ETV Bharat / state

আলিপুরদুয়ারে বনকর্মীর গুলিতে হত মানসিক ভারসাম্যহীন যুবক, অভিযোগ

author img

By

Published : Jan 13, 2020, 10:22 PM IST

Updated : Jan 14, 2020, 2:50 PM IST

মাদারিহাট থানার মন্থুরামবিটেকর্মীর গুলিতে মৃত মানসিক ভারসাম্যহীন যুবক ৷ ঘটনায় এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি জেলা পুলিশ কিংবা জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের ৷

Alipurduar
প্রতীকী ছবি

আলিপুরদুয়ার, 13 জানুয়ারি : বনকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে মানসিক ভারসাম্যহীন যুবকের, অভিযোগ উঠল এমনই ৷ ঘটনাটি মাদারিহাট থানা এলাকার মন্থুরামবিটে ৷ মৃত ওই যুবকের নাম বিমল রাভা (33) । বাড়ি উত্তর মেন্দাবাড়ি গ্রামে ৷ গুলিবিদ্ধ অবস্থায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

বনকর্মীদের ছোড়া গুলিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা স্থানীয় বিট অফিসের পাশাপাশি বন দপ্তরের দুটি গাড়িতে ভাঙচুর চালায়। এরপর কোদালবস্তি রেঞ্জে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই যুবক রবিবার বিকালে গোরু আনতে জঙ্গলে যান। তারপর কোনওভাবে রাস্তা হারিয়ে ফেলেন। আজ ভোরের দিকে যখন বাড়ির কাছাকাছি পোঁছান, তখনই তাকে গুলি করে বনকর্মীরা ।

মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা

অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ । ঘটনায় এখনও পর্যন্ত জেলা পুলিশ কিংবা জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আলিপুরদুয়ার, 13 জানুয়ারি : বনকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে মানসিক ভারসাম্যহীন যুবকের, অভিযোগ উঠল এমনই ৷ ঘটনাটি মাদারিহাট থানা এলাকার মন্থুরামবিটে ৷ মৃত ওই যুবকের নাম বিমল রাভা (33) । বাড়ি উত্তর মেন্দাবাড়ি গ্রামে ৷ গুলিবিদ্ধ অবস্থায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

বনকর্মীদের ছোড়া গুলিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা স্থানীয় বিট অফিসের পাশাপাশি বন দপ্তরের দুটি গাড়িতে ভাঙচুর চালায়। এরপর কোদালবস্তি রেঞ্জে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই যুবক রবিবার বিকালে গোরু আনতে জঙ্গলে যান। তারপর কোনওভাবে রাস্তা হারিয়ে ফেলেন। আজ ভোরের দিকে যখন বাড়ির কাছাকাছি পোঁছান, তখনই তাকে গুলি করে বনকর্মীরা ।

মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা

অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ । ঘটনায় এখনও পর্যন্ত জেলা পুলিশ কিংবা জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:আলিপুরদুয়ার:-এক মানসিক ভারসাম্যহীন যুবককে গুলি করে ক্ষুন করার অভিযোগ উঠলো জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদালবস্তি রেঞ্জের মহ্নরামবীটের বিরুদ্ধে।


Body:বনকর্মীদের ছোড়া গুলিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো মহ্নরামবীটে। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা স্থানীয় বিট অফিসের পাশাপাশি বন দফতরের দুটি গাড়িতে ভাঙচুর চালায়। এরপর কোদালবস্তি রেঞ্জে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম বিমল রাভা(৩৩)। মৃত বিমলের বাড়ি উত্তর মেন্দাবড়ি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই যুবক রবিবার বিকালে গরু আনতে জঙ্গলে যান। তারপর কোনভাবে রাস্তা হারিয়ে ফেলেন। আজ ভোরের দিকে যখন বাড়ির কাছাকাছি পোঁছান, তখনই তাকে গুলি করেন বনকর্মীরা। এরপর গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর তারপরই ছড়ায় উত্তেজনা।
কোদালবস্তি রেঞ্জে এই মুহুর্তে বিক্ষোভ চলছে। কোন রকম।অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ।


Conclusion:এই ঘটনায় এখনও পর্যন্ত জেলা পুলিশ কিংবা জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

bt-1 পবিত্র রাভা (উত্তরমেন্দাবাড়ি/গ্রামসভার সভাপতি)
bt-2 সুকুমার রাভা (সম্পাদক/উত্তরমেন্দাবাড়ি
Last Updated : Jan 14, 2020, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.