ETV Bharat / state

দু'বছর বয়সেই সেরা গোয়েন্দা সারমেয় করিম - পারফরম্যান্সের নিরিখে সেরা বক্সা টাইগার রিজার্ভের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর করিম

গত এক বছরে 43 টি ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে পুলিশ ও বনদপ্তরের হাতে তুলে দিয়েছে করিম ৷ দেশের 30 টি ওয়াইল্ড লাইফ স্কয়্যার্ডের 65 টি শিকারি কুকুরের গত এক বছরের পারফরম্যান্সের নিরিখে সেরা সে ৷

গোয়েন্দা সারমেয় করিম
author img

By

Published : Aug 22, 2019, 11:34 PM IST

আলিপুরদুয়ার, 22 অগাস্ট : বয়স মাত্র দু'বছর ৷ কিন্তু এই বয়সেই গত এক বছরে 43 টি ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে পুলিশ ও বনদপ্তরের হাতে তুলে দিয়েছে করিম ৷ দেশের 30 টি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের 65 টি শিকারি কুকুরের গত এক বছরের পারফরম্যান্সের নিরিখে সেরা সে ৷ আজ বক্সা টাইগার রিজার্ভের অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী ব্রাত্য বসু ৷

প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর করিম প্রজাতিতে বেলজিয়াম সেফার্ড ৷ বর্তমানে বক্সা টাইগার রিজার্ভে রয়েছে ৷ 2017 সালের 21 ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের টোকনপুরে BSF-এর কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে টানা 8 মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে করিম । এরপর তাকে নিয়ে আসা হয় বক্সা টাইগার রিজার্ভে ৷ বর্তমানে করিমের দেখাশোনা করছে সেখানকারই দুই বনকর্মী শুভেন্দুবিকাশ রায় ও জনি শর্মা । দিনে তার খাদ্য তালিকায় রয়েছে 200 গ্রাম চালের ভাত, 350 গ্রাম সবজি, 2 টি ডিম, 780 গ্রাম খাসির মাংস ৷ রাতে 200 গ্রাম ডালিয়ার খিচুড়ি ৷ দিনে 3 ঘণ্টা কসরত করে সে ৷ টানা প্রায় 9 ঘণ্টা জঙ্গলে,পাহাড়ে ছুটে বেড়াতে পারে ৷ ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা পুলিশের অধীনে থাকা 3টি জটিল খুনের ঘটনার কিনারা করেছে সে ৷

দেখুন ভিডিয়ো...

আলিপুরদুয়ার, 22 অগাস্ট : বয়স মাত্র দু'বছর ৷ কিন্তু এই বয়সেই গত এক বছরে 43 টি ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে পুলিশ ও বনদপ্তরের হাতে তুলে দিয়েছে করিম ৷ দেশের 30 টি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের 65 টি শিকারি কুকুরের গত এক বছরের পারফরম্যান্সের নিরিখে সেরা সে ৷ আজ বক্সা টাইগার রিজার্ভের অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী ব্রাত্য বসু ৷

প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর করিম প্রজাতিতে বেলজিয়াম সেফার্ড ৷ বর্তমানে বক্সা টাইগার রিজার্ভে রয়েছে ৷ 2017 সালের 21 ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের টোকনপুরে BSF-এর কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে টানা 8 মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে করিম । এরপর তাকে নিয়ে আসা হয় বক্সা টাইগার রিজার্ভে ৷ বর্তমানে করিমের দেখাশোনা করছে সেখানকারই দুই বনকর্মী শুভেন্দুবিকাশ রায় ও জনি শর্মা । দিনে তার খাদ্য তালিকায় রয়েছে 200 গ্রাম চালের ভাত, 350 গ্রাম সবজি, 2 টি ডিম, 780 গ্রাম খাসির মাংস ৷ রাতে 200 গ্রাম ডালিয়ার খিচুড়ি ৷ দিনে 3 ঘণ্টা কসরত করে সে ৷ টানা প্রায় 9 ঘণ্টা জঙ্গলে,পাহাড়ে ছুটে বেড়াতে পারে ৷ ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা পুলিশের অধীনে থাকা 3টি জটিল খুনের ঘটনার কিনারা করেছে সে ৷

দেখুন ভিডিয়ো...
Intro:আলিপুরদুয়ার:-গোটা দেশের মধ্যে সেরা গোয়েন্দা কুকুরের শিরোপা ছিনিয়ে নিল বক্সা টাইগার রিজার্ভের বেলজিয়াম সেফার্ড করিম ।


Body:মাত্র দু বছরে বয়সেই ব্যোমকেশ বক্সী ,শার্লক হোমসের গোয়েন্দা দক্ষতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে করিম । গত এক বছরে বনদফতর ,এবং পুলিশকে ৪৩ টি ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে পুলিশ ও বন দফতরের হাতে তুলে দিয়েছে করিম । এবছর সারা দেশের ত্রিশটি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের ৬৫ টি শিকারী কুকুরদের গত এক বছরের কাজের বিচারে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে করিম । বৃহস্পতিবার বক্সা টাইগার রিজার্ভের অডিটোরিয়ামে এক সেমিনারে বনমন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে করিমের শিরোপা প্রাপ্তির কথা ঘোষণা করা হয় । ২০১৭ সালের ২১ শে ডিসেম্বর মধ্যে প্রদেশের গোয়ালীয়রের টোকনপুরে বিএসএফের কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে টানা আট মাস প্রশিক্ষণ নিয়েছে করিম । এর পর করিম কে নিয়ে আসে বক্সা বনদফতর। বর্তমানে করিমের দেখাশোনা করছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দুই বনকর্মী শুভেন্দু বিকাশ রায় ,ও জনি শর্মা ।এই দুই কর্মি ও গোয়ালীয়রে প্রশিক্ষণ নিয়েছে । করিমের নিত্য দিনের খাদ্য তালিকায় দুশো গ্রাম চালের ভাত ,350 গ্রাম সবজি ,2 টি ডিম ,৭৮০ গ্রাম পাঁঠার মাংস ,রাতে ২০০ গ্রাম ডালিয়ার খিচুড়ি ।দৈনিক তিন ঘন্টা ধরে চলে করিমের কসরত । কর্মস্থলে করিমের সাথে পেরে ওঠা দায় ।টানা আট নয় ঘন্টা জংগল ,পাহাড়ে ছুটে বেড়াতে পারে করিম । ইতিমধ্যেই জংগলের অপরাধ ছাড়াও আলিপুরদুয়ার জেলা পুলিশের তিনটি জটিল খুনের ঘটনার কিনারা করেছে করিম ।


Conclusion:করিমকে নিয়ে গর্বিত বক্সা বন বিভাগ,ও আলিপুরদুয়ার, জেলা পুলিশ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.