ETV Bharat / state

দলসিংপাড়ায় যৌথ অভিযান পুলিশ ও SSB-র, বানচাল ডাকাতির ছক - Sahasra Seema Bal

ভারত-ভূটান সীমান্তের দলসিংপাড়া চা বাগান এলাকায় জয়গা থানার পুলিশ ও SSB জওয়ানদের একটি দল যৌথ অভিযান চালায় ৷ খবর ছিল ওই এলাকায় ডাকাতির জন্য চার দুষ্কৃতী জড়ো হয়েছে । পুলিশ ও SSB জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছাতেই চম্পট দেয় তিন দুষ্কৃতী ৷ আজিজুল পালাতে না পেরে ধরা পড়ে যায় ।

ALipurduar
দলসিংপাড়ায় যৌথ অভিযান পুলিশ ও SSB-র
author img

By

Published : Dec 30, 2019, 7:32 PM IST

আলিপুরদুয়ার, 30 ডিসেম্বর : দলসিংপাড়া চা বাগান এলাকা থেকে 9 mm পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ গ্রেপ্তার হল এক দুষ্কৃতী ৷ ধৃতের নাম আজিজুল ইসলাম । তার বাড়ি কোচবিহার জেলার আটপুকুরি গ্রামে । আজিজুলকে পুলিশ এবং SSB আলাদাভাবে জেরা করছে ।

ভারত-ভূটান সীমান্তের দলসিংপাড়া চা বাগান এলাকায় জয়গা থানার পুলিশ ও SSB জওয়ানদের একটি দল যৌথ অভিযান চালায় ৷ খবর ছিল ওই এলাকায় ডাকাতির জন্য চার দুষ্কৃতী জড়ো হয়েছে । পুলিশ ও SSB জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছাতেই চম্পট দেয় তিন দুষ্কৃতী ৷ আজিজুল পালাতে না পেরে ধরা পড়ে যায় ।

আজিজুলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 31 ডিসেম্বর রাতে ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল । আগামীকাল ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে ।

আলিপুরদুয়ার, 30 ডিসেম্বর : দলসিংপাড়া চা বাগান এলাকা থেকে 9 mm পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ গ্রেপ্তার হল এক দুষ্কৃতী ৷ ধৃতের নাম আজিজুল ইসলাম । তার বাড়ি কোচবিহার জেলার আটপুকুরি গ্রামে । আজিজুলকে পুলিশ এবং SSB আলাদাভাবে জেরা করছে ।

ভারত-ভূটান সীমান্তের দলসিংপাড়া চা বাগান এলাকায় জয়গা থানার পুলিশ ও SSB জওয়ানদের একটি দল যৌথ অভিযান চালায় ৷ খবর ছিল ওই এলাকায় ডাকাতির জন্য চার দুষ্কৃতী জড়ো হয়েছে । পুলিশ ও SSB জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছাতেই চম্পট দেয় তিন দুষ্কৃতী ৷ আজিজুল পালাতে না পেরে ধরা পড়ে যায় ।

আজিজুলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 31 ডিসেম্বর রাতে ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল । আগামীকাল ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে ।

Intro:আলিপুরদুয়ার:-নাইন এম,এম পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে ডাকাতির ছক বানচাল করলো ভারত-ভূটান সীমান্তের জয়গা থানার পুলিশ ও সীমান্তের ৫০ নম্বর এস,এস,বি জওয়ানরা।


Body:সোমবার দুপুর আড়াইটে নাগাদ ভারত-ভূটান সীমান্তের জয়গা থানার দলসিংপাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত অভিযুক্তের নাম আজিজুল ইসলাম।ধৃতের বাড়ি কোচবিহার জেলার আটপুকুরি গ্রামে। অভিযুক্তকে পুলিশ এবং সেনা বাহিনী আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
জয়গা থানার পুলিশ জানিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে দলসিংপাড়ার চা বাগানের শ্রমিক মহল্লার থেকে অভিযুক্তকে পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রের খবর ঘটনা স্থলে আরও তিন দুষ্কৃতি হাজির ছিলো। তবে পুলিশ ও এস,এস,বির আসা মাত্র ঘটনাস্থল থেকেই তারা চম্পট দেয়। বাকি অভিযুক্তদের খোজে তল্লাশি জারি রয়েছে।
জানা গেছে ৩১ ডিসেম্বর রাতে ডাকাতির উদ্দ্যেশে দলটি একত্রিত হয়েছিলো। তবে পুলিশ এবং সেনা বাহিনী তৎপরতায় বানচাল হয়ে গেল ডাকাতির ছক।


Conclusion:জয়গা থানার পুলিশ জানিয়েছে মঙ্গলবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.