ETV Bharat / state

আলিপুরদুয়ারে 47 টি কোয়ারান্টা্ইন সেন্টার তৈরি - কোয়ারান্টাইন সেন্টার

ভারত-ভুটান সীমান্ত জেলা আলিপুরদুয়ার । জেলা প্রশাসন ও স্বাস্থদপ্তর কোরোনা মোকাবিলার জন্য জেলায় মোট 47 টি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করেছে।আলিপুরদুয়ার মহকুমা শাসক শ্রীরাজেশ জানান কোরোনা মোকাবিলার জন্য আমারা যুদ্ধকালীন তৎপরতায় এই গুলো তৈরি করছি। কোরোনা সংক্রমণের সংখ্যা বেড়ে গেলে তার জন্য প্রস্তুত।

quarentain
কোয়ারানটাইন
author img

By

Published : Apr 1, 2020, 9:43 PM IST

আলিপুরদুয়ার,1এপ্রিল : আলিপুরদুয়ার জেলা শহরের 19 নম্বর ওয়ার্ডের ইন্ডোর স্টেডিয়ামে চালু হচ্ছে করোনা কোয়ারান্টাইন সেন্টার। এই ইন্ডোর স্টেডিয়ামে আপাতত 100 জনের কোয়ারান্টাইনে থাকার ব্যাবস্থা করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর। বুধবার থেকে ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কোয়ারান্টাইন সেন্টারের জন্য আদর্শ পরিকাঠামো বানানোর কাজ।বুধবার সন্ধ্যায় এই কোয়ারান্টাইন সেন্টার পরিদর্শনে আসেন মহকুমা শাসক শ্রীরাজেশ সহ স্বাস্থদপ্তরের অন্যান্য আধিকারিকরা।


ভারত-ভুটান সীমান্ত জেলা আলিপুরদুয়ার । জেলা প্রশাসন ও স্বাস্থদপ্তর কোরোনা মোকাবিলার জন্য জেলায় মোট 47 টি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কালচিনি ব্লকের 31 C জাতীয় সড়কের ধারে পরিত্যক্ত কৃষান মান্ডি, কুমারগ্রাম ব্লকের বারবিশা নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় এবং আলিপুরদুয়ারে নতুন তৈরি হওয়া ইন্ডোর স্টেডিয়াম। আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, প্রয়োজনে জেলায় আরও কোয়ারানটাইন সেন্টার গড়ে তোলা হবে।তার জন্য বেশ কিছু স্থান চিহ্নিত করা হয়েছে। কোরোনা মোকাবিলার জন্য সব দিক থেকে তৈরি জেলা স্বাস্থদপ্তর।


আলিপুরদুয়ার মহকুমা শাসক শ্রীরাজেশ জানান কোরোনা মোকাবিলার জন্য যুদ্ধকালীন তৎপরতায় এই গুলো তৈরি করা হচ্ছে। কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে তা মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুত ।

আলিপুরদুয়ার,1এপ্রিল : আলিপুরদুয়ার জেলা শহরের 19 নম্বর ওয়ার্ডের ইন্ডোর স্টেডিয়ামে চালু হচ্ছে করোনা কোয়ারান্টাইন সেন্টার। এই ইন্ডোর স্টেডিয়ামে আপাতত 100 জনের কোয়ারান্টাইনে থাকার ব্যাবস্থা করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর। বুধবার থেকে ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কোয়ারান্টাইন সেন্টারের জন্য আদর্শ পরিকাঠামো বানানোর কাজ।বুধবার সন্ধ্যায় এই কোয়ারান্টাইন সেন্টার পরিদর্শনে আসেন মহকুমা শাসক শ্রীরাজেশ সহ স্বাস্থদপ্তরের অন্যান্য আধিকারিকরা।


ভারত-ভুটান সীমান্ত জেলা আলিপুরদুয়ার । জেলা প্রশাসন ও স্বাস্থদপ্তর কোরোনা মোকাবিলার জন্য জেলায় মোট 47 টি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য কালচিনি ব্লকের 31 C জাতীয় সড়কের ধারে পরিত্যক্ত কৃষান মান্ডি, কুমারগ্রাম ব্লকের বারবিশা নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় এবং আলিপুরদুয়ারে নতুন তৈরি হওয়া ইন্ডোর স্টেডিয়াম। আলিপুরদুয়ার জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, প্রয়োজনে জেলায় আরও কোয়ারানটাইন সেন্টার গড়ে তোলা হবে।তার জন্য বেশ কিছু স্থান চিহ্নিত করা হয়েছে। কোরোনা মোকাবিলার জন্য সব দিক থেকে তৈরি জেলা স্বাস্থদপ্তর।


আলিপুরদুয়ার মহকুমা শাসক শ্রীরাজেশ জানান কোরোনা মোকাবিলার জন্য যুদ্ধকালীন তৎপরতায় এই গুলো তৈরি করা হচ্ছে। কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে তা মোকাবিলার জন্য তাঁরা প্রস্তুত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.