ETV Bharat / state

একই দিনে পৃথক জায়গায় ছেলেধরা সন্দেহে মার ব্যক্তিকে, নিখোঁজ ছেলে

গতকাল আলিপুরদুয়ার স্টেশনে ও দলগাঁও বীরপাড়া স্টেশনে বিহারের এক বাসিন্দাকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয় ।

ছেলেধরা সন্দেহে মার ব্যক্তিকে
author img

By

Published : Jul 23, 2019, 1:24 PM IST

আলিপুরদুয়ার, 23 জুলাই : ছেলেধরা সন্দেহে একই দিনে পৃথক জায়গায় মার খেলেন এক ব্যক্তি । গতকাল প্রথমে আলিপুরদুয়ার স্টেশনে ও পরে দলগাঁও বীরপাড়া স্টেশনে তাঁকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা । আক্রান্ত ব্যক্তি বিহারের বাসিন্দা । নাম কার্তিক বাশফোড় ।

আলিপুরদুয়ার থানার পুলিশ খবর পেয়ে প্রথমে আলিপুরদুয়ার স্টেশনে চত্বরে পৌঁছায় । সেখান থেকে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ স্বপু্ত্র কার্তিক বাশফোড়কে উদ্ধার করে এবং হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠায় । পরে পুলিশ তাঁদের ট্রেনে তুলে দিলেও দলগাঁও বীরপাড়া স্টেশনে একই ঘটনা ঘটে কার্তিকের সঙ্গে । সেখানেও উত্তেজিত জনতা তাঁকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় । এই ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর ছেলে ।

গতকাল বিহার যাওয়ার পথে আলিপুরদুয়ার জংশন স্টেশনে ভুলবশত ছেলেকে নিয়ে নেমে পড়েন কার্তিক বাশফোড় । জংশন সংলগ্ন শালবাড়ি এলাকায় ছেলেকে নিয়ে ইতস্তত ভাবে ঘুরতে থাকেন । জনতার তা দেখে সন্দেহে হয় । এরপরই উত্তেজিত জনতা তাঁদের ধরে গণপিটুনি দিতে শুরু করে । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে কার্তিক ও তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । পিতা ও পুত্রের চিকিৎসার পর পুলিশ তাঁদের বিহারের উদ্দেশে ট্রেনে করে রওনা দেওয়ারও ব্যবস্থা করে দেয় । কিন্তু দলগাঁও বীরপাড়া স্টেশনে ট্রেন থামলে আবারও কার্তিক তাঁর ছেলেকে নিয়ে নিচে নামেন । সেখানে ছেলে কিছু জিনিসের জন্য বায়না করে । কিন্তু কার্তিক তাতে পাত্তা না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যায় । এই সময়ই স্থানীয়দের সন্দেহ হয় কার্তিককে দেখে । কিছু না জানতে চেয়েই তাঁকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিতে শুরু করে ।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গতকাল সকালে কার্তিক বাশফোড় ও তাঁর ছেলেকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয় । তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কার্তিক তার বাবা । এরপর তাঁদের হাসপাতালে চিকিৎসা করে ট্রেনে তুলে দেওয়া হয় । কিন্তু দ্বিতীয় ঘটনাটি ঘটার আসল কারণ কী তা তদন্ত করার জন্য ঘটনাস্থানে বীরপাড়া থানার OC-কে পাঠানো হয়েছে । এই ঘটনার পর থেকে কার্তিকের ছেলে নিখোঁজ । তাঁর ছেলে কোথায় তাও তদন্ত করে দেখা হচ্ছে ।

আলিপুরদুয়ার, 23 জুলাই : ছেলেধরা সন্দেহে একই দিনে পৃথক জায়গায় মার খেলেন এক ব্যক্তি । গতকাল প্রথমে আলিপুরদুয়ার স্টেশনে ও পরে দলগাঁও বীরপাড়া স্টেশনে তাঁকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা । আক্রান্ত ব্যক্তি বিহারের বাসিন্দা । নাম কার্তিক বাশফোড় ।

আলিপুরদুয়ার থানার পুলিশ খবর পেয়ে প্রথমে আলিপুরদুয়ার স্টেশনে চত্বরে পৌঁছায় । সেখান থেকে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ স্বপু্ত্র কার্তিক বাশফোড়কে উদ্ধার করে এবং হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠায় । পরে পুলিশ তাঁদের ট্রেনে তুলে দিলেও দলগাঁও বীরপাড়া স্টেশনে একই ঘটনা ঘটে কার্তিকের সঙ্গে । সেখানেও উত্তেজিত জনতা তাঁকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় । এই ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর ছেলে ।

গতকাল বিহার যাওয়ার পথে আলিপুরদুয়ার জংশন স্টেশনে ভুলবশত ছেলেকে নিয়ে নেমে পড়েন কার্তিক বাশফোড় । জংশন সংলগ্ন শালবাড়ি এলাকায় ছেলেকে নিয়ে ইতস্তত ভাবে ঘুরতে থাকেন । জনতার তা দেখে সন্দেহে হয় । এরপরই উত্তেজিত জনতা তাঁদের ধরে গণপিটুনি দিতে শুরু করে । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে কার্তিক ও তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । পিতা ও পুত্রের চিকিৎসার পর পুলিশ তাঁদের বিহারের উদ্দেশে ট্রেনে করে রওনা দেওয়ারও ব্যবস্থা করে দেয় । কিন্তু দলগাঁও বীরপাড়া স্টেশনে ট্রেন থামলে আবারও কার্তিক তাঁর ছেলেকে নিয়ে নিচে নামেন । সেখানে ছেলে কিছু জিনিসের জন্য বায়না করে । কিন্তু কার্তিক তাতে পাত্তা না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যায় । এই সময়ই স্থানীয়দের সন্দেহ হয় কার্তিককে দেখে । কিছু না জানতে চেয়েই তাঁকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিতে শুরু করে ।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গতকাল সকালে কার্তিক বাশফোড় ও তাঁর ছেলেকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয় । তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কার্তিক তার বাবা । এরপর তাঁদের হাসপাতালে চিকিৎসা করে ট্রেনে তুলে দেওয়া হয় । কিন্তু দ্বিতীয় ঘটনাটি ঘটার আসল কারণ কী তা তদন্ত করার জন্য ঘটনাস্থানে বীরপাড়া থানার OC-কে পাঠানো হয়েছে । এই ঘটনার পর থেকে কার্তিকের ছেলে নিখোঁজ । তাঁর ছেলে কোথায় তাও তদন্ত করে দেখা হচ্ছে ।

Intro:আলিপুরদুয়ারঃ-জেলা পুলিশ প্রশাসনের অসর্তকতায় একই ব্যাক্তি একই দিনে একই জেলায় ছেলেধরা সন্দেহে দুইবার গনপিটুনির শিকার হলেন।

Body:সোমবার সকালে ষ্টেশন ভুল করে ট্রেন থেকে নেমে নিজের শিশু সন্তানকে নিয়ে বিহারের বাসিন্দা কার্তিক বাশফোড় আলিপুরদুয়ার জংশন ষ্টেশনে নেমে পড়েন। এরপর জংশন সংলগ্ন শালবাড়ি এলাকায় তার ছেলেকে নিয়ে ইতস্তত ঘুরতে থাকেন।তাকে দেখে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে শিশু সমেত কার্তিক বাশফোড়কে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করতে পাঠায় জেলা পুলিশ। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি জানিয়েছেন এদিন বিকেলে হাসপাতাল থেকে চিকিৎসার পর পিতা, পুত্রকে ট্রেনে করে বিহারের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়।
তবে কেন দ্বিতীয়বার ফের একই ব্যাক্তিকে ট্রেন থেকে নামিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য ঘটনা স্থলে বীড়পাড়া থানার ওসিকে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার জানান সকালে যখন ছেলেধরা সন্দেহে কারকার্তিক বাশফোড়কে তার পুত্র সহ উদ্ধার করা হয় তখন তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কার্তিকের সাথে থাকা সেই ছেলেটি জানিয়েছে কার্তিক তার বাবা। এর পরই পিতা, পুত্রকে চিকিৎসা করে ট্রেনে তুলে দেওয়া হয়। তবে কেন এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Conclusion:প্রসঙ্গত সোমবার সকালে যখন কার্তিক বাশফোড় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয় তখন তার সাথে তার ছেলে ছিলো। তবে বিকেলে যখন কার্তিক বাশফোড় ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি শিকার হয় তখন তার পুত্র সন্তানকে পাওয়া যায়নি।
তবে পুলিশ সুপার জানিয়েছেন তার ছেলে কোথায় সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.