আলিপুরদুয়ার, 19 জুন : গ্রামের বাড়ি বিন্দিপাড়ায় আসছে লাদাখে শহিদ জওয়ান বিপুল রায়ের মরদেহ । যে প্রাথমিক স্কুলে পড়াশোনা করত বিপুল, বাড়ির পাশের সেই বিন্দিপাড়া BFP স্কুলের মাঠে বাঁধা হয়েছে মঞ্চ । সেখানে জাতীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানানো হবে হাবিলদার বিপুল রায়কে।
সেনার তরফে জানানো হয়েছিল, বুধবার বিপুল রায়ের মরদেহ ও তাঁর স্ত্রী-কন্যাকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে । তবে বৃ্হস্পতিবার মত পালটায় সেনাবাহিনী ৷ জানানো হয়, বিপুলের স্ত্রী ও কন্যাকে শুক্রবার বিন্দিপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হবে । বৃহস্পতিবার রাতে বিপুল রায়ের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে । তবে পরিবারের তরফে সেনাবাহিনীকে জানানো হয়, বিপুলের স্ত্রী ও কন্যা গ্রামে ফেরার পর তারা বিপুলের মরদেহ গ্রহণ করবে।
শহিদ জওয়ানের পরিবারের দাবি মেনে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে সেনাবাহিনী ৷ সেনার তরফে জানানো হয়, প্রথমে বিপুলের স্ত্রী ও কন্যাকে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে ৷ তারপর বিন্দিপাড়ায় নিয়ে যাওয়া হবে শহিদের দেহ ।
আজ সেনাবাহিনীর বিশেষ বিমানে বাগডোগরা হয়ে বিন্দিপাড়ায় পৌঁছাবেন বিপুলের স্ত্রী ও কন্যা । এরপর হাসিমারা থেকে বিন্দিপাড়ায় পাঠানো হবে শহিদের মরদেহ ।
বিপুল রায়ের এক আত্মীয় তরণীকান্ত দাস বলেন, ‘‘সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, শবদেহের সাথে ফেরানো হবে বিপুলের স্ত্রী-কন্যাকে । তবে আচমকাই খবর এল, বিপুলের স্ত্রী, কন্যাকে শুক্রবার পাঠানো হবে । স্ত্রী ও কন্যা ছাড়া ওর দেহ আমরা কী করে সৎকার করব ?’’