আলিপুরদুয়ার, 18 জুন: দাদার হত্যার বদলা নিতে চান আলিপুরদুয়ারের শহিদ জওয়ান বিপুল রায়ের ভাই বকুল ৷ আজই আলিপুরদুয়ারে শেষকৃত্য সম্পন্ন হবে লাদাখে শহিদ জওয়ান বিপুল রায়ের ৷ তাঁর ভাই বকুল রায় বলেন, "দাদার হত্যার বদলা নিতে চাই । দেখে নিতে চাই চিনের লাল ফৌজকে ।"
ভুটানে কাজ করেন বকুল রায় । দাদার মৃত্যুর খবর প্রথমে তাঁকে জানানো হয়নি ৷ কিন্তু ভুটান সরকার তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করায় খারাপ কিছু হয়েছে তা আন্দাজ করতে পেরেছিলেন ৷ প্রথমেই চিন সীমান্তে কর্মরত দাদার কথাই মাথায় এসেছিল তাঁর ৷ আর ভারত-ভুটান সীমান্তে জয়গাঁ গেটে এসে দাদার শহিদ হওয়ার খবর পান তিনি ৷ গতরাতে জয়গাঁ পৌঁছান বকুল ৷ সেখান থেকে তাঁকে বাড়ি ফেরায় আলিপুরদুয়ারের প্রশাসন ৷
দাদার মৃত্যুতে শোকে বুক ফেটে গেলেও গর্বিত বোধ করছেন বিপুল ৷ তাঁর কথায়, "দাদার জন্য বুক ফেটে যাচ্ছে ৷ আবার গর্ববোধও হচ্ছে ৷ সারা দেশ ওর জন্য চোখের জল ফেলছে ৷ শুধু কি আমার দাদা ? দাদার সঙ্গে তাঁর আরও 19 সহকর্মী দেশের জন্য প্রাণ দিয়েছেন । তাঁরাও দেশের সম্পদ ।" ভুটানে জয়প্রকাশ অ্যাসোসিয়েটের পাংচু ড্যাম প্রজেক্টের টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর বকুল আরও বলেন, "চিন সীমান্তে লাল ফৌজের বিরুদ্ধে লড়াইয়ে যেতে হলে আমি প্রস্তুত ৷ দাদার মৃত্যুর বদলা নিতে চাই ।"
গত বছর ডিসেম্বরে শেষবার আলিপুরদুয়ারের বাড়িতে এসেছিলেন বিপুল ৷ দীর্ঘ সাতমাস পর ভিটেমাটিতে ফিরছেন ঠিকই কিন্তু কফিনবন্দী হয়ে ৷