ETV Bharat / state

বাগান মালিককে গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ শ্রমিকদের

বাগান মালিককে অবিলম্বে ছেড়ে দিতে হবে, এই দাবিতে শামুকতলা থানার সামনে জড়ো হন বাগানের শ্রমিকরা ৷ থানা লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে তারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় পুলিশি লাঠিচার্জ ৷

বাগান মালিককে গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ শ্রমিকদের
বাগান মালিককে গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ শ্রমিকদের
author img

By

Published : Jul 12, 2021, 5:14 PM IST

আলিপুরদুয়ার, 12 জুলাই : দীর্ঘদিন ধরে ডুয়ার্সের কোহিনূর চা বাগান পরিচালনা নিয়ে আইনি লড়াই চলছে দু'পক্ষের মধ্যে । এদের মধ্যে একজন সাগরমল আগরওয়াল ও অপরজন কেশব সিনহা । দীর্ঘদিন ধরে সাগরমল আগরওয়ালের পক্ষে ওমপ্রকাশ আগরওয়াল বাগান পরিচালনা করেন । সম্প্রতি বাগান পরিচালনার আইনি পদক্ষেপে আদালতের রায় কেশব সিনহার পক্ষে যায় ।

এরপরই একাধিক অভিযোগের ভিত্তিতে রবিবার শামুকতলা থানার পুলিশ কোহিনূর বাগানের পরিচালনার দায়িত্বে থাকা ওমপ্রকাশ আগরওয়ালকে একটি মিটিং থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় । এই ঘটনায় কোহিনূর বাগানের শ্রমিকদের ধারণা এই মিটিংয়ে ওমপ্রকাশ আগরওয়ালের থাকার খবর পুলিশকে দিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান নীলম মণ্ডলের স্বামী তথা শ্রমিক নেতা কুসুন মণ্ডল । এই খবর বাগানে পৌঁছালে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে । কিছু শ্রমিক একজোট হয়ে ওই শ্রমিক নেতা কুসুন মণ্ডলের বাড়িতে গিয়ে ভাঙচুর করে ও জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় ।

বাগান মালিককে গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ শ্রমিকদের

আরও পড়ুন : এলিফ্যান্ট করিডর দখল করে অবৈধ নির্মাণ, ভেঙে দিল প্রশাসন

তাদের বাগান পরিচালককে পুলিশ হেফাজত থেকে ছাড়াতে প্রচুর শ্রমিক জড়ো হয়ে শামুকতলা থানায় বিক্ষোভ দেখাতে থাকে । তাদের দাবি, বাগান বর্তমান পরিচালকের হাতেই থাকুক । কারণ বর্তমান মালিকের পরিচালনায় তারা বেতন-সহ সমস্ত সুবিধা সময়মতো পাচ্ছে । তাই শ্রমিকরা চাইছেন ওমপ্রকাশ আগরওয়ালকে ছেড়ে দিক পুলিশ ।

এই দাবিতে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি শামুকতলা থানা লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে ৷ ফলে থানার বেশ কিছু অংশে ক্ষয়ক্ষতি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ‍্যাসের সেল ফাটায় ৷ এই ঘটনায় প্রায় 25 থেকে 30 জন শ্রমিককে গ্ৰেফতার করে পুলিশ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস ও তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর পাসাং লামা ।

আলিপুরদুয়ার, 12 জুলাই : দীর্ঘদিন ধরে ডুয়ার্সের কোহিনূর চা বাগান পরিচালনা নিয়ে আইনি লড়াই চলছে দু'পক্ষের মধ্যে । এদের মধ্যে একজন সাগরমল আগরওয়াল ও অপরজন কেশব সিনহা । দীর্ঘদিন ধরে সাগরমল আগরওয়ালের পক্ষে ওমপ্রকাশ আগরওয়াল বাগান পরিচালনা করেন । সম্প্রতি বাগান পরিচালনার আইনি পদক্ষেপে আদালতের রায় কেশব সিনহার পক্ষে যায় ।

এরপরই একাধিক অভিযোগের ভিত্তিতে রবিবার শামুকতলা থানার পুলিশ কোহিনূর বাগানের পরিচালনার দায়িত্বে থাকা ওমপ্রকাশ আগরওয়ালকে একটি মিটিং থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় । এই ঘটনায় কোহিনূর বাগানের শ্রমিকদের ধারণা এই মিটিংয়ে ওমপ্রকাশ আগরওয়ালের থাকার খবর পুলিশকে দিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান নীলম মণ্ডলের স্বামী তথা শ্রমিক নেতা কুসুন মণ্ডল । এই খবর বাগানে পৌঁছালে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে । কিছু শ্রমিক একজোট হয়ে ওই শ্রমিক নেতা কুসুন মণ্ডলের বাড়িতে গিয়ে ভাঙচুর করে ও জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয় ।

বাগান মালিককে গ্রেফতারের প্রতিবাদে থানায় বিক্ষোভ শ্রমিকদের

আরও পড়ুন : এলিফ্যান্ট করিডর দখল করে অবৈধ নির্মাণ, ভেঙে দিল প্রশাসন

তাদের বাগান পরিচালককে পুলিশ হেফাজত থেকে ছাড়াতে প্রচুর শ্রমিক জড়ো হয়ে শামুকতলা থানায় বিক্ষোভ দেখাতে থাকে । তাদের দাবি, বাগান বর্তমান পরিচালকের হাতেই থাকুক । কারণ বর্তমান মালিকের পরিচালনায় তারা বেতন-সহ সমস্ত সুবিধা সময়মতো পাচ্ছে । তাই শ্রমিকরা চাইছেন ওমপ্রকাশ আগরওয়ালকে ছেড়ে দিক পুলিশ ।

এই দাবিতে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি শামুকতলা থানা লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে ৷ ফলে থানার বেশ কিছু অংশে ক্ষয়ক্ষতি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ‍্যাসের সেল ফাটায় ৷ এই ঘটনায় প্রায় 25 থেকে 30 জন শ্রমিককে গ্ৰেফতার করে পুলিশ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস ও তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর পাসাং লামা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.