আলিপুরদুয়ার, 22 জুন : পৃথক রাজ্যের দাবি জানানোয় দুই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায় ৷ মঙ্গলবার আলিপুরদুয়ার থানায় জেলা যুব তৃণমূলের তরফে জন বারলা এবং সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ কুমারগ্রাম থানাতেও একই অভিযোগে ব্লক যুব তৃণমূলের তরফে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ বলা হয়, পৃথক রাজ্যের দাবি জানিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দুই সাংসদ উস্কানিমূলক মন্তব্য করেছেন ৷ তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে অভিযোগকারীদের তরফে ৷
কিছুদিন আগে সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি জানিয়েছিলেন ৷ যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টুইট করে সাংসদের এই মন্তব্যেকে খারিজ করে দেন । তবে তারপর গত শনিবার আলিপুরদুয়ারের পুলিশ ফাঁড়ি রোডে সাংসদের নিজস্ব অফিস উদ্বোধন করতে এসে সংবাদমাধ্যমকে আরও একবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানিয়েছিলেন বিজেপির এই সাংসদ । জন বারলা বলেন, "নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে ।" তাই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি । আলিপুরদুয়ারের সাংসদের দ্বিতীয়বার একই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই আবার নতুন করে জল্পনা শুরু হয়েছিল । তারপরই গতকাল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের গলাতেও জঙ্গলমহল নিয়ে ঠিক একই সুর শোনা গিয়েছিল । বিজেপি নেতৃত্বের তরফে এই দাবিকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছিল ৷ তারপরও সাংসদরা পৃথক রাজ্যের দাবি জানান ৷
আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বারলা
এবার আলিপুরদুয়ার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আলিপুরদুয়ার থানায় এবং কুমারগ্রাম থানায় সাংসদ জন বারলা এবং সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয় । তাঁদের অভিযোগ সন্ত্রাস বৃদ্ধি করতে এবং বাংলার মানুষের মধ্যে সামাজিক বৈষম তৈরি করতে তাঁরা বাংলা ভাগ করতে চাইছেন ।
আরও পড়ুন : Saumitra Khan : জনের পর এবার সৌমিত্র, ফেসবুক লাইভে জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি