ETV Bharat / state

আলিপুরদুয়ারের বীরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত তিন - দুর্ঘটনায় মৃত তিন

ডাম্পার ও এসইউভি-র মুখোমুখি সংঘর্ষ ৷ পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের ৷ বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বীরপাড়া-লঙ্কাপাড়া রোডে দলমোড় এলাকায় ৷ আটক ডাম্পারের চালক ৷

wb_apd_02_accident_ dead_3_10008
আলিপুরদুয়ারের বীরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত তিন
author img

By

Published : Apr 23, 2021, 3:38 PM IST

বীরপাড়া, 23 এপ্রিল : আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ঘটনাস্থলেই প্রাণ গেল তিনজনের ৷ বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বীরপাড়া-লঙ্কাপাড়া রোডের দলমোড় এলাকায় ৷ দুর্ঘটনার পর ডাম্পারটিতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা ৷ পরে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

ওই দিন একটি যাত্রীবোঝাই চারচাকা এসইউভি-র সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে যায় এসইউভি-র সামনের অংশ ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় যাত্রীবাহী গাড়ির চালক-সহ মোট তিনজনের ৷ গুরুতর আহত হন ওই গাড়িতেই সওয়ার আরও ছ’জন ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃতরা হলেন মাদারিহাট ব্লকের বাসিন্দা আশা ওরাওঁ (45), সালু ওরাওঁ (44) এবং গুলশন সুঁড়ি (48) ৷

দুর্ঘটনার পর অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় ডাম্পারটিতে ৷

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের , আহত 15

এই দুর্ঘটনার জন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ দুর্ঘটনার পরই বীরপাড়া-লঙ্কাপাড়া সড়ক আটকে বিক্ষোভ দেখান তাঁরা ৷ দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিতেও আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বীরপাড়া থানার পুলিশ ৷ ফালাকাটা থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ৷ প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ ডাম্পারের চালককে আটক করেছে পুলিশ ৷

বীরপাড়া, 23 এপ্রিল : আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ঘটনাস্থলেই প্রাণ গেল তিনজনের ৷ বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বীরপাড়া-লঙ্কাপাড়া রোডের দলমোড় এলাকায় ৷ দুর্ঘটনার পর ডাম্পারটিতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা ৷ পরে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

ওই দিন একটি যাত্রীবোঝাই চারচাকা এসইউভি-র সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে যায় এসইউভি-র সামনের অংশ ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় যাত্রীবাহী গাড়ির চালক-সহ মোট তিনজনের ৷ গুরুতর আহত হন ওই গাড়িতেই সওয়ার আরও ছ’জন ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃতরা হলেন মাদারিহাট ব্লকের বাসিন্দা আশা ওরাওঁ (45), সালু ওরাওঁ (44) এবং গুলশন সুঁড়ি (48) ৷

দুর্ঘটনার পর অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় ডাম্পারটিতে ৷

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের , আহত 15

এই দুর্ঘটনার জন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ দুর্ঘটনার পরই বীরপাড়া-লঙ্কাপাড়া সড়ক আটকে বিক্ষোভ দেখান তাঁরা ৷ দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটিতেও আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বীরপাড়া থানার পুলিশ ৷ ফালাকাটা থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ৷ প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ ডাম্পারের চালককে আটক করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.