ETV Bharat / state

Health Workers overcome stiff challenge: পাহাড়ি রাস্তায় ধস, খরস্রোতা নদী পেরিয়ে বক্সার গ্রামে স্বাস্থ্যকর্মীরা - Health Workers overcome stiff challenge to provide medical facilities in Buxa village

খরস্রোতা নদী পেরিয়ে দুর্গম জনবসতিতে পৌঁছতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের (Health Workers overcome stiff challenge to provide medical facilities in Buxa village) ৷ আলিপুরদুয়ারের বক্সা এলাকার পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে এই পরিস্থিতি বলে জানা গিয়েছে ৷

Health Workers Cross Inaccessible River to Reach Villages in Boxa
Health Workers Cross Inaccessible River to Reach Villages in Boxa
author img

By

Published : Jun 27, 2022, 3:45 PM IST

বক্সা (আলিপুরদুয়ার), 27 জুন: প্রবল বৃষ্টির জেরে বেহাল অবস্থা বক্সার পাহাড়ি এলাকার জনজীবনের ৷ পাহাড়ি নদী জলোচ্ছ্বাসের কারণে ধস নেমে রাস্তা ভেসে গিয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা এলাকায় (Buxa)৷ এই পরিস্থিতিতে দুর্গম এলাকার পাহাড়ি খরস্রোতা নদী অতিক্রম করে চিকিৎসা পরিষেবা দিতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা (Health Workers overcome stiff challenge to provide medical facilities in Buxa village) ৷ হাড়হিম করা সেই ছবিই উঠে এসেছে ৷ বাঁশে ভর দিয়ে পাহাড়ি খরস্রোতা নদী পার হতে দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মীদের ৷ মূলত বক্সার আদমা এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে এভাবেই যেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের প্রত্যন্ত জনপদ বক্সা ৷ বর্তমানে লাগাতার বৃষ্টি ও খরস্রোতা নদীতে জলোচ্ছ্বাসের কারণে ধস নেমেছে পাহাড়ি রাস্তায় ৷ ফলে বক্সার আদমা পাহাড়ের খরস্রোতা নদীর উপর দিয়ে পারাপার করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷ বাঁশের খুঁটিতে ভর দিয়ে তাঁরা দুর্গম জনপদে পৌঁছে যাচ্ছেন ৷

খরস্রোতা নদী পেরিয়ে জনবসিতে স্বাস্থ্য কর্মীরা

আরও পড়ুন: Alipurduar Water Logging: টানা বৃষ্টিতে ফুঁসছে কালজানি, তোর্সা ! জমা জলে বেহাল আলিপুরদুয়ার

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বক্সার পাহাড়ি এলাকার জনবসতিতে গর্ভবতী এবং সদ্যজাতদের ভ্যাকসিন দেওয়া হয় ৷ প্রতিবারই সংগঠনের তরফে এই উদ্যোগ নেওয়া হয় বক্সা অঞ্চলে ৷ কিন্তু, এ বার পাহাড়ি রাস্তায় ধস নেমে পরিস্থিতি দুর্গম হয়ে গিয়েছে ৷ ফলে প্রশাসনের সাহায্যে প্রাণ হাতে নিয়েই ওই সংস্থার তরফে স্বাস্থ্যকর্মীরা বক্সার দুর্গম জনপদে পৌঁছে যাচ্ছেন ৷

বক্সা (আলিপুরদুয়ার), 27 জুন: প্রবল বৃষ্টির জেরে বেহাল অবস্থা বক্সার পাহাড়ি এলাকার জনজীবনের ৷ পাহাড়ি নদী জলোচ্ছ্বাসের কারণে ধস নেমে রাস্তা ভেসে গিয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা এলাকায় (Buxa)৷ এই পরিস্থিতিতে দুর্গম এলাকার পাহাড়ি খরস্রোতা নদী অতিক্রম করে চিকিৎসা পরিষেবা দিতে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা (Health Workers overcome stiff challenge to provide medical facilities in Buxa village) ৷ হাড়হিম করা সেই ছবিই উঠে এসেছে ৷ বাঁশে ভর দিয়ে পাহাড়ি খরস্রোতা নদী পার হতে দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মীদের ৷ মূলত বক্সার আদমা এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে এভাবেই যেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের প্রত্যন্ত জনপদ বক্সা ৷ বর্তমানে লাগাতার বৃষ্টি ও খরস্রোতা নদীতে জলোচ্ছ্বাসের কারণে ধস নেমেছে পাহাড়ি রাস্তায় ৷ ফলে বক্সার আদমা পাহাড়ের খরস্রোতা নদীর উপর দিয়ে পারাপার করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷ বাঁশের খুঁটিতে ভর দিয়ে তাঁরা দুর্গম জনপদে পৌঁছে যাচ্ছেন ৷

খরস্রোতা নদী পেরিয়ে জনবসিতে স্বাস্থ্য কর্মীরা

আরও পড়ুন: Alipurduar Water Logging: টানা বৃষ্টিতে ফুঁসছে কালজানি, তোর্সা ! জমা জলে বেহাল আলিপুরদুয়ার

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে বক্সার পাহাড়ি এলাকার জনবসতিতে গর্ভবতী এবং সদ্যজাতদের ভ্যাকসিন দেওয়া হয় ৷ প্রতিবারই সংগঠনের তরফে এই উদ্যোগ নেওয়া হয় বক্সা অঞ্চলে ৷ কিন্তু, এ বার পাহাড়ি রাস্তায় ধস নেমে পরিস্থিতি দুর্গম হয়ে গিয়েছে ৷ ফলে প্রশাসনের সাহায্যে প্রাণ হাতে নিয়েই ওই সংস্থার তরফে স্বাস্থ্যকর্মীরা বক্সার দুর্গম জনপদে পৌঁছে যাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.