ETV Bharat / state

Alipurduar District Hospital: তিন মাসের চেষ্টা সফল, তিন শিশুর প্রাণ বাঁচাল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল - Three Immature And Sick Babies Become Fit

মূমূর্ষ তিন শিশুর প্রাণ ফিরিয়ে পরিবারের হাতে তুলে দিল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল (Alipurduar District Hospital) । আর তা সম্ভব হল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে (Three Immature And Sick Babies Become Fit After Treatment) ৷

Three Immature And Sick Babies Become Fit After Treatment
চিকিৎসার পর 3 শিশুকে পরিবারের হাতে ফিরিয়ে দিল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল
author img

By

Published : Nov 18, 2022, 3:35 PM IST

আলিপুরদুয়ার, 18 নভেম্বর: তিন মাস হাসপাতালে চিকিৎসার হওয়ার পর মূমূর্ষ তিন শিশুর প্রাণ ফিরিয়ে পরিবারের হাতে তুলে দিল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল (Alipurduar District Hospital) । আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এসএনসিইউ (Special Newborn Care Unit) বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পরিষেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরল ওই তিন শিশু (Three Immature And Sick Babies Become Fit After Treatment)।

বৃহস্পতিবার নিজেদের সুস্থ শিশুদের নিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন অনামিকা, প্রেমিকা ও হিরামতি । জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তিনটি অপরিণত শিশুর জন্ম দেন অনামিকা রায়, প্রেমিকা ওরাও এবং হিরামতি খারিয়া । আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (Special Newborn Care Unit) তাঁদের চিকিৎসা শুরু হয় । কিন্তু সেই সময় তাঁদের শিশুরা অপুষ্টি, হার্টের সমস্যা ও বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতার অভাব নিয়ে জন্ম নেয় ৷ ফলে অসুস্থ হয়ে পড়ে ।

আরও পড়ুন: এক যকৃৎ দুই প্রাণ, এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু

জন্মের পর থেকেই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হয় । এরপর প্রায় তাদের ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয় ওই শিশুদের পরিবার । কেউ কেউ শিশুদের জেলা হাসপাতালে রেখে বাড়িও ফিরে যান । কারণ আর্থিক স্বচ্ছলতা নেই, ফলে কী করে ওই শিশুদের উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করবেন ওই দিনমজুর পরিবারগুলি ৷ অসহায় বোধ করেন তাঁরা । এই অবস্থায় অসুস্থ শিশুদের প্রাণ বাঁচানো চিকিৎসকদের কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে । কোনওমতে ওই শিশুর মায়েদের বুঝিয়ে ফের হাসপাতালে নিয়ে আসেন শিশু বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ।

তিন শিশুর প্রাণ বাঁচাল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার জানান, প্রায় তিন মাস ধরে জেলা হাসপাতালের এসএনসিএই বিভাগে শিশুদের চিকিৎসা করানো হয়েছে ৷ শিশু তিনটের ওজন খুবই কম ছিল ৷ নার্সিং স্টাফ ও চিকিৎসকদের অক্লান্ত সেবা ও পরিশ্রমে তিনটি শিশুকে সুস্থ করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ । আগামীতেও প্রতিটি শিশুকে নজরদারিতে রাখা হবে ৷

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র

আলিপুরদুয়ার, 18 নভেম্বর: তিন মাস হাসপাতালে চিকিৎসার হওয়ার পর মূমূর্ষ তিন শিশুর প্রাণ ফিরিয়ে পরিবারের হাতে তুলে দিল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল (Alipurduar District Hospital) । আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এসএনসিইউ (Special Newborn Care Unit) বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পরিষেবায় সুস্থ হয়ে বাড়ি ফিরল ওই তিন শিশু (Three Immature And Sick Babies Become Fit After Treatment)।

বৃহস্পতিবার নিজেদের সুস্থ শিশুদের নিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন অনামিকা, প্রেমিকা ও হিরামতি । জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তিনটি অপরিণত শিশুর জন্ম দেন অনামিকা রায়, প্রেমিকা ওরাও এবং হিরামতি খারিয়া । আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (Special Newborn Care Unit) তাঁদের চিকিৎসা শুরু হয় । কিন্তু সেই সময় তাঁদের শিশুরা অপুষ্টি, হার্টের সমস্যা ও বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতার অভাব নিয়ে জন্ম নেয় ৷ ফলে অসুস্থ হয়ে পড়ে ।

আরও পড়ুন: এক যকৃৎ দুই প্রাণ, এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু

জন্মের পর থেকেই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হয় । এরপর প্রায় তাদের ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয় ওই শিশুদের পরিবার । কেউ কেউ শিশুদের জেলা হাসপাতালে রেখে বাড়িও ফিরে যান । কারণ আর্থিক স্বচ্ছলতা নেই, ফলে কী করে ওই শিশুদের উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করবেন ওই দিনমজুর পরিবারগুলি ৷ অসহায় বোধ করেন তাঁরা । এই অবস্থায় অসুস্থ শিশুদের প্রাণ বাঁচানো চিকিৎসকদের কাছে আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে । কোনওমতে ওই শিশুর মায়েদের বুঝিয়ে ফের হাসপাতালে নিয়ে আসেন শিশু বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ।

তিন শিশুর প্রাণ বাঁচাল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার জানান, প্রায় তিন মাস ধরে জেলা হাসপাতালের এসএনসিএই বিভাগে শিশুদের চিকিৎসা করানো হয়েছে ৷ শিশু তিনটের ওজন খুবই কম ছিল ৷ নার্সিং স্টাফ ও চিকিৎসকদের অক্লান্ত সেবা ও পরিশ্রমে তিনটি শিশুকে সুস্থ করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ । আগামীতেও প্রতিটি শিশুকে নজরদারিতে রাখা হবে ৷

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.