আলিপুরদুয়ার, 2 জুন : বিজয় মিছিল থেকে তৃণমূলের ব্লক কমিটির সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ওই নেতার মাকে লোহার গ্রিলে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে । আলিপুরদুয়ারের ফালাকাটার ঘটনা । পরিস্থিতির সামাল দিতে পুলিশ ঘটনাস্থানে এলে পুলিশকে লক্ষ্য করেও ইট-বৃষ্টিরও অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । ঘটনায় জখম হন এক পুলিশকর্মী । এরপরই BJP-র দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ফালাকাটা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে তৃণমূল । ঘটনায় দুই BJP কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
আজ বিকেল পাঁচটা নাগাদ ফালাকাটার বাগানবাড়ি এলাকা থেকে BJP বিজয় মিছিল শুরু হয় । সেই মিছিল তৃণমূলের ব্লক কমিটির নেতা সঞ্জীব নন্দীর বাড়ির সামনে আসতেই বাড়িতে ঢুকে হামলা চালায় BJP-র কর্মীরা । সেই সময় সঞ্জীববাবু বাড়িতে ছিলেন না । তাই তাঁর মা হাসি রানি নন্দীকে সামনে পেয়ে ধাক্কা মেরে BJP-র কর্মীরা ফেলে দেয় বলে অভিযোগ । ঘটনায় পড়ে গিয়ে জখম হন তিনি ।
ঘটনার বিষয়ে ফালাকাটার ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি তথা জেলাপরিষদের সদস্য সন্তোষ বর্মণ বলেন, "যারা হামলা করেছে সেইসব BJP কর্মীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে । BJP জেলা জুড়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে । মনে রাখতে হবে তৃণমূল হাতে চুড়ি পরে বসে নেই ।"
জেলা BJP-র সাধারণ সম্পাদক নারায়ণ মণ্ডল বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র মিছিলে ঢুকে হামলা চালিয়েছে । এই ঘটনায় BJP জড়িত নয় ।"
জখম পুলিশকর্মী বলেন, "BJP-র কর্মীরা আমাকে মেরেছে । তারপর ঘটনার কথা অস্বীকার করছে । ওরা খুব বদমায়েশি করছে।"
ফালাকাটা থানার IC সমীর পাল বলেন, "এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে । ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।"