আলিপুরদুয়ার, 10 ডিসেম্বর: লোকসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের মন পেতে আলিপুরদুয়ারে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এ দিন সরকারি অনুষ্ঠানে ঘোষণা করলেন যে, এ বার থেকে চা শ্রমিকরা পাট্টার পাশাপাশি বাড়ি বানানোর টাকাও পাবেন । শুধু তাই নয়, বন্ধ চা বাগানের শ্রমিকদের এই মাস থেকে 1500 টাকা করে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী ৷ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন ।
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, "চা বাগানের মজদুর লোকেদের জানাতে চাই, আমরা সবাইকে পাট্টা দেব । আমরা অনেক জমি নিয়েছি । কাজ চলছে । আমরা অনেক জমি অধিগ্রহণ করেছি । আমি জেলাশাসককে বলব যে, জমি যে বাগান থেকে পাওয়া যায়নি সেগুলো নিয়ে নিতে হবে । এই দফায় ছয় হাজার পাট্টা দেব । আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 13 হাজার পাট্টা এই দফায় দেব ৷ বাকি জায়গায় তাড়াতাড়ি রিভিউ করে চা বাগানের পাট্টা যাতে যায় তা দেখব । চা সুন্দরী আমরা দিয়েছি । 1 হাজার চা সুন্দরী দেওয়া হয়েছে শ্রমিকদের । চা সুন্দরী না নিয়ে জমির পাট্টা দিচ্ছি ।"
পাট্টার প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে মমতা এ দিন বলেন, "পাট্টার সঙ্গে 1 লক্ষ 20 হাজার টাকা দিয়ে দেব তাহলে সেই টাকা দিয়ে ঘর করে নিতে পারবেন শ্রমিকরা । আগামী দিনে এটা করব । আজ আলিপুরদুয়ারের 6442টি চা বাগানের পাট্টা দেওয়া হচ্ছে । ছয়টি চা বাগানে লঙ্কা পাড়া, ঢেকলা পাড়া, বান্দাপানি, হাণ্টাপাড়া, কোহিনুর, মাঝের ডাবরি চা বাগানে জমি পড়ে আছে । তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে । ফের একবার দুয়ারে সরকার কাজ শুরু হবে । ভূমি দফতরের সেক্রেটারি ও জেলাশাসককে বলব আপনারা জমি নেওয়ার ব্যবস্থা করুন ৷ সেখানে জমি পড়ে আছে, কিছু কাজ হচ্ছে না । দুয়ারে সরকারের মধ্যে কাজ শেষ করো।"
এতদিন আলিপুরদুয়ার জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য বাড়ি বানিয়ে দেওয়ার প্রক্রিয়া চলেছে । চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের চা সুন্দরীর বাড়ি দেওয়া হচ্ছে । এ বার থেকে বাড়ি আর রাজ্য সরকারের থেকে বানিয়ে দেওয়া হবে না । আগামী চা শ্রমিকদের পাট্টা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি বানানোর জন্য 1 লক্ষ ২৯ হাজার টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন । তিনি বলেন, আগামীতে এই ভাবেই জমির পাট্টা বিলি ও বাড়ি করার পরিকল্পনার রয়েছে ৷
আরও পড়ুন: