ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে সাতজনকে গণপিটুনি, পরিচয়পত্র দেখিয়েও মিলল না ছাড়

author img

By

Published : Jul 24, 2019, 7:51 PM IST

Updated : Jul 24, 2019, 8:20 PM IST

মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হল সাত যুবক ৷ এদের মধ্যে তিনজন জখম হয়েছেন ৷ ঘটনার তদন্ত করছে মাদারিহাট থানার পুলিশ ৷

ফাইল ফোটো

আলিপুরদুয়ার, 24 জুলাই : ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার সাত যুবক ৷ গৃহস্থালির সামগ্রী ফেরি করতে মাদারিহাটে যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির ছ'জন যুবক ৷ সঙ্গে ছিল গাড়ির চালকও । হঠাৎ ছেলেধরা সন্দেহে তাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ ঘটনাস্থান থেকে চারজন কোনওমতে পালিয়ে গেলেও, গাড়ির চালক সহ তিনজন জখম হয় ৷ ঘটনাটি মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকার ।

আজ বিকেলে মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকায় একটি গাড়ি ভাড়া করে গৃহস্থালির জিনিস ফেরি করতে আসে কাঁথির ছয় যুবক । আচমকাই তাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ ভাড়া করা মারুতি গাড়িও ভাঙচুর হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ ৷ সাতজনকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে আসা হয় ৷

ভিডিয়োয় শুনুন আক্রান্ত যুবক তাপস ভুঁইঞার বক্তব্য

এই বিষয়ে আক্রান্ত যুবক তাপস ভুঁইঞা বলে, "আমরা জিনিস ফেরি করছিলাম ৷ হঠাৎ গ্রামে গুজব ছড়ায় যে ছেলেধরা এসেছে ৷ ওরা বলছে আমরা বাচ্চা ধরে নিয়ে চলে যাচ্ছি ৷ আমরা বললাম, আমাদের কাছে পরিচয়পত্র রয়েছে ৷ যদি কিছু প্রমাণ হয়, তাহলে থানা থেকে এসে ধরে নিয়ে যাবে আমাদের ৷ কিন্তু কোনও কিছু না শুনেই আমাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ মারধর করা হয়৷"

এই বিষয়ে, মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদার বলেন, "কয়েকদিন ধরেই এইরকম গুজব রটছে ৷ আমরা সাতজনকে উদ্ধার করেছি ৷ এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে ঠিক কী কারণে এরকম ঘটল তা খতিয়ে দেখছি আমরা ৷"

আলিপুরদুয়ার, 24 জুলাই : ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার সাত যুবক ৷ গৃহস্থালির সামগ্রী ফেরি করতে মাদারিহাটে যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির ছ'জন যুবক ৷ সঙ্গে ছিল গাড়ির চালকও । হঠাৎ ছেলেধরা সন্দেহে তাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ ঘটনাস্থান থেকে চারজন কোনওমতে পালিয়ে গেলেও, গাড়ির চালক সহ তিনজন জখম হয় ৷ ঘটনাটি মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকার ।

আজ বিকেলে মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকায় একটি গাড়ি ভাড়া করে গৃহস্থালির জিনিস ফেরি করতে আসে কাঁথির ছয় যুবক । আচমকাই তাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ ভাড়া করা মারুতি গাড়িও ভাঙচুর হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ ৷ সাতজনকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে আসা হয় ৷

ভিডিয়োয় শুনুন আক্রান্ত যুবক তাপস ভুঁইঞার বক্তব্য

এই বিষয়ে আক্রান্ত যুবক তাপস ভুঁইঞা বলে, "আমরা জিনিস ফেরি করছিলাম ৷ হঠাৎ গ্রামে গুজব ছড়ায় যে ছেলেধরা এসেছে ৷ ওরা বলছে আমরা বাচ্চা ধরে নিয়ে চলে যাচ্ছি ৷ আমরা বললাম, আমাদের কাছে পরিচয়পত্র রয়েছে ৷ যদি কিছু প্রমাণ হয়, তাহলে থানা থেকে এসে ধরে নিয়ে যাবে আমাদের ৷ কিন্তু কোনও কিছু না শুনেই আমাদের উপর চড়াও হয় গ্রামবাসী ৷ মারধর করা হয়৷"

এই বিষয়ে, মাদারিহাট থানার OC অনির্বাণ মজুমদার বলেন, "কয়েকদিন ধরেই এইরকম গুজব রটছে ৷ আমরা সাতজনকে উদ্ধার করেছি ৷ এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ তবে ঠিক কী কারণে এরকম ঘটল তা খতিয়ে দেখছি আমরা ৷"

Intro:আলিপুরদুয়ারঃ- ফের ছেলেধরা সন্দেহ গণপিটুনির ঘটনা ঘটল মাদারিহাটে।এবারে মেদিনীপুরের কাথির ছয় যুবককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিলো গ্রামবাসী।

Body:ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মাদারিহাটের শালা মণ্ডল চৌপথি এলাকায় । এদিন কাথির ছয় যুবক ধুপগুড়ির এক ছোট গাড়ির চালককের গাড়ি ভাড়া নিয়ে মাদারিহাটের শালা মন্ডল এলাকায় এসে গৃহস্থালির সামগ্রি ফেরি করতে শুরু করে।


ওই সাত জন যুবক যখন মারুতি ভ‍্যান করে রান্নার সারঞ্জাম বিক্রি করছিল তখন আচমকাই কিছু গ্ৰামবাসী এসে এদের উপর চরাও হয়। এবং ফেরিওয়ালা যুবকদের ঘিরে ধরে ছেলে ধরা সন্দেহে গনপিটুনি শুরু করে।
গনপিটুনির জেরে ধূপগুড়ির চালক সহ দুই কাথির যুবকে আহত হয়।বাকি চার যুবক কোনমতে পালিয়ে উত্তেজিত জনতার হাত থেকে রেহাই পায়। তবে উত্তেজিত জনতা ভাড়া করা মারুতি গাড়িটি ভাঙ্গচুর করে।

Conclusion:খবর পেয়ে ঘটনাস্থলে মাদারিহাট পুলিশ পৌছে সাতজনকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা জন‍্য । মাদারিহাট ওসি অনির্বাণ মজুমদার জানান যে বিষয়টা নিয়ে আমরা তদন্ত করছি আর সমস্ত এলাকায় সচেতনতা শিবির করা হচ্ছে এই বিষয়ে ।
Last Updated : Jul 24, 2019, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.