
author img

By

Published : Aug 12, 2020, 8:58 PM IST

Updated : Aug 12, 2020, 9:30 PM IST

আলিপুরদুয়ার, 12 অগাস্ট : আন্তর্জাতিক হাতি দিবসে মৃত্যু হল দু'টি হাতির । হাইটেনশন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই দিনে দু'টি হাতির মৃত্যুতে ক্ষোভপ্রকাশ করেছেন অনেকেই ।

আজ সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটন গঞ্জ রেঞ্জের ভূতরির জঙ্গলে দুটি হাতির মৃতদেহ উদ্ধার হয় । একটি মধ্য বয়স্ক হাতি আর অপরটি শাবক । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বনকর্মীরা । যেখানে দেহদু'টি উদ্ধার হয়েছে তার পাশ দিয়ে একটি হাইটেনশন লাইন গেছে । তাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি দু'টির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান ।

হাতি দিবসে মৃত্যু 2টি হাতির

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান, হাই ভোল্টেজ তার লেগে দু'টি হাতির মৃত্যু হয়েছে । হাইটেনশন লাইনের নিচ দিয়ে হাতির পাল যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, "বিদ্যুৎ বণ্টন কম্পানির গাফিলতির জন্যই এটা হয়েছে বলে মনে করি । বিদ্যুৎ বণ্টন কম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।"

আলিপুরদুয়ার, 12 অগাস্ট : আন্তর্জাতিক হাতি দিবসে মৃত্যু হল দু'টি হাতির । হাইটেনশন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই দিনে দু'টি হাতির মৃত্যুতে ক্ষোভপ্রকাশ করেছেন অনেকেই ।

আজ সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটন গঞ্জ রেঞ্জের ভূতরির জঙ্গলে দুটি হাতির মৃতদেহ উদ্ধার হয় । একটি মধ্য বয়স্ক হাতি আর অপরটি শাবক । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বনকর্মীরা । যেখানে দেহদু'টি উদ্ধার হয়েছে তার পাশ দিয়ে একটি হাইটেনশন লাইন গেছে । তাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি দু'টির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান ।

হাতি দিবসে মৃত্যু 2টি হাতির

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান, হাই ভোল্টেজ তার লেগে দু'টি হাতির মৃত্যু হয়েছে । হাইটেনশন লাইনের নিচ দিয়ে হাতির পাল যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, "বিদ্যুৎ বণ্টন কম্পানির গাফিলতির জন্যই এটা হয়েছে বলে মনে করি । বিদ্যুৎ বণ্টন কম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।"

Last Updated : Aug 12, 2020, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.