ETV Bharat / state

আগামীকাল জেলায় প্রবেশ করবে শ্রমিক স্পেশাল ট্রেন

আগামীকাল আলিপুরদুয়ারে প্রবেশ করবে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন ৷ ফলে অসম ও ভারত-ভুটান সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে । ট্রেন থেকে কোনও শ্রমিক যাতে পালিয়ে না যেতে পারে , তার জন্য স্টেশন এলাকাতেও কড়া পাহারার ব্যবস্থা করেছে জেলা পুলিশ ও প্রশাসন ।

Migrant labour special train will enter the New alipurduar station tomorrow
h
author img

By

Published : May 30, 2020, 9:06 PM IST

আলিপুরদুয়ার , 30 মে : রাত পোহালেই সাউদার্ন রেলের কোঝিকোড় স্টেশন থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে জেলায় প্রবেশ করছে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন । রবিবার সকাল ১১ টা নাগাদ নিউ আলিপুরদুয়ার স্টেশনে ট্রেনটি প্রবেশ করবে । এই শ্রমিক স্পেশাল ট্রেনটির শেষ স্টেশন নিউ আলিপুরদুয়ার স্টেশন । এই স্টেশনেই অসম ও ভারত-ভুটান সীমান্ত এলাকার প্রচুর শ্রমিক নামবেন । তাঁদের সীমান্ত এলাকার কোয়ারানটিন সেণ্টারগুলিতে । এই শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকদের জেলায় প্রবেশের খবর ছড়িয়ে পড়তেই সিঁদুরে মেঘ দেখছেন গোটা জেলার মানুষ । শ্রমিক স্পেশাল ট্রেন আসার খবরে আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশী দেশ ভুটান ও পার্শ্ববর্তী রাজ্য অসমেও ।

শ্রমিক স্পেশাল ট্রেন আসার খবরে অসম ও ভারত-ভুটান সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে । ট্রেন থেকে কোনও শ্রমিক যাতে পালিয়ে না যেতে পারে , তার জন্য স্টেশন এলাকাতেও কড়া পাহারার ব্যবস্থা করেছে জেলা পুলিশ ও প্রশাসন ।

আলিপুরদুয়ার রেল ডিভিশনের বিভাগীয় DRMS কে জৈন জানান , জেলায় আগত প্রথম শ্রমিক স্পেশাল ট্রেনটি সাউদার্ন রেলের কোজ়িকোর স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি , নিউ কোচবিহার হয়ে নিউ আলিপুরদুয়ার স্টেশনে প্রবেশ করবে । শ্রমিকদের জন্য রেলের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে । ইতিমধ্যেই নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । সামাজিক দূরত্ব মেনে চলার জন্য চিহ্নিত করে দেওয়া হয়েছে এলাকা । স্টেশনে জেলার প্রতিটি ব্লকের জন্য আলাদা করে তাঁবু তৈরি করা হয়েছে ।

আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ও জেলা পুলিশ সুপার আজ নিউ আলিপুরদুয়ার স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন । জেলা শাসক জানান, শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে । স্টেশনে পর্যাপ্ত পরিমাণে গাড়ি রাখা হবে । কোনও শ্রমিক যাতে নজর এড়িয়ে এদিক-ওদিক চলে না যায়, তার জন্য পুলিশ ও প্রশাসনের নজরদারি থাকবে ।
"
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের মুখ্যস্বাস্থ্য অধিকর্তা পূরন শর্মা জানান , স্টেশনের প্রতিটি ব্লকের তাঁবুতে চিকিৎসকরা থাকবেন । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে । ব্লক অনুযায়ী শ্রমিকদের কোয়ারানটিনে রাখা হবে ।

আলিপুরদুয়ার , 30 মে : রাত পোহালেই সাউদার্ন রেলের কোঝিকোড় স্টেশন থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে জেলায় প্রবেশ করছে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেন । রবিবার সকাল ১১ টা নাগাদ নিউ আলিপুরদুয়ার স্টেশনে ট্রেনটি প্রবেশ করবে । এই শ্রমিক স্পেশাল ট্রেনটির শেষ স্টেশন নিউ আলিপুরদুয়ার স্টেশন । এই স্টেশনেই অসম ও ভারত-ভুটান সীমান্ত এলাকার প্রচুর শ্রমিক নামবেন । তাঁদের সীমান্ত এলাকার কোয়ারানটিন সেণ্টারগুলিতে । এই শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী শ্রমিকদের জেলায় প্রবেশের খবর ছড়িয়ে পড়তেই সিঁদুরে মেঘ দেখছেন গোটা জেলার মানুষ । শ্রমিক স্পেশাল ট্রেন আসার খবরে আতঙ্ক ছড়িয়েছে প্রতিবেশী দেশ ভুটান ও পার্শ্ববর্তী রাজ্য অসমেও ।

শ্রমিক স্পেশাল ট্রেন আসার খবরে অসম ও ভারত-ভুটান সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে । ট্রেন থেকে কোনও শ্রমিক যাতে পালিয়ে না যেতে পারে , তার জন্য স্টেশন এলাকাতেও কড়া পাহারার ব্যবস্থা করেছে জেলা পুলিশ ও প্রশাসন ।

আলিপুরদুয়ার রেল ডিভিশনের বিভাগীয় DRMS কে জৈন জানান , জেলায় আগত প্রথম শ্রমিক স্পেশাল ট্রেনটি সাউদার্ন রেলের কোজ়িকোর স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি , নিউ কোচবিহার হয়ে নিউ আলিপুরদুয়ার স্টেশনে প্রবেশ করবে । শ্রমিকদের জন্য রেলের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে । ইতিমধ্যেই নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে । সামাজিক দূরত্ব মেনে চলার জন্য চিহ্নিত করে দেওয়া হয়েছে এলাকা । স্টেশনে জেলার প্রতিটি ব্লকের জন্য আলাদা করে তাঁবু তৈরি করা হয়েছে ।

আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ও জেলা পুলিশ সুপার আজ নিউ আলিপুরদুয়ার স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন । জেলা শাসক জানান, শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে । স্টেশনে পর্যাপ্ত পরিমাণে গাড়ি রাখা হবে । কোনও শ্রমিক যাতে নজর এড়িয়ে এদিক-ওদিক চলে না যায়, তার জন্য পুলিশ ও প্রশাসনের নজরদারি থাকবে ।
"
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগের মুখ্যস্বাস্থ্য অধিকর্তা পূরন শর্মা জানান , স্টেশনের প্রতিটি ব্লকের তাঁবুতে চিকিৎসকরা থাকবেন । তাঁদের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে । ব্লক অনুযায়ী শ্রমিকদের কোয়ারানটিনে রাখা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.