ETV Bharat / state

জঙ্গি নিয়ন্ত্রণে সীমান্ত নিরাপত্তায় জোর ভারত-ভুটান বৈঠকে

author img

By

Published : Mar 1, 2020, 5:26 AM IST

অসমের বেশ কিছু জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গকে ব্যবহার করে ভুটানে ঢুকছে । বৈঠকে সীমান্তের নিরাপত্তা আরও আঁটসাট করার প্রস্তাব দেয় দুই দেশ। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় দু'দেশের প্রতিনিধিদের মধ্য়ে৷

indo_bhutan_meeting
ভারত-ভুটান

আলিপুরদুয়ার, 1 মার্ চ: ইন্দো-ভুটান সীমান্তে জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণে ও চোরাচালান রুখতে দুই দেশের অধিকারিকদের মধ্য়ে এক ম্যারাথন বৈঠক হয়ে গেল মাদারিহাটে ৷ গতকাল মাদারিহাটের জলদাপাড়া ট্যুরিজ়ম লজে প্রতিবেশী ভারত ও ভুটানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় । দ্বিপাক্ষিক বৈঠকে ভূটানের তরফে উপস্থিত ছিলেন সে দেশের আইনশৃঙ্খলা বিভাগের পরিচালক তাসি পেঞ্জর, ছিলেন ভুটানের ফুন্টশোলিং জেলার কমিশনার ওয়াংদি খেসর প্রমূখ । ভারত তথা পশ্চিমবঙ্গের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন ৷ ছিলেন তিন জেলা কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা ।

দু' দেশের গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, ইন্দো-ভুটান সীমান্তকে কাজে লাগিয়ে অসমের বেশ কিছু জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে ঢুকছে ৷ এ রাজ্যের জঙ্গলঘেরা পাহাড়ি পথ ব্যবহার করে ভুটানে প্রবেশ করে প্রতিবেশী দেশের দুর্গম এলাকায় প্রশিক্ষণ শিবির তৈরি করছে তারা । পাশাপাশি পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে ভুটান সীমান্ত দিয়ে চোরাশিকারি ও অস্ত্র কারবারিরা চিন ও থাইল্যান্ডে পাচারের কাজ চালাচ্ছে বলেও জানা গিয়েছে । এদিন সীমান্ত নিরাপত্তার এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায় বৈঠকে ৷

এছাড়াও পশ্চিমবঙ্গে চলাচলকারী ভুটানের যানবাহনগুলোর দ্বারা ভারতীয়রা দুর্ঘটনার কবলে পড়ে আহত বা নিহত হলে ভুটান সরকারের তরফে বিমার টাকা দেওয়া হয় না । যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় নাগরিকেরা, এ প্রসঙ্গও তোলেন বৈঠকে উপস্থিত ভারতীয় প্রতিনিধিরা ৷ আরও একটি দরকারি বিষয়, দ্বিপাক্ষিক চুক্তি মেনে ভুটানের অতিরিক্ত পণ্য়বহনকারী ট্রাকগুলির বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনও পদক্ষেপ করতে পারে না । অথচ প্রতিদিন ভুটান থেকে বাংলাদেশগামী ট্রাকগুলি রাজ্যের মধ্যে দিয়ে যাতায়াত করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে এ রাজ্যের জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলি । পাশাপাশি ভারতীয় ট্রাকগুলি নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণ ডলোমাইট বাংলাদেশে সরবরাহ করে থাকে ৷ সেই সুযোগ কাজে লাগিয়ে পরিবহন ব্যবসায় একচেটিয়া থাবা বসাচ্ছে ভুটানের পরিবহন ব্যবসায়ীরা । অন্য়দিকে, মারাত্মক ক্ষতির মুখে একই ব্যবসার সঙ্গে যুক্ত ভারতীয়রাও ।

বৈঠকে শেষের দিকের বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয় ভুটানের তরফে । পাশাপাশি ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা বাড়াতে নজরদারি আরও আঁটসাট করার প্রস্তাবে একমত হয়েছে দুই দেশ ।

আলিপুরদুয়ার, 1 মার্ চ: ইন্দো-ভুটান সীমান্তে জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণে ও চোরাচালান রুখতে দুই দেশের অধিকারিকদের মধ্য়ে এক ম্যারাথন বৈঠক হয়ে গেল মাদারিহাটে ৷ গতকাল মাদারিহাটের জলদাপাড়া ট্যুরিজ়ম লজে প্রতিবেশী ভারত ও ভুটানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় । দ্বিপাক্ষিক বৈঠকে ভূটানের তরফে উপস্থিত ছিলেন সে দেশের আইনশৃঙ্খলা বিভাগের পরিচালক তাসি পেঞ্জর, ছিলেন ভুটানের ফুন্টশোলিং জেলার কমিশনার ওয়াংদি খেসর প্রমূখ । ভারত তথা পশ্চিমবঙ্গের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন ৷ ছিলেন তিন জেলা কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জেলাশাসকসহ অন্যান্য আধিকারিকরা ।

দু' দেশের গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, ইন্দো-ভুটান সীমান্তকে কাজে লাগিয়ে অসমের বেশ কিছু জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে ঢুকছে ৷ এ রাজ্যের জঙ্গলঘেরা পাহাড়ি পথ ব্যবহার করে ভুটানে প্রবেশ করে প্রতিবেশী দেশের দুর্গম এলাকায় প্রশিক্ষণ শিবির তৈরি করছে তারা । পাশাপাশি পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে ভুটান সীমান্ত দিয়ে চোরাশিকারি ও অস্ত্র কারবারিরা চিন ও থাইল্যান্ডে পাচারের কাজ চালাচ্ছে বলেও জানা গিয়েছে । এদিন সীমান্ত নিরাপত্তার এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায় বৈঠকে ৷

এছাড়াও পশ্চিমবঙ্গে চলাচলকারী ভুটানের যানবাহনগুলোর দ্বারা ভারতীয়রা দুর্ঘটনার কবলে পড়ে আহত বা নিহত হলে ভুটান সরকারের তরফে বিমার টাকা দেওয়া হয় না । যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় নাগরিকেরা, এ প্রসঙ্গও তোলেন বৈঠকে উপস্থিত ভারতীয় প্রতিনিধিরা ৷ আরও একটি দরকারি বিষয়, দ্বিপাক্ষিক চুক্তি মেনে ভুটানের অতিরিক্ত পণ্য়বহনকারী ট্রাকগুলির বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনও পদক্ষেপ করতে পারে না । অথচ প্রতিদিন ভুটান থেকে বাংলাদেশগামী ট্রাকগুলি রাজ্যের মধ্যে দিয়ে যাতায়াত করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে এ রাজ্যের জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলি । পাশাপাশি ভারতীয় ট্রাকগুলি নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণ ডলোমাইট বাংলাদেশে সরবরাহ করে থাকে ৷ সেই সুযোগ কাজে লাগিয়ে পরিবহন ব্যবসায় একচেটিয়া থাবা বসাচ্ছে ভুটানের পরিবহন ব্যবসায়ীরা । অন্য়দিকে, মারাত্মক ক্ষতির মুখে একই ব্যবসার সঙ্গে যুক্ত ভারতীয়রাও ।

বৈঠকে শেষের দিকের বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয় ভুটানের তরফে । পাশাপাশি ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা বাড়াতে নজরদারি আরও আঁটসাট করার প্রস্তাবে একমত হয়েছে দুই দেশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.