ETV Bharat / state

কোরোনা আক্রান্তের খোঁজ মিললেও হুঁশ ফেরেনি, ভিড় আলিপুরদুয়ারের বাজারে

author img

By

Published : May 1, 2020, 4:12 PM IST

লকডাউন উপেক্ষা করেই ভিড় আলিপুরদুয়ারের একাধিক জায়গায় ।

ছবি
ছবি

আলিপুরদুয়ার, 1 মে : জেলায় চার কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেলেও অনেকেই এখনও সচেতন হননি । সেই ছবিই ধরা পড়ল আলিপুরদুয়ারের বাজার, রেশন দোকানগুলিতে । একাধিক জায়গাতেই সামাজিক দূরত্ব না মেনে ভিড় করলেন অনেকে ।


জেলার সর্বত্রই ধরা পড়েছে এক ছবি। কুমারগ্রাম থেকে শুরু করে ফালাকাটা, বাজারে উপচে পড়া ভিড় দেখা গেল জেলার একাধিক এলাকায় । গতরাতেই আলিপুরদুয়ার জেলার চার বাসিন্দার দেহে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । এতদিন ধরে গ্রিন জ়োনে থাকা রাজ্যের এই প্রান্তিক জেলা এখন অরেঞ্জ জ়োনে যাওয়ার পথে । কিন্তু মানুষের হুঁশ কিছুতেই যেন ফিরছে না । সাত সকালে সামাজিক দূরত্বকে উপেক্ষা করে রেশন দোকানে ভিড় । দেখলে মনেই হবে না যে দেশজুড়ে লকডাউন চলছে।

ভিড় দেখেও নিশ্চিন্তে বসে থাকতে দেখা গেল অনেক রেশন ডিলারকে । বরং সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে তাঁর সাফাই, যা করা হচ্ছে, তা সামাজিক দূরত্ব বজায় রেখেই । খোদ ফালাকাটা থানার IC এসে ধমক দিলে পরিস্থিতি ঠিক হয় ।

নিতাই ঘোষ নামের ওই রেশন ডিলারকে এ-বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মানুষকে বোঝালেও শুনতে চাইছে না । তবে সামাজিক দূরত্ব মেনেই রেশন বিলি করা হচ্ছে ।"

ফালাকাটা থানার IC দেবদত্ত সরকারও মেনে নিয়েছেন যে, মানুষ লকডাউন মানছে না । তিনি বলেন, "মানুষকে সামাজিক দূরত্ব মেনে রেশন এবং বাজারে যেতে বলা হচ্ছে । কিছুতেই কিছু হচ্ছে না । সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।"

আলিপুরদুয়ার, 1 মে : জেলায় চার কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেলেও অনেকেই এখনও সচেতন হননি । সেই ছবিই ধরা পড়ল আলিপুরদুয়ারের বাজার, রেশন দোকানগুলিতে । একাধিক জায়গাতেই সামাজিক দূরত্ব না মেনে ভিড় করলেন অনেকে ।


জেলার সর্বত্রই ধরা পড়েছে এক ছবি। কুমারগ্রাম থেকে শুরু করে ফালাকাটা, বাজারে উপচে পড়া ভিড় দেখা গেল জেলার একাধিক এলাকায় । গতরাতেই আলিপুরদুয়ার জেলার চার বাসিন্দার দেহে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । এতদিন ধরে গ্রিন জ়োনে থাকা রাজ্যের এই প্রান্তিক জেলা এখন অরেঞ্জ জ়োনে যাওয়ার পথে । কিন্তু মানুষের হুঁশ কিছুতেই যেন ফিরছে না । সাত সকালে সামাজিক দূরত্বকে উপেক্ষা করে রেশন দোকানে ভিড় । দেখলে মনেই হবে না যে দেশজুড়ে লকডাউন চলছে।

ভিড় দেখেও নিশ্চিন্তে বসে থাকতে দেখা গেল অনেক রেশন ডিলারকে । বরং সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে তাঁর সাফাই, যা করা হচ্ছে, তা সামাজিক দূরত্ব বজায় রেখেই । খোদ ফালাকাটা থানার IC এসে ধমক দিলে পরিস্থিতি ঠিক হয় ।

নিতাই ঘোষ নামের ওই রেশন ডিলারকে এ-বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মানুষকে বোঝালেও শুনতে চাইছে না । তবে সামাজিক দূরত্ব মেনেই রেশন বিলি করা হচ্ছে ।"

ফালাকাটা থানার IC দেবদত্ত সরকারও মেনে নিয়েছেন যে, মানুষ লকডাউন মানছে না । তিনি বলেন, "মানুষকে সামাজিক দূরত্ব মেনে রেশন এবং বাজারে যেতে বলা হচ্ছে । কিছুতেই কিছু হচ্ছে না । সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.