আলিপুরদুয়ার, 23 নভেম্বর : রাতের অন্ধকারে একটি বেসরকারি ব্যাঙ্কের ATM লুট করল দুষ্কৃতীরা ৷ আলিপুরদুয়ারের হাসিমারার চৌপথি এলাকার ঘটনা ৷
শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখে এলাকার ওই বেসরকারি ব্যাঙ্কের ATM ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ৷ খবর দেওয়া হয় কালচিনি থানার পুলিশ এবং হাসিমারা আউট পোস্টে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা ATM-এর লক ভেঙে টাকা লুট করেছে ৷ স্থানীয়দের বক্তব্য, ওই ATMটি-তে কোনও নিরাপত্তারক্ষী ছিল না ৷ নিউ হাসিমারা বায়ুসেনা ছাউনি এবং ওল্ড হাসিমারা এলাকায় অনেক ATM কাউন্টার রয়েছে যে গুলিতে রাতে কোনও নিরাপত্তারক্ষী থাকে না ৷
এ বিষয়ে সাতালি গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধান মনোজ বরুয়া জানান, এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হবে ৷
জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, ATM লুটের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে । CCTV-র সূত্র ধরে তদন্ত চলছে । ওই কাউন্টার থেকে ঠিক কত টাকা লুট হয়েছে তা এখনও জানা যায়নি । ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে টাকার পরিমাণ জানা যাবে ।