ETV Bharat / state

বিপ্লবীরা ছিলেন এই কুখ্যাত কারাগারে, আজ ধুঁকছে রক্ষণাবেক্ষণের অভাবে - স্বাধীনতা দিবস

এই দুর্গে ছিলেন স্বাধীনতা সংগ্রামীরা ৷ আজ ধুঁকছে সংরক্ষণের অভাবে ৷

কারাগার
author img

By

Published : Aug 15, 2019, 3:41 PM IST

Updated : Aug 16, 2019, 3:32 PM IST

আলিপুরদুয়ার, 15 অগাস্ট : চারপাশ সবুজ ঘেরা অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ৷ কিন্তু, ভিতরে ঢুকলেই বেরিয়ে আসে আসল চেহারাটা ৷ দেওয়ালে আগাছা ৷ আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে বটগাছের শিকড় ৷ ঝুলছে গাছের ঝুরি ৷ এক পলক দেখলেই বোঝা যাবে, দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি ৷ অদূরেই রয়েছে বক্সা ব্র্যাঘ্র প্রকল্প ৷ অথচ সংস্কারের ছোঁয়াটুকুও লাগেনি বক্সা ফোর্টে ৷ আর এভাবেই রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে সেই ঐতিহাসিক দুর্গ যেটিকে স্বদেশি আমলে কারাগার হিসেবে ব্যবহার করত ব্রিটিশ সরকার ৷

ব্রিটিশ আমলে আন্দামানের সেলুলার কারাগারের পর দেশের কুখ্যাত কারাগার ছিল বক্সা ফোর্ট ৷ সেখানে বন্দী করে রাখা হত স্বাধীনতা সংগ্রামীদের ৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় 2844 ফুট উচ্চতায় অবস্থিত বক্সা ফোর্ট ৷ 1865 সালের 11 নভেম্বর সিনচুলা চুক্তির মাধ্যমে ভুটানের রাজার কাছ থেকে এটি ব্রিটিশ সরকার অধিগ্রহণ করে । সেই সময় দুর্গটি ছিল বাঁশ এবং কাঠের ।

Buxa Fort
বটের ঝুরি

পরে ব্রিটিশ সরকার এই দুর্গটি পাথর দিয়ে তৈরি করে । 1930 সালে ব্রিটিশ সরকার বক্সা ফোর্টকে দেশের অন্যতম সুরক্ষিত কারগার হিসেবে ব্যবহার শুরু করে । সেখানে বন্দী ছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, অমরপ্রসাদ চক্রবর্তী (যিনি পরবর্তীতে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী হয়েছিলেন), সুভাষ মুখোপাধ্যায়ের মতো বিপ্লবীরা । স্বাধীনতার পরও চালু ছিল কারগারটি ৷ 1978 সাল থেকে কারগারটি রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকতে থাকে ৷ তৎকালীন বাম সরকারের আমলে সংরক্ষণের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরও অবস্থার কোনও পরিবর্তন হয়নি ৷ বিষয়টি নিয়ে নতুন করে তরজা শুরু হয়েছে BJP সাংসদ জন বারলা ও তৃণমূল নেতাদের মধ্যে ৷ কিন্তু, সেই তিমিরেই রয়ে গেছে ঐতিহাসিক এই দুর্গের সংরক্ষণ ৷

দেখুন ভিডিয়ো

আলিপুরদুয়ার, 15 অগাস্ট : চারপাশ সবুজ ঘেরা অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ৷ কিন্তু, ভিতরে ঢুকলেই বেরিয়ে আসে আসল চেহারাটা ৷ দেওয়ালে আগাছা ৷ আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে বটগাছের শিকড় ৷ ঝুলছে গাছের ঝুরি ৷ এক পলক দেখলেই বোঝা যাবে, দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি ৷ অদূরেই রয়েছে বক্সা ব্র্যাঘ্র প্রকল্প ৷ অথচ সংস্কারের ছোঁয়াটুকুও লাগেনি বক্সা ফোর্টে ৷ আর এভাবেই রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে সেই ঐতিহাসিক দুর্গ যেটিকে স্বদেশি আমলে কারাগার হিসেবে ব্যবহার করত ব্রিটিশ সরকার ৷

ব্রিটিশ আমলে আন্দামানের সেলুলার কারাগারের পর দেশের কুখ্যাত কারাগার ছিল বক্সা ফোর্ট ৷ সেখানে বন্দী করে রাখা হত স্বাধীনতা সংগ্রামীদের ৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় 2844 ফুট উচ্চতায় অবস্থিত বক্সা ফোর্ট ৷ 1865 সালের 11 নভেম্বর সিনচুলা চুক্তির মাধ্যমে ভুটানের রাজার কাছ থেকে এটি ব্রিটিশ সরকার অধিগ্রহণ করে । সেই সময় দুর্গটি ছিল বাঁশ এবং কাঠের ।

Buxa Fort
বটের ঝুরি

পরে ব্রিটিশ সরকার এই দুর্গটি পাথর দিয়ে তৈরি করে । 1930 সালে ব্রিটিশ সরকার বক্সা ফোর্টকে দেশের অন্যতম সুরক্ষিত কারগার হিসেবে ব্যবহার শুরু করে । সেখানে বন্দী ছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, অমরপ্রসাদ চক্রবর্তী (যিনি পরবর্তীতে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী হয়েছিলেন), সুভাষ মুখোপাধ্যায়ের মতো বিপ্লবীরা । স্বাধীনতার পরও চালু ছিল কারগারটি ৷ 1978 সাল থেকে কারগারটি রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকতে থাকে ৷ তৎকালীন বাম সরকারের আমলে সংরক্ষণের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরও অবস্থার কোনও পরিবর্তন হয়নি ৷ বিষয়টি নিয়ে নতুন করে তরজা শুরু হয়েছে BJP সাংসদ জন বারলা ও তৃণমূল নেতাদের মধ্যে ৷ কিন্তু, সেই তিমিরেই রয়ে গেছে ঐতিহাসিক এই দুর্গের সংরক্ষণ ৷

দেখুন ভিডিয়ো
Intro:আলিপুরদুয়ার:-স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস বহন করে চলা বক্সা বন্দী শিবির আজ বিলুপ্তির পথে। দেশের 72 তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে স্বাধীনতা সংগ্রামীদের এই বন্দী শিবির রাজ্য এবং কেন্দ্র সরকারের হস্তক্ষেপে জাতীয় স্মারক স্তম্ভ হিসেবে অধিগ্রহণ করে এর রক্ষণাবেক্ষণ করা হোক।


Body:ব্রিটিশ ভারতে আন্দামানের কুখ্যাত সেলুলার কারাগারের পর স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো দেশের দ্বিতীয় কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত এই বক্সা বন্দি শিবিরে ।সমতল থেকে প্রায় 2844 ফুট উচ্চতায় অবস্থিত দুর্গম এই বক্সা দুর্গটি 1865 সালের ১১ নভেম্বর সিনচুলা চুক্তির মাধ্যমে ভুটান রাজার থেকে ব্রিটিশ সরকার অধিগ্রহণ করে নেয় । ভুটান রাজার আমলে এই দুর্গটি ছিল বাশ এবং কাঠের তৈরি ।পরে ব্রিটিশ সরকার এই দুর্গটি পাথর দিয়ে পাকাপোক্ত ভাবে মজবুত করে নেন ।1930 সালে ব্রিটিশ শাসকরা এই দুর্গটি দেশের উচ্চ সুরক্ষা জেলখানা তথা কুখ্যাত বন্দী শিবির হিসেবে ব্যবহার করা শুরু করেন। জানা গেছে এই বন্দিশিবিরে ত্রিশের দশকে জাতীয়তাবাদী বিপ্লবীদের সেখানে ব্রিটিশ সরকার বন্দি করে রাখে। এই বন্দিশিবিরে ছিলেন ত্রৈলোক্য নাথ মুখোপাধ্যাযের মত বিপ্লবী । বক্সার ইতিহাস থেকে জানা যায় এই বন্দিশিবিরে ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন আইন মন্ত্রী অমর প্রসাদ চক্রবর্তী কবি সুভাষ মুখোপাধ্যায় মত বড় মাপের বিপ্লবীরা। জানা গেছে ১৯৭৮ সালের পর থেকে এই রাজ বন্দী শিবিরের অস্তিত্ব ধীরে ধীরে বিলুপ্তির মুখে ঢলে পড়তে শুরু করে। তৎকালীন বাম সরকার ঐতিহাসিক এই বন্দী শিবির রক্ষণাবেক্ষণের জন্য কোন পদক্ষেপ নেয়নি। ক্ষমতা পরিবর্তনের পর 2011 সালের পরিবর্তনের নতুন সরকার আসার পরেও বক্সা বন্দী শিবির আজও সেই তিমিরেই।


Conclusion: বক্সা রাজ বন্দী শিবির আজ সম্পূর্ণ ভাবে হারিয়ে যাবার অপেক্ষায় ।জরাজীর্ণ অবস্থায় পরাধীন ভারতের এই রাজবন্দী শিবির ।চুরি গেছে ঐতিহাসিক প্রাচীন নিদর্শন ।ঝোপঝাড় গ্রাস করেছে দেশের কুখ্যাত এই রাজবন্দী শিবিরকে ।কারো কোনও নজর নেই এই ঐতিহাসিক বন্দী শিবিরকে রক্ষণাবেক্ষণর জন্য ।বছরে শুধু মাত্র স্বাধীনতা দিবসের দিন এই রাজবন্দী শিবির কে কেন্দ্র করে স্বাধীনতা উথলে ওঠে নেতা ,আমলা ,মন্ত্রীদের ।তারপর আবার রাজবন্দীদের ইতিহাসকে বুকে আগলে এক বছরের অন্ধকারে
Last Updated : Aug 16, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.