ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে গণপিটুনি; মারধর পুলিশকেও - CLASH

ছেলেধরা সন্দেহে গণপিটুনিকে কেন্দ্র করে উত্তেজনা । পুলিশের গাড়ি ভাঙচুর । জনতার ভীড়ে খোয়া গেল এক পুলিশকর্মীর সার্ভিস রিভলবার । পরে অবশ্য তা পাওয়া যায় ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jun 16, 2019, 11:02 PM IST

আলিপুরদুয়ার, 16 জুন : আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে গণপিটুনি এক প্রবীণকে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় যায় । উত্তেজিত জনতা তাদের গাড়িতে ভাঙচুর করে । এদিকে, জনতার ভিড়ে খোয়া যায় এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার । পরে অবশ্য তা পাওয়া যায় । অন্যদিকে, ছেলেধরা গুজবে কান না দিতে এলাকায় মাইকে ঘোষণা শুরু করেছে পুলিশ ।

আলিপুরদুয়ারের পাটকাপাড়া চাবাগানে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়েছে । লোকমুখে প্রচার চলছে, রাতে এলাকার বেশ কয়েকটি বাড়িতে নাকি ছেলেধরা হানা দিচ্ছে । এর জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক । শুরু হয় রাত জেগে পাহারাও । এদিকে, আজ সকালে নিম্ন অসমের বক্সিরহাটের বাসিন্দা বছর 65-র চাঁদ মহম্মদ সাপ্তাহিক হাটে বিকিকিনি করতে পাটকাপাড়ায় আসেন । আচমকাই তাঁকে ছেলেধরা বলে মারধর শুরু করে কয়েকজন যুবক । কিছুক্ষণের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । চলে বেধড়ক মারধর ।

ঘটনাস্থানের ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশকর্মীদেরও মারধর করা হয় । আহত হন তিন পুলিশকর্মী । এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার খোয়া যায় । সন্ধ্যায় অবশ্য তা উদ্ধার হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।


পুলিশ সুপার নরেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, "এক পুলিশকর্মীর সার্ভিস রিভালভার খোয়া গেছিল । সন্ধ্যা তা পাওয়ায় যায় । তিন পুলিশকর্মী জখম হয়েছেন । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।

আলিপুরদুয়ার, 16 জুন : আলিপুরদুয়ারে ছেলেধরা সন্দেহে গণপিটুনি এক প্রবীণকে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় যায় । উত্তেজিত জনতা তাদের গাড়িতে ভাঙচুর করে । এদিকে, জনতার ভিড়ে খোয়া যায় এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার । পরে অবশ্য তা পাওয়া যায় । অন্যদিকে, ছেলেধরা গুজবে কান না দিতে এলাকায় মাইকে ঘোষণা শুরু করেছে পুলিশ ।

আলিপুরদুয়ারের পাটকাপাড়া চাবাগানে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়েছে । লোকমুখে প্রচার চলছে, রাতে এলাকার বেশ কয়েকটি বাড়িতে নাকি ছেলেধরা হানা দিচ্ছে । এর জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক । শুরু হয় রাত জেগে পাহারাও । এদিকে, আজ সকালে নিম্ন অসমের বক্সিরহাটের বাসিন্দা বছর 65-র চাঁদ মহম্মদ সাপ্তাহিক হাটে বিকিকিনি করতে পাটকাপাড়ায় আসেন । আচমকাই তাঁকে ছেলেধরা বলে মারধর শুরু করে কয়েকজন যুবক । কিছুক্ষণের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । চলে বেধড়ক মারধর ।

ঘটনাস্থানের ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশকর্মীদেরও মারধর করা হয় । আহত হন তিন পুলিশকর্মী । এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার খোয়া যায় । সন্ধ্যায় অবশ্য তা উদ্ধার হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।


পুলিশ সুপার নরেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, "এক পুলিশকর্মীর সার্ভিস রিভালভার খোয়া গেছিল । সন্ধ্যা তা পাওয়ায় যায় । তিন পুলিশকর্মী জখম হয়েছেন । পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.