আলিপুরদুয়ার, 7 জুন : ফের কি ঘর ভাঙতে চলেছে তৃণমূলের ? জল্পনা ছড়াল কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারির দিল্লি যাওয়ায় ।
আজ আলিপুরদুয়ার শহরে মিছিল ছিল অরূপ বিশ্বাসের । সেই মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের তিন বিধায়ক । অনুপস্থিত ছিলেন কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি ।
পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের মিছিলে বিধায়ক না থাকায় জল্পনা ছড়ায় তাঁর BJP-তে যোগদান নিয়ে । খোঁজ নিয়ে জানা যায় গতকাল বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন কালচিনির এই বিধায়ক । তার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন নেতাও গেছেন । তাঁর দিল্লি যাওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি মোহন শর্মা । প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এক দলীয় বিধায়কের দিল্লি যাওয়ার খবর পেয়েছি । তবে কী কারণে গেছে জানি না । বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে ।"
এই বিষয়ে কথা বলা হয় আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলার সঙ্গে । তিনি বলেন, "শুনেছি এক বিধায়ক তাঁর চার সহযোগীদের নিয়ে দিল্লি গেছেন । ওই বিধায়ক BJP-তে যোগদান করবেন কি না তা সময় বলবে ।"
এই বিষয়ে উইলসন চম্প্রামারির ঘনিষ্ঠরা বলছেন, "দাদার BJP-তে যোগদানের বিষয়ে এখনও কিছু জানি না ।"
এর আগে 28 মে BJP-তে যোগ দেন শুভ্রাংশু রায় । তাঁর সঙ্গে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য । এরপর তৃণমূল ছেড়ে BJP-তে যান লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম । এবার কি সেই পথেই উইলসন ? প্রশ্ন উঠছে ।
এই সংক্রান্ত আরও খবর : তৃণমূল ছেড়ে BJP-তে যোগ শুভ্রাংশুসহ রাজ্যের তিন বিধায়কের