ETV Bharat / state

খেতে বসেছিলেন BJP কর্মী, মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

BJP কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ধারালো অস্ত্র দিয়ে ওই BJP কর্মীকে কোপানো হয় । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

author img

By

Published : Apr 28, 2019, 10:54 PM IST

Updated : Apr 28, 2019, 11:51 PM IST

অসীম বোস

আলিপুরদুয়ার, ২৮ এপ্রিল : এক BJP কর্মীর বাড়িতে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র ও বাটাম দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ওই BJPকর্মী ও তাঁর স্ত্রী গুরুতর জখম হয়েছেন । ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

জখম BJP কর্মীর নাম অসীম বোস ও তাঁর স্ত্রীর নাম কনক বোস । মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । অসীমবাবুর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই তৃণমূলনেত্রী সুপ্রিয়া সাহা ও তৃণমূলের কর্মীরা তাঁর উপর আক্রমণ করত । আজ দুপুরে তিনি যখন খেতে বসেছিলেন, তখন তাঁর বাড়িতে হামলা চালানো হয় । অভিযোগ, তৃণমূলের লোকজন বাটাম দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ মারে । এরপর তিনি অজ্ঞান হয়ে যান ।

অপরদিকে তৃণমূল কর্মী সুপ্রিয়া সাহা বলেন, "ওই BJP কর্মী আমাদের অশ্রাব্য গালিগালাজ করত । নোংরা ইঙ্গিত করত । আজ সে দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায় । তখনই কোনওভাবে তার মাথা ফেটে যায় ।"

ভিডিয়োয় শুনুন BJP কর্মীর বক্তব্য
মাদারিহাট থানায় দুই তরফেই অভিযোগ দায়ের করা হয়েছে । মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আলিপুরদুয়ার, ২৮ এপ্রিল : এক BJP কর্মীর বাড়িতে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র ও বাটাম দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ওই BJPকর্মী ও তাঁর স্ত্রী গুরুতর জখম হয়েছেন । ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

জখম BJP কর্মীর নাম অসীম বোস ও তাঁর স্ত্রীর নাম কনক বোস । মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে । অসীমবাবুর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই তৃণমূলনেত্রী সুপ্রিয়া সাহা ও তৃণমূলের কর্মীরা তাঁর উপর আক্রমণ করত । আজ দুপুরে তিনি যখন খেতে বসেছিলেন, তখন তাঁর বাড়িতে হামলা চালানো হয় । অভিযোগ, তৃণমূলের লোকজন বাটাম দিয়ে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ মারে । এরপর তিনি অজ্ঞান হয়ে যান ।

অপরদিকে তৃণমূল কর্মী সুপ্রিয়া সাহা বলেন, "ওই BJP কর্মী আমাদের অশ্রাব্য গালিগালাজ করত । নোংরা ইঙ্গিত করত । আজ সে দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায় । তখনই কোনওভাবে তার মাথা ফেটে যায় ।"

ভিডিয়োয় শুনুন BJP কর্মীর বক্তব্য
মাদারিহাট থানায় দুই তরফেই অভিযোগ দায়ের করা হয়েছে । মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
sample description
Last Updated : Apr 28, 2019, 11:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.