ETV Bharat / state

বন্ধ সরকারি অনুদান, ভিক্ষাই পেশা মধু চা বাগানের শ্রমিকদের একাংশের

মাস চারেক ধরে কোনও দিন অনাহারে, কোনও দিন অর্ধাহারে । এই ভাবেই চলছে তাঁদের জীবন । কেউ কেউ আবার পেটের টানে ভিক্ষার পথও বেছে নিয়েছেন । সহায় প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এমনভাবেই দিন কাটছে মধু চা বাগানের 150 জন বৃদ্ধ-বৃদ্ধার ।

Madhu Tea Garden
ফাইল ছবি
author img

By

Published : Jan 11, 2020, 12:00 AM IST

আলিপুরদুয়ার, 10 জানুয়ারি : প্রায় পাঁচ বছর ধরে বন্ধ কালচিনির মধু চা বাগান । তখন থেকে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ওই বন্ধ চা বাগানে খাওয়ারের ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন । সহায় প্রকল্পের মাধ্যমে ওই রান্না করা খাওয়ার সরবরাহ করা হত । কিন্তু আজ মাস ছয়েক ধরে বন্ধ সরকারি অনুদান । বেঁকে বসেছে স্বনির্ভর গোষ্ঠীগুলিও । ফলে একপ্রকার অনাহারেই দিন কাটাছে মধু চা বাগানের প্রায় 150 জন বৃদ্ধ-বৃদ্ধা ।

সরকারি টাকা আসা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছিল স্বনির্ভর গোষ্ঠীগুলি । নিজেদের গ্যাটের টাকা খরচ করেও মাস দু'য়েক সহায় প্রকল্প চালিয়ে যায় তারা । ফলে অর্থের টানে এখন পাকাপাকিভাবে বন্ধ এই প্রকল্প ।

সহায় প্রকল্পের মাধ্যমে বন্ধ চা বাগানে অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীদের দিনে দু'বেলা খাওয়ানো হত । প্রকল্পের টাকা পুরোটাই বহন করার কথা রাজ্য সরকারের । বন্ধ মধু চা বাগানের প্রায় 150 জন এই প্রকল্পের আওতায় ছিল । বৃদ্ধ-বৃদ্ধারা সকালের এবং দুপুরের খাওয়ার পেতেন এই প্রকল্প থেকে । ওই দুপুরের খাওয়ারেরই কিছুটা তাঁরা রেখে দিতেন রাতের জন্য । তবে সহায় প্রকল্প বন্ধ হওয়ায় এখন অসহায় অবস্থায় না খেয়ে অথবা কোনওরকমে একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা । পেটের দায়ে ভিক্ষাও করছেন অনেকে ।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, "আমরা আমাদের গ্রুপের টাকা দিয়ে মাস দুয়েক চালিয়েছি । কিন্ত আমাদের হাতেও আর টাকা পয়সা নেই । তাই বাধ্য হয়েই খাওয়ানো বন্ধ হয়েছে ।" ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন তাঁরা । ওই প্রকল্প যে ছয় মাস ধরে বন্ধ হয়ে গেছে তাই না কি জানে না ব্লক প্রশাসন।

তবে কালচিনি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি প্রভাত মুখার্জিকে এই বিষয়ে প্রশ্ন করলে, তিনি খুব শীঘ্র প্রকল্পটি ফের চালু করা হবে বলে আশ্বস্ত করেন ।

আলিপুরদুয়ার, 10 জানুয়ারি : প্রায় পাঁচ বছর ধরে বন্ধ কালচিনির মধু চা বাগান । তখন থেকে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ওই বন্ধ চা বাগানে খাওয়ারের ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন । সহায় প্রকল্পের মাধ্যমে ওই রান্না করা খাওয়ার সরবরাহ করা হত । কিন্তু আজ মাস ছয়েক ধরে বন্ধ সরকারি অনুদান । বেঁকে বসেছে স্বনির্ভর গোষ্ঠীগুলিও । ফলে একপ্রকার অনাহারেই দিন কাটাছে মধু চা বাগানের প্রায় 150 জন বৃদ্ধ-বৃদ্ধা ।

সরকারি টাকা আসা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছিল স্বনির্ভর গোষ্ঠীগুলি । নিজেদের গ্যাটের টাকা খরচ করেও মাস দু'য়েক সহায় প্রকল্প চালিয়ে যায় তারা । ফলে অর্থের টানে এখন পাকাপাকিভাবে বন্ধ এই প্রকল্প ।

সহায় প্রকল্পের মাধ্যমে বন্ধ চা বাগানে অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীদের দিনে দু'বেলা খাওয়ানো হত । প্রকল্পের টাকা পুরোটাই বহন করার কথা রাজ্য সরকারের । বন্ধ মধু চা বাগানের প্রায় 150 জন এই প্রকল্পের আওতায় ছিল । বৃদ্ধ-বৃদ্ধারা সকালের এবং দুপুরের খাওয়ার পেতেন এই প্রকল্প থেকে । ওই দুপুরের খাওয়ারেরই কিছুটা তাঁরা রেখে দিতেন রাতের জন্য । তবে সহায় প্রকল্প বন্ধ হওয়ায় এখন অসহায় অবস্থায় না খেয়ে অথবা কোনওরকমে একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা । পেটের দায়ে ভিক্ষাও করছেন অনেকে ।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, "আমরা আমাদের গ্রুপের টাকা দিয়ে মাস দুয়েক চালিয়েছি । কিন্ত আমাদের হাতেও আর টাকা পয়সা নেই । তাই বাধ্য হয়েই খাওয়ানো বন্ধ হয়েছে ।" ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোন লাভ হয়নি বলে জানিয়েছেন তাঁরা । ওই প্রকল্প যে ছয় মাস ধরে বন্ধ হয়ে গেছে তাই না কি জানে না ব্লক প্রশাসন।

তবে কালচিনি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি প্রভাত মুখার্জিকে এই বিষয়ে প্রশ্ন করলে, তিনি খুব শীঘ্র প্রকল্পটি ফের চালু করা হবে বলে আশ্বস্ত করেন ।

Intro:আলিপুরদুয়ার:-বন্ধ মধু চা বাগানে রাজ‍্য সরকারের সহায় প্রকল্পে সরকারি অনুদান বন্ধ ছয় মাস ধরে। সরকারি অনুদান বন্ধ হওয়াতে বিপাকে পড়েছেন মধু চা বাগানের প্রায় ১৫০ জন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধা।লাগাতার ছয় মাস ধরে একপ্রকার অনাহার অর্ধাহারেই দিন কাটছে ১৫০ জনের।

Body:সরকারি টাকা না পেয়ে সেল্ফহেল্প গ্রুপ গুলোও বেকে বসেছে। বকেয়ার পাহাড় জমেছে,জেলা প্রশাসনের কাছে। তাই কালচিনির বন্ধ মধু চা বাগানে ছয় মাস ধরে বৃদ্ধ-বৃদ্ধাদের খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে তিনটি এস,এইচ,জি(self helf group)। ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোন লাভ হয়নি তিনটি গ্রুপের।
অথচ ওই প্রকল্প যে ছয়মাস ধরে বন্ধ হয়ে গিয়েছে তাই নাকি জানেন না ব্লক প্রশাসন।
বছর পাচেক আগে বন্ধ হয়ে যায় কালচিনির মধু চা বাগান। তিনটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ওই বন্ধ চা বাগানে রান্না করা খাবারের সহায় প্রকল্প চালু করে ছিলো জেলা প্রশাসন।
তবে গত ছয়মাস ধরে সরকারী প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাওয়ার দরুন রান্না বন্ধ করে দিয়েছে স্বনির্ভর গোষ্ঠী গুলো।যদিও সরকারি টাকা আসা বন্ধ হয়ে যাবার পরও মাস দুয়েক shg গুলো নিজেদের গ্যাটের টাকা খরচ করে সহায় প্রকল্প চালিয়ে যায়।তবে তাদের টাকায় টান পড়ায় অবশেষে পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হয় এই প্রকল্প।
সহায় প্রকল্প হচ্ছে এমন প্রকল্প যেই প্রকল্পের মাধ‍্যমে বন্ধ চা বাগানে অসহায় বৃদ্ধ বৃদ্ধা ও প্রতিবন্ধীদের দিনে দুই বেলা খাওয়ানো হয় । যেই টাকা পুরোটাই বহন করবে রাজ্যে সরকার। বন্ধ মধু চা বাগানের ১৫০ জন এই প্রকল্পের আওতায় ছিল । বৃদ্ধ বৃদ্ধারা সকালে টিফিন এবং মাধ্যাহ্ন ভোজ পেতেন এই প্রকল্প থেকে।মাধ্যাহ্ন ভোজনের খাবার তারা ভাগ করে রাতেও খেতেন। তবে সহায় প্রকল্প বন্ধ হয়ে যাওয়াতে এখন অসহায় অবস্থায় না খেয়ে অথবা কোনোক্রমে একবার খেয়ে দিনপাত করছে অনেকে। এমন বেশ কয়েকজন আছেন যাদের ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে । মধু চা বাগানে তিনটি স্বনির্ভর দলের মাধ‍্যমে চলতো এই সহায় প্রকল্প । স্বনির্ভর দলের মহিলারা জানান আমরা আমাদের গ্ৰুপের টাকা দিয়ে মাস দুয়েক চালিয়েছি। কিন্ত আমাদের হাতেও আর টাকা পয়সা নেই তাই বাধ‍্য হয়ে খাওয়ানো বন্ধ রেখেছি।
এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি প্রভাত মুখার্জি জানান খুব শীঘ্র চালু করার ব‍্যবস্থা করছি।

Conclusion:কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান যে বিষয়টা জানা ছিলনা আজ জানলাম এবং জানামাত্র জেলা কার্যালয়ে জানিয়েছি এবং দুই তিন দিনের মধ‍্যে স্বনির্ভর দল বকেয়া বিল পেয়ে যাবে । এবং শীঘ্র চালু হচ্ছে প্রকল্পটি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.