ETV Bharat / state

Mamata Banerjee Comments : 'নিজের রক্ত দেব কিন্তু বিজেপি'কে বাংলা ভাগ করতে দেব না', হুঙ্কার মমতার

উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলাভাগের দাবির বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee says she wont allow BJP to divide Bengal) । জানালেন, বন্দুককে তিনি ভয় পান না ৷

Mamata Banerjee in alipurduar
বাংলা ভাগের বিরুদ্ধে হুঙ্কার মমতার
author img

By

Published : Jun 7, 2022, 3:41 PM IST

Updated : Jun 7, 2022, 4:29 PM IST

আলিপুরদুয়ার, 7 জুন : উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলাভাগের দাবির বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপি চক্রান্ত করলেও বাংলাকে তিনি ভাগ হতে দেবেন না, একথা আগেও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে (Mamata Banerjee says she wont allow BJP to divide Bengal) ৷ মঙ্গলবার আরও দৃপ্তকণ্ঠে ফের একবার একথা জানালেন তিনি ৷ এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা ঝগড়া চাই না ৷ পাহাড়ও আমাদের বন্ধু, তরাই-ডুয়ার্সও আমাদের বন্ধু ৷ বিজেপি বলছে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করে দেবে ৷ আমি নিজের রক্ত দেব, কিন্তু বাংলা ভাগ করতে দেব না ৷"

মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের আগেই কেএলও প্রধান জীবন সিং হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ জীবন সিংয়ের ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । জীবন সিং ভিডিয়োতে বলেছেন, কোচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী কামতাপুরকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় । সাংসদ জন বারলা, নীশিথ প্রামানিক,ডাঃ জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে কোচ-কামতাপুর রাজ্যের দাবি জানিয়েছে তিনি । রাজ্য সরকারকে বহিরাগত তকমা দিয়ে তাঁর হুঁশিয়ারি ছিল, কোচ-কামতাপুরের জনগণ বৃহত্তর কোচ-কামতাপুর রাজ্য বা কোচবিহার রাজ্য গঠন করবে ।

বাংলা ভাগের বিরুদ্ধে হুঙ্কার মমতার

আরও পড়ুন : এতকিছু করার পরও সমর্থন করেননি, দুঃখ পেয়েছি; আলিপুরদুয়ারে বললেন মমতা

জীবন সিংয়ের এই হুঁশিয়ারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "কিছু নেতার কাজ নেই কর্ম নেই । আমাকে ভয় দেখাচ্ছে । উত্তরবঙ্গ ভাগ না করলে আমাকে নাকি মেরে দেবে এত বড় ক্ষমতা । আমি বলি তোমার ক্ষময়া থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও । এত বড় ক্ষমতা ওদের ! আমি অনেক বন্দুক দেখে আসছি । এসব বন্দুক আমাকে দেখিয়ও না । তোমাদের বন্দুক ভোতা করতে আমি জানি । বিজেপি'র প্রশ্রয়ে এসব হচ্ছে জেনে রাখুন । যখনই নির্বাচন আসে তখনই ভাগ করার কথা বলে । ভাগাভাগির কথা বলে ৷ কিছু টাকা-পয়সা দিয়ে ভিক্ষা দেয়, দিয়ে বড় বড় কথা বলে ।"

আলিপুরদুয়ার, 7 জুন : উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলাভাগের দাবির বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপি চক্রান্ত করলেও বাংলাকে তিনি ভাগ হতে দেবেন না, একথা আগেও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে (Mamata Banerjee says she wont allow BJP to divide Bengal) ৷ মঙ্গলবার আরও দৃপ্তকণ্ঠে ফের একবার একথা জানালেন তিনি ৷ এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা ঝগড়া চাই না ৷ পাহাড়ও আমাদের বন্ধু, তরাই-ডুয়ার্সও আমাদের বন্ধু ৷ বিজেপি বলছে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করে দেবে ৷ আমি নিজের রক্ত দেব, কিন্তু বাংলা ভাগ করতে দেব না ৷"

মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের আগেই কেএলও প্রধান জীবন সিং হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ জীবন সিংয়ের ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । জীবন সিং ভিডিয়োতে বলেছেন, কোচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী কামতাপুরকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় । সাংসদ জন বারলা, নীশিথ প্রামানিক,ডাঃ জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে কোচ-কামতাপুর রাজ্যের দাবি জানিয়েছে তিনি । রাজ্য সরকারকে বহিরাগত তকমা দিয়ে তাঁর হুঁশিয়ারি ছিল, কোচ-কামতাপুরের জনগণ বৃহত্তর কোচ-কামতাপুর রাজ্য বা কোচবিহার রাজ্য গঠন করবে ।

বাংলা ভাগের বিরুদ্ধে হুঙ্কার মমতার

আরও পড়ুন : এতকিছু করার পরও সমর্থন করেননি, দুঃখ পেয়েছি; আলিপুরদুয়ারে বললেন মমতা

জীবন সিংয়ের এই হুঁশিয়ারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "কিছু নেতার কাজ নেই কর্ম নেই । আমাকে ভয় দেখাচ্ছে । উত্তরবঙ্গ ভাগ না করলে আমাকে নাকি মেরে দেবে এত বড় ক্ষমতা । আমি বলি তোমার ক্ষময়া থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও । এত বড় ক্ষমতা ওদের ! আমি অনেক বন্দুক দেখে আসছি । এসব বন্দুক আমাকে দেখিয়ও না । তোমাদের বন্দুক ভোতা করতে আমি জানি । বিজেপি'র প্রশ্রয়ে এসব হচ্ছে জেনে রাখুন । যখনই নির্বাচন আসে তখনই ভাগ করার কথা বলে । ভাগাভাগির কথা বলে ৷ কিছু টাকা-পয়সা দিয়ে ভিক্ষা দেয়, দিয়ে বড় বড় কথা বলে ।"

Last Updated : Jun 7, 2022, 4:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.