আলিপুরদুয়ার, 14 এপ্রিল: ভারতে দিন দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সংক্রমণ রোধে ভারতে জারি রয়েছে লকডাউন । সদা সতর্ক থাকতে বলা হয়েছে নাগরিকদের । খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনোর উপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে । কিন্তু দেশের এই সংকটময় পরিস্থিতিতেও ময়দানে নেমেই লড়াই চালিয়ে যেতে হচ্ছে অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের । সবচেয়ে বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যায় । তাঁদেরই সবচেয়ে বেশি সুরক্ষা নিয়ে কাজ করার প্রয়োজন ।
কাজ করে যেতে হচ্ছে জওয়ানদেরও । তাঁদের সুরক্ষিত থাকাটা খুবই প্রয়োজন । এবার ভারত-ভুটান সীমান্তে কর্তব্যরত SSB-র জওয়ানদের প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ ও ভুটান গেট পরিদর্শন করেন SSB-র জলপাইগুড়ি রেঞ্জের DIG পরীক্ষিৎ বেহারা । জওয়ানদের পরামর্শ দেন প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী নিয়ে কাজ করতে হবে ।
গোটা সীমান্ত এলাকা পরিদর্শন করে নিরাপত্তার ফাঁক-ফোকর খতিয়ে দেখেন । পাশাপাশি সীমান্তে কর্তব্যরত সেনাবাহিনীর জওয়ানদের কোরোনা মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিয়ে কাজ করার নির্দেশ দেন । এছাড়াও তিনি ভুটান সীমান্তে অত্যাবশ্যকীয় সামগ্রী বহনকারী গাড়িগুলোর দুই দেশে যাতায়াতের অনুমতি আছে কি না তা পরীক্ষা করে দেখেন । যে গাড়িগুলোর দুই দেশে পণ্য নিয়ে যাতায়াতের অনুমতি রয়েছে সেগুলোকে জীবাণুনাশক স্প্রে করে ভুটানে এবং ভুটান থেকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ।
DIG বলেন, "সীমান্ত এলাকায় কর্তব্যরত সেনা জওয়ানদের সমস্ত সুরক্ষা সামগ্রী নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে । জওয়ানরা যাতে সুস্থ থেকে কাজ করতে পারেন সেই কারণেই এই নির্দেশ । এছাড়াও দুই দেশের সীমান্ত এলাকার নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে ।"