ETV Bharat / state

DA 'মৃত', স্মরণসভা শিক্ষক-শিক্ষিকাদের

2017-র সেপ্টেম্বরে DA প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘রাজ্যে চূড়ান্ত আর্থিক সংকটের মধ্যেও DA বাড়ানো হচ্ছে ৷ আমি ব্যবস্থা করতে পেরেছি তাই দিচ্ছি ৷ আমাকে বলতে হবে না ৷ আমার কাছে ঘেউ ঘেউ, ফেউ ফেউ করে কোনও লাভ হবে না ৷ বিভিন্ন ইউনিয়নকে দিয়ে আমাকে চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না ৷ আমার সময় হলেই দিয়ে দেব ৷’’

DA related protest in Alipurduar
শিক্ষক-শিক্ষিকাদের DA নিয়ে স্মরণসভা
author img

By

Published : Feb 7, 2020, 12:46 AM IST

আলিপুরদুয়ার, 6 ফেব্রুয়ারি : DA-র স্মরণসভার আয়োজন করল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষক-শিক্ষিকারা ৷ আজ বিকেলে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে তাঁরা এই অভিনব প্রতিবাদের আয়োজন করেন ৷ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেবেন বলে জানান তাঁরা ৷

আচমকা দেখলে মনে হবে কারও স্মরণসভা চলছে ৷ বাস্তবিকই স্মরণসভার আয়োজন করা হয়েছিল অলিপুরদুয়ারের জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে ৷ আয়োজক নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি । শিক্ষকদের দাবি, তাঁদের কাছে DA 'মৃত'৷ প্রাপ্য DA থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে ৷ তাই এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তাঁরা ৷ নিজেদের প্রাপ্য DA -এর স্মরণে 30 সেকেন্ড নীরবতাও পালন করেন শিক্ষক-শিক্ষিকারা ৷ আজ স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে DA বেদি তৈরি করে তার পাশে একটি খেলনা কুকুর রাখেন তাঁরা ৷ কাগজে ঘেউ ঘেউ লিখে প্রতিবাদ জানান ৷ শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুজিত কুমার দে বলেন, ‘‘DA ছাড়াই পে কমিশনের ঘোষণা করা হয়েছে ৷ এটা আমাদের অধিকার ৷ নিজেদের প্রতি বঞ্চনার প্রতিবাদে আমরা স্মরণসভার আয়োজন করেছি ৷ আমরা আশা করছি যে, বিযয়টি ফের বিবেচনা করা হবে ৷ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি ৷ আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব ৷ যা যা করার দরকার, তাই করব ৷’’

2017-র সেপ্টেম্বরে DA প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘রাজ্যে চূড়ান্ত আর্থিক সংকটের মধ্যেও DA বাড়ানো হচ্ছে ৷ আমি ব্যবস্থা করতে পেরেছি তাই দিচ্ছি ৷ আমাকে বলতে হবে না ৷ আমার কাছে ঘেউ ঘেউ, ফেউ ফেউ করে কোনও লাভ হবে না ৷ বিভিন্ন ইউনিয়নকে দিয়ে আমাকে চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না ৷ আমার সময় হলেই দিয়ে দেব ৷’’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কঠোর সমালোচনা করে হাইকোর্ট ৷

2018-র অগাস্টে কলকাতা হাইকোর্ট রায় দেয়, DA সরকারি কর্মীদের আইনি অধিকার ৷ এরপর সরকারি কর্মীদের সংগঠন DA নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল (SAT) -এর দ্বারস্থ হয় ৷ তখন রাজ্য সরকার জানায়, DA সরকারি কর্মচারীদের অধিকার নয় ৷ এরপরই আদালতের দ্বারস্থ হয় কর্মী সংগঠনটি ৷ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, DA কোনও দয়ার দান নয় ৷ এটা কর্মীদের অধিকার ৷

আলিপুরদুয়ার, 6 ফেব্রুয়ারি : DA-র স্মরণসভার আয়োজন করল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষক-শিক্ষিকারা ৷ আজ বিকেলে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে তাঁরা এই অভিনব প্রতিবাদের আয়োজন করেন ৷ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেবেন বলে জানান তাঁরা ৷

আচমকা দেখলে মনে হবে কারও স্মরণসভা চলছে ৷ বাস্তবিকই স্মরণসভার আয়োজন করা হয়েছিল অলিপুরদুয়ারের জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে ৷ আয়োজক নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি । শিক্ষকদের দাবি, তাঁদের কাছে DA 'মৃত'৷ প্রাপ্য DA থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে ৷ তাই এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তাঁরা ৷ নিজেদের প্রাপ্য DA -এর স্মরণে 30 সেকেন্ড নীরবতাও পালন করেন শিক্ষক-শিক্ষিকারা ৷ আজ স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে DA বেদি তৈরি করে তার পাশে একটি খেলনা কুকুর রাখেন তাঁরা ৷ কাগজে ঘেউ ঘেউ লিখে প্রতিবাদ জানান ৷ শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুজিত কুমার দে বলেন, ‘‘DA ছাড়াই পে কমিশনের ঘোষণা করা হয়েছে ৷ এটা আমাদের অধিকার ৷ নিজেদের প্রতি বঞ্চনার প্রতিবাদে আমরা স্মরণসভার আয়োজন করেছি ৷ আমরা আশা করছি যে, বিযয়টি ফের বিবেচনা করা হবে ৷ জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি ৷ আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাব ৷ যা যা করার দরকার, তাই করব ৷’’

2017-র সেপ্টেম্বরে DA প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘রাজ্যে চূড়ান্ত আর্থিক সংকটের মধ্যেও DA বাড়ানো হচ্ছে ৷ আমি ব্যবস্থা করতে পেরেছি তাই দিচ্ছি ৷ আমাকে বলতে হবে না ৷ আমার কাছে ঘেউ ঘেউ, ফেউ ফেউ করে কোনও লাভ হবে না ৷ বিভিন্ন ইউনিয়নকে দিয়ে আমাকে চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না ৷ আমার সময় হলেই দিয়ে দেব ৷’’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কঠোর সমালোচনা করে হাইকোর্ট ৷

2018-র অগাস্টে কলকাতা হাইকোর্ট রায় দেয়, DA সরকারি কর্মীদের আইনি অধিকার ৷ এরপর সরকারি কর্মীদের সংগঠন DA নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল (SAT) -এর দ্বারস্থ হয় ৷ তখন রাজ্য সরকার জানায়, DA সরকারি কর্মচারীদের অধিকার নয় ৷ এরপরই আদালতের দ্বারস্থ হয় কর্মী সংগঠনটি ৷ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, DA কোনও দয়ার দান নয় ৷ এটা কর্মীদের অধিকার ৷

Intro:আলিপুরদুয়ার:-প্রতীকি খেলনা কুকুরের গলায় ঘেউ ঘেউ লিখে প্রয়াত 'DA' এর স্মরণসভা করলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক ,শিক্ষিকারা।


Body:প্রয়াত 'DA' এর স্মরণে ত্রিশ সেকেন্ডের নীরবতা পালন করা হয় । বৃহস্পতিবার বিকেল চারটায় জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে প্রয়াত 'DA' বেদিতে পুষ্প প্রদান করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।এরপর জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে সাতদফা দাবির একটি স্মারকলিপি প্রদান করেন । নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা সংগঠনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক সুজিত কুমার দে জানান বিগত পে কমিশন ডি,এ ছাড়াই ঘোষনা করা হয়েছে ।এই প্রথম দেখলাম ডি, এ ছাড়াই পে কমিশন ঘোষনা করা হয়ে গেল ।তিনি জানান ডি,এ শিক্ষক,শিক্ষিকা ,শিক্ষা কর্মীদের অধিকার ।পে কমিশন থেকে ডি,এ বাদ দিয়ে আমাদের বঞ্চিত করা হয়েছে ।আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছি ।আশা করছি তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন ।


Conclusion:ডি,এ বিষয়টি তিনি বিবেচনা না করলে আগামী দিনে ধারাবাহিক আন্দোলন করা হবে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.