ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় গাফিলতির অভিযোগ, প্রয়োজনে সিআইডি তদন্তের আশ্বাস আইসিডিএস চেয়ারম্যানের - Anganwari examination

রবিবার আলিপুরদুয়ার জেলায় 89 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 529 জন সহকারী নিয়োগের লিখিত পরীক্ষা হয় । জেলার মোট 126 কেন্দ্রে 40 হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয় । তবে সব কেন্দ্রে পরীক্ষা সম্ভব হয়ে ওঠেনি । বিভিন্ন অভিযোগে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন অনেক পরীক্ষার্থী ।

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় গাফিলতিতে
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় গাফিলতিতে
author img

By

Published : Jan 19, 2021, 8:02 AM IST

আলিপুরদুয়ার, 19 জানুয়ারি : অঙ্গনওয়াড়ি পরীক্ষায় গাফিলতির অভিযোগ মেনে নিয়ে প্রয়োজনে সিআইডি তদন্তের কথা জানালেন আইসিডিএস চেয়ারম্যান মোহন শর্মা । গোটা পরীক্ষা প্রক্রিয়াকে বাতিলের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে বিজেপি ।

রবিবার আলিপুরদুয়ার জেলায় 89 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 529 জন সহকারী নিয়োগের লিখিত পরীক্ষা হয় । জেলার মোট 126 কেন্দ্রে 40 হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন । তবে সব কেন্দ্রে পরীক্ষা সম্ভব হয়ে ওঠেনি । কোথাও প্রশ্নপত্র আসতে দেরি, তো কোথাও প্রশ্নপত্রের খামের শিল খোলা- এমনই বিভিন্ন অভিযোগে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন অনেক পরীক্ষার্থী । এছাড়া 12টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও, প্রশ্নপত্র আসে দুপুর 2টো নাগাদ, এমনও অভিযোগ ওঠে ।

এই সমস্ত অভিযোগ তুলে শহরের চৌপাথিতে পথ অবরোধ করেন পরীক্ষার্থীরা । পরে পুলিশের হস্তক্ষেপে 6 ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা । এদিকে পরীক্ষায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে অবস্থান বিক্ষোভ করে জেলা বিজেপি । বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ অবিলম্বে গোটা পরীক্ষা প্রক্রিয়াকে বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান ।

আইসিডিএস চেয়ারম্যানের বক্তব্য

আরও পড়ুন : তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার 4 বিজেপি কর্মী

রবিবারের ঘটনার পর তৎপর হয় প্রশাসনও । গতকাল জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় জেলাশাসক এবং মহকুমা শাসককে নিয়ে একটি বৈঠক করেন আইসিডিএস বোর্ডের চেয়ারম্যান মোহন শর্মা । ঘটনার দায় ভার মেনে নিয়ে অবিলম্বে বাতিল হয়ে যাওয়া সাতটি পরীক্ষা কেন্দ্রে নতুন করে পরীক্ষা নেওয়ার কথাও জানান তিনি । এছাড়াও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে প্রয়োজনে তদন্তের ভার সিআইডিকেও দেওয়ার কথা বলেন তিনি ।

আলিপুরদুয়ার, 19 জানুয়ারি : অঙ্গনওয়াড়ি পরীক্ষায় গাফিলতির অভিযোগ মেনে নিয়ে প্রয়োজনে সিআইডি তদন্তের কথা জানালেন আইসিডিএস চেয়ারম্যান মোহন শর্মা । গোটা পরীক্ষা প্রক্রিয়াকে বাতিলের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে বিজেপি ।

রবিবার আলিপুরদুয়ার জেলায় 89 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 529 জন সহকারী নিয়োগের লিখিত পরীক্ষা হয় । জেলার মোট 126 কেন্দ্রে 40 হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন । তবে সব কেন্দ্রে পরীক্ষা সম্ভব হয়ে ওঠেনি । কোথাও প্রশ্নপত্র আসতে দেরি, তো কোথাও প্রশ্নপত্রের খামের শিল খোলা- এমনই বিভিন্ন অভিযোগে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন অনেক পরীক্ষার্থী । এছাড়া 12টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও, প্রশ্নপত্র আসে দুপুর 2টো নাগাদ, এমনও অভিযোগ ওঠে ।

এই সমস্ত অভিযোগ তুলে শহরের চৌপাথিতে পথ অবরোধ করেন পরীক্ষার্থীরা । পরে পুলিশের হস্তক্ষেপে 6 ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা । এদিকে পরীক্ষায় দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে অবস্থান বিক্ষোভ করে জেলা বিজেপি । বিজেপির জেলা সভাপতি গঙ্গা প্রসাদ অবিলম্বে গোটা পরীক্ষা প্রক্রিয়াকে বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান ।

আইসিডিএস চেয়ারম্যানের বক্তব্য

আরও পড়ুন : তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার 4 বিজেপি কর্মী

রবিবারের ঘটনার পর তৎপর হয় প্রশাসনও । গতকাল জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় জেলাশাসক এবং মহকুমা শাসককে নিয়ে একটি বৈঠক করেন আইসিডিএস বোর্ডের চেয়ারম্যান মোহন শর্মা । ঘটনার দায় ভার মেনে নিয়ে অবিলম্বে বাতিল হয়ে যাওয়া সাতটি পরীক্ষা কেন্দ্রে নতুন করে পরীক্ষা নেওয়ার কথাও জানান তিনি । এছাড়াও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে প্রয়োজনে তদন্তের ভার সিআইডিকেও দেওয়ার কথা বলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.