আলিপুরদুয়ার, 24 মে: বাবা গয়নার কাজ করেন ৷ তারই মাঝে সময় বের করে নিয়মিত মেয়েকে দিতেন রাষ্ট্রবিজ্ঞানের পাঠ ৷ আর তাতেই এল সাফল্য ৷ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় 494 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের পিয়ালী দাস ৷ রাষ্ট্রবিজ্ঞানে তার নম্বর 100 ৷ যা অন্যান্য বিষয়ের থেকে সবচেয়ে বেশি ৷
শামুকতলা থানার বরজের কুঠি গ্রামের বাসিন্দা নিতেশ্বর দাসের বড় মেয়ে সে ৷ পিয়ালী কামাক্ষ্যাগুড়ি গার্লস স্কুলের ছাত্রী ৷ সাইকেলে করে চার কিলোমিটার দূরে স্কুলে যেতে হত তাঁকে । সেই গ্রামের মেয়ে পিয়ালী উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়ে রাজ্যে নজির সৃষ্টি করায় উচ্ছ্বসিত বরজের কুঠির বাসিন্দারা ।
পিয়ালি মাধ্যমিকে 656 নম্বর পেয়েছিল । এরপর কলাবিভাগে পড়া শুরু করে কামাক্ষ্যাগুড়ি বালিকা বিদ্যালয়ে । তার বিষয়ের মধ্যে ছিল ভুগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন । তার মধ্যে সমচেযে বেশি নম্বর পেয়েছে সে বাবার পড়ানো রাষ্ট্রবিজ্ঞানেই ৷ আগামিতে সাইকোলজি নিয়ে পড়তে চায় পিয়ালী ।
এই ফলাফলে সে বলে, "আমি ভাবতে পারিনি এত ভালো রেজাল্ট হবে । আমি খুব খুশি । আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ব ভেবেছিলাম । কিন্তু আমি এখন সাইকোলজি নিয়ে পড়তে চাই । বর্তমানে সমাজে মানসিক অবসাদ একটা বড় সমস্যা ৷ আমি চাই সমাজের জন্য কাজ করতে । বিশেষ করে নব প্রজন্মের একটা বড় সমস্যা এটি ৷ তারা অবসাদে ভুগে মানসিক দিক থেকে পিছিয়ে পড়ছে । মোবাইলের আশক্তি থেকে একটা সমস্যায় পড়ে যাচ্ছে । এই মানসিক অবসাদ থেকে কীভাবে সমাজকে সাহায্য করা যায় সেই চেষ্টাই করব । আমি সাইকোলজি নিয়ে বাইরে পড়তে যেতে চাই ।"
পিয়ালী জানায়, বাবাই তাকে রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন ৷ তার এই বিষয়ে কোনও শিক্ষকের দরকার হয়নি । বাবা গয়নার দোকান করেও প্রতিটি বিষয় তাকে পড়াতেন । কারণ অন্যান্য টিউশনের ক্ষেত্রেও পাঁচ থেকে সাত কিলোমিটার সাইকেলে করে তাকে যেত হত পড়তে । বাবা নিতেশ্বর দাস বলেন, "মেয়ে রাজ্যে তৃতীয় হল, খুব ভালো লাগছে । আমি ভেবেছিলাম রাজ্যে একটা স্থান পাবে পিয়ালী । এত ভালো রেজাল্ট হবে ভাবতেই পারিনি । আমার উচ্চমাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান ছিল ৷ তাই আমিই তাকে রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছি । স্কুলে বা টিউশনে সব জায়াগাতে সাইকেল করেই যেত পিয়ালী ।"
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় 87 পডুয়া, প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরদার