ETV Bharat / state

31/সি জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত 2 - alipurduar news

31/সি জাতীয় সড়কে গত চার মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 15 জনের । 31/সি  জাতীয় সড়কের এই 15 কিলোমিটার পথ যেন মৃত্যু ভ্যালিতে পরিণত হয়েছে । ইতিমধ্যেই মাদারিহাটের OC অনির্বান মজুমদারকে ক্লোজ় করেছে জেলা পুলিশ সুপার ।

Alipurduar
আলিপুরদুয়ার
author img

By

Published : May 9, 2020, 9:51 PM IST

আলিপুরদুয়ার, 9মে : কোরোনা সংক্রমণে রাজ্যের গ্রিন জ়োন আলিপুরদুয়ার । তাই শিথিল করা হয়েছে লকডাউন । এইদিকে লকডাউন শিথিল হতেই ফের 31/সি জাতীয় সড়কে পথ দুর্ঘটনা । মৃত দুই ব্যক্তি । তাঁদের নাম সুশেন দাস ও রবিন্দ্র বারুই।


31 জাতীয় সড়কে গত চার মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 15 জনের । 31/সি জাতীয় সড়কের এই 15 কিলোমিটার পথ যেন মৃত্যু ভ্যালিতে পরিণত হয়েছে । ইতিমধ্যেই মাদারিহাটের OC অনির্বান মজুমদারকে ক্লোজ় করেছে জেলা পুলিশ সুপার ।

স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের 31/সি জাতীয় সড়কে হাসিমারা গুরুদুয়ারা এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে । হাসিমারা পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়েছে মাদারিহাটগামী আম বোঝাই একটি লরির সঙ্গে আলিপুরদুয়ারগামী একটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় ছোটো ওই গাড়িটির চালক সুশেন দাস এবং গাড়িতে থাকা রবীন্দ্র বারুইয়ের ।

ঘটনাস্থানে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে । গাড়ি দুটি আটক করা হয় । ময়নাতদন্তের জন‍্য আজ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহ দুটি পাঠানো হয়েছে । আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন মৃত দুই ব্যক্তির বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে ।

আলিপুরদুয়ার, 9মে : কোরোনা সংক্রমণে রাজ্যের গ্রিন জ়োন আলিপুরদুয়ার । তাই শিথিল করা হয়েছে লকডাউন । এইদিকে লকডাউন শিথিল হতেই ফের 31/সি জাতীয় সড়কে পথ দুর্ঘটনা । মৃত দুই ব্যক্তি । তাঁদের নাম সুশেন দাস ও রবিন্দ্র বারুই।


31 জাতীয় সড়কে গত চার মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 15 জনের । 31/সি জাতীয় সড়কের এই 15 কিলোমিটার পথ যেন মৃত্যু ভ্যালিতে পরিণত হয়েছে । ইতিমধ্যেই মাদারিহাটের OC অনির্বান মজুমদারকে ক্লোজ় করেছে জেলা পুলিশ সুপার ।

স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের 31/সি জাতীয় সড়কে হাসিমারা গুরুদুয়ারা এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে । হাসিমারা পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়েছে মাদারিহাটগামী আম বোঝাই একটি লরির সঙ্গে আলিপুরদুয়ারগামী একটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় ছোটো ওই গাড়িটির চালক সুশেন দাস এবং গাড়িতে থাকা রবীন্দ্র বারুইয়ের ।

ঘটনাস্থানে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে । গাড়ি দুটি আটক করা হয় । ময়নাতদন্তের জন‍্য আজ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহ দুটি পাঠানো হয়েছে । আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন মৃত দুই ব্যক্তির বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.