ETV Bharat / state

লন্ডন ফেরত পর্যটকদের কোরোনা রিপোর্ট নেগিটিভ, স্বস্তিতে আলিপুরদুয়ার - Covid-19

দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 29 ৷ এই পরিস্থিতিতে ব্রিটেন ফেরত তিনজনের রাজাভাতখাওয়ায় ঘুরতে আসাকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছিল ৷

tourists from london are covid negetive
লন্ডন ফেরত পর্যটকদের করোনা রিপোর্ট নেগিটিভ, স্বস্তিতে আলিপুরদুয়ার
author img

By

Published : Jan 1, 2021, 7:16 PM IST

আলিপুরদুয়ার, 01 জানুয়ারি: স্বস্তির নিঃশ্বাস আলিপুরদুয়ার জেলা জুড়ে। লন্ডন ফেরত চুঁচুড়ার পর্যটকদের প্রত্যেকের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ।

দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 29 ৷ এই পরিস্থিতিতে লন্ডন ফেরত তিনজনের রাজাভাতখাওয়ায় ঘুরতে আসাকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছিল ৷

প্রসঙ্গত লন্ডন ফেরত কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কলকাতার যুবকের তিন সহযাত্রী কর্মসুত্রে লন্ডনের বাসিন্দা ও হুগলির চুঁচুড়ার আদি বাসিন্দা। বুধবার বেড়াতে এসেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায়। পরিবারের আরও পাঁচ সদস্যকে নিয়ে পরিবারটি রাজাভাতখাওয়ায় বন উন্নয়ন নিগমের বাংলোয় ওঠে। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের অন্দরে।

আরও পড়ুন: ব্রিটেন ফেরত আরও একজন কোরোনায় সংক্রমিত, ভরতি বেলেঘাটা আইডিতে

সাবধানতার জন্য সিল করে দেওয়া হয় ওই বাংলো চত্বর । চুঁচুড়া থেকে আসা আট পর্যটকের লালারসের নমুনা পরীক্ষার জন্য তড়িঘড়ি পাঠানো হয় । অবশেষে আট জনেরই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি জেলাজুড়ে।

আলিপুরদুয়ার, 01 জানুয়ারি: স্বস্তির নিঃশ্বাস আলিপুরদুয়ার জেলা জুড়ে। লন্ডন ফেরত চুঁচুড়ার পর্যটকদের প্রত্যেকের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ।

দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 29 ৷ এই পরিস্থিতিতে লন্ডন ফেরত তিনজনের রাজাভাতখাওয়ায় ঘুরতে আসাকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছিল ৷

প্রসঙ্গত লন্ডন ফেরত কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত কলকাতার যুবকের তিন সহযাত্রী কর্মসুত্রে লন্ডনের বাসিন্দা ও হুগলির চুঁচুড়ার আদি বাসিন্দা। বুধবার বেড়াতে এসেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায়। পরিবারের আরও পাঁচ সদস্যকে নিয়ে পরিবারটি রাজাভাতখাওয়ায় বন উন্নয়ন নিগমের বাংলোয় ওঠে। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের অন্দরে।

আরও পড়ুন: ব্রিটেন ফেরত আরও একজন কোরোনায় সংক্রমিত, ভরতি বেলেঘাটা আইডিতে

সাবধানতার জন্য সিল করে দেওয়া হয় ওই বাংলো চত্বর । চুঁচুড়া থেকে আসা আট পর্যটকের লালারসের নমুনা পরীক্ষার জন্য তড়িঘড়ি পাঠানো হয় । অবশেষে আট জনেরই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি জেলাজুড়ে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.