ময়নাগুড়ি, 18 জানুয়ারি : তৃণমূল কর্মী খুনের ঘটনায় চারজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। বিজেপির অভিযোগ শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয়েছে তৃণমূল কর্মী। সকাল থেকে ময়নাগুড়ির সাপ্টিবাড়িতে পুলিশ মোতায়েন করা রয়েছে।
এদিন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর অভিযোগ, ‘‘তৃণমূলের নিজেদের মধ্যেই ঝামেলার জেরে খুন হয়েছে রঞ্জিত অধিকারী। আমাদের চার জন একনিষ্ঠ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাপি সেন, মিঠুন সেন, কমল সেন, চিত্ত রায়কে গ্রেপ্তার করা হয়েছে।’’ বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক চঞ্চল সরকার বলেন, ‘‘নিজেদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়েই এই মারপিট হয়েছিল। তার ফলে এই খুন হয়েছে৷ এরপর বিজেপির কর্মীদের নাম জড়াচ্ছে।’’
এদিকে তৃণমূলের ময়নাগুড়ির ১ নম্বর ব্লক সভাপতি মনোজ রায়ের পালটা অভিযোগ, ‘‘বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা বাইরে থেকে লোক এনে খুন করিয়েছে আমাদের নেতাকে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। আমরা রাজনৈতিক ভাবে প্রতিবাদ করব। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি খুনোখুনি শুরু করে দিল। এরপর কী হবে, সেটাই ভাবার বিষয়।’’
আরও পড়ুন : ময়নাগুড়িতে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি
এদিকে জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‘অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থানে আছে। অভিযোগের ভিত্তিতে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি।’’