আলিপুরদুয়ার, 22 অগাস্ট : বয়স মাত্র দু'বছর ৷ কিন্তু এই বয়সেই গত এক বছরে 43 টি ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে পুলিশ ও বনদপ্তরের হাতে তুলে দিয়েছে করিম ৷ দেশের 30 টি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের 65 টি শিকারি কুকুরের গত এক বছরের পারফরম্যান্সের নিরিখে সেরা সে ৷ আজ বক্সা টাইগার রিজার্ভের অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী ব্রাত্য বসু ৷
প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর করিম প্রজাতিতে বেলজিয়াম সেফার্ড ৷ বর্তমানে বক্সা টাইগার রিজার্ভে রয়েছে ৷ 2017 সালের 21 ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের টোকনপুরে BSF-এর কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে টানা 8 মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে করিম । এরপর তাকে নিয়ে আসা হয় বক্সা টাইগার রিজার্ভে ৷ বর্তমানে করিমের দেখাশোনা করছে সেখানকারই দুই বনকর্মী শুভেন্দুবিকাশ রায় ও জনি শর্মা । দিনে তার খাদ্য তালিকায় রয়েছে 200 গ্রাম চালের ভাত, 350 গ্রাম সবজি, 2 টি ডিম, 780 গ্রাম খাসির মাংস ৷ রাতে 200 গ্রাম ডালিয়ার খিচুড়ি ৷ দিনে 3 ঘণ্টা কসরত করে সে ৷ টানা প্রায় 9 ঘণ্টা জঙ্গলে,পাহাড়ে ছুটে বেড়াতে পারে ৷ ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা পুলিশের অধীনে থাকা 3টি জটিল খুনের ঘটনার কিনারা করেছে সে ৷