ETV Bharat / state

আইন ভেঙে আইন মানার পাঠ দিলেন তৃণমূল বিধায়ক ! - সেফ ড্রাইভ সেভ লাইফ

গতকাল সেভ গ্রিন সেভ ট্রি নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন ৷ সেখানে একটি মিছিলে যোগ দিতে গিয়ে দেরি করে ফেলেন প্রাক্তন মন্ত্রী জেমস কুজুর ৷ ফলে মাঝ রাস্তাতেই গাড়ি থেকে নেমে বাউন্ডারি ওয়াল টপকান প্রাক্তন মন্ত্রী ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 2, 2019, 8:36 AM IST

Updated : Aug 2, 2019, 1:37 PM IST

আলিপুরদুয়ার, 2 অগাস্ট : সেভ গ্রিন, সেভ ট্রি-র অনুষ্ঠানে যোগ দিতে এসে ট্র্যাফিক নিয়ম ভাঙলেন প্রাক্তন পুলিশ কর্তা তথা প্রাক্তন মন্ত্রী জেমস কুজুর ৷ গতকাল বিকেলে সেভ গ্রিন, সেভ ট্রি নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন, জেলা পুলিশ, এবং বন বিভাগ । সেখানেই ট্র্যাফিক আইন ভাঙেন কুমারাগ্রামের বর্তমান তৃণমূল বিধায়ক জেমস কুজুর ৷

গতকালের অনুষ্ঠানে শহরের সব স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি পথ মিছিলের আয়োজন করা হয় সরকারি দপ্তরগুলির তরফে ৷ পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে, বৃক্ষ রোপণের গুরুত্ব বোঝাতে অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক সুরেন্দ্র মিনা, জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি, বক্সা টাইগার রিজ়ার্ভের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত ।
অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জেলার সমস্ত রাজনৈতিক দলের কর্মী, নেতা, বিধায়করা ।
এদিকে, জেমস কুজুর পৌঁছানোর পাঁচ মিনিট আগেই শুরু হয়ে যায় মিছিল । অর্ধেক রাস্তাতেই গাড়ি থেকে নেমে বাউন্ডারি ওয়াল টপকে মিছিলে যোগ দেন প্রাক্তন মন্ত্রী ৷ আর এনিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের একাংশে ৷ রাজ্যজুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একাধিক সচেতনতা অভিযান চালানো হচ্ছে, সেখানে একজন উচ্চ পর্যায়ের প্রাক্তন পুলিশ আধিকারিক তথা জনপ্রতিনিধই কী করে এভাবে ট্র্যাফিক আইন ভাঙতে পারেন ?

যদিও ভুল স্বীকার করে নিয়েছেন জেমস কুজুর ৷ তিনি বলেন,"খুব তাড়ায় ছিলাম । প্রচণ্ড ভিড় ছিল ৷ অজান্তে ভুল হয়ে গেছে । সবার ট্র্যাফিক আইন মানা উচিত ।"

আলিপুরদুয়ার, 2 অগাস্ট : সেভ গ্রিন, সেভ ট্রি-র অনুষ্ঠানে যোগ দিতে এসে ট্র্যাফিক নিয়ম ভাঙলেন প্রাক্তন পুলিশ কর্তা তথা প্রাক্তন মন্ত্রী জেমস কুজুর ৷ গতকাল বিকেলে সেভ গ্রিন, সেভ ট্রি নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন, জেলা পুলিশ, এবং বন বিভাগ । সেখানেই ট্র্যাফিক আইন ভাঙেন কুমারাগ্রামের বর্তমান তৃণমূল বিধায়ক জেমস কুজুর ৷

গতকালের অনুষ্ঠানে শহরের সব স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি পথ মিছিলের আয়োজন করা হয় সরকারি দপ্তরগুলির তরফে ৷ পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে, বৃক্ষ রোপণের গুরুত্ব বোঝাতে অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক সুরেন্দ্র মিনা, জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি, বক্সা টাইগার রিজ়ার্ভের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত ।
অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জেলার সমস্ত রাজনৈতিক দলের কর্মী, নেতা, বিধায়করা ।
এদিকে, জেমস কুজুর পৌঁছানোর পাঁচ মিনিট আগেই শুরু হয়ে যায় মিছিল । অর্ধেক রাস্তাতেই গাড়ি থেকে নেমে বাউন্ডারি ওয়াল টপকে মিছিলে যোগ দেন প্রাক্তন মন্ত্রী ৷ আর এনিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের একাংশে ৷ রাজ্যজুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একাধিক সচেতনতা অভিযান চালানো হচ্ছে, সেখানে একজন উচ্চ পর্যায়ের প্রাক্তন পুলিশ আধিকারিক তথা জনপ্রতিনিধই কী করে এভাবে ট্র্যাফিক আইন ভাঙতে পারেন ?

যদিও ভুল স্বীকার করে নিয়েছেন জেমস কুজুর ৷ তিনি বলেন,"খুব তাড়ায় ছিলাম । প্রচণ্ড ভিড় ছিল ৷ অজান্তে ভুল হয়ে গেছে । সবার ট্র্যাফিক আইন মানা উচিত ।"

Intro:আলিপুরদুয়ারঃ-সেভ ড্রাইভ, সেভ লাইফের নিয়ম ভাঙ্গলো ক্ষোদ প্রাক্তন পুলিশ কর্তা তথা প্রাক্তন মন্ত্রী বর্তমানে কুমারগ্রামের তৃনমূল বিধায়ক জেমস কুজুর।


Body:বৃহস্পতিবার বিকেল চারটায় save green, save tree নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে আলিপুরদুয়ার জেলা প্রশাসন, জেলা পুলিশ, এবং বন দফতর। জেলা শহরের সমস্ত স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি পথ মিছিলের আয়োজন করা হয় বিভিন্ন সরকারি দফতরের তরফ থেকে।
পরিবেশকে দূষনের হাত থেকে বাচাতে, বৃক্ষ রোপনের গুরুত্ব বোঝাতে এই সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক সুরেন্দ্র মিনা, জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি, বক্সা টাইগার রিজার্ভের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।
নির্দিষ্ট অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জেলার সমস্ত রাজনৈতিক দলের কর্মী, নেতা, বিধায়করা।
তবে নির্দিষ্ট সময়ে পদযাত্রা শুরু হলেও বেশ খানিকটা সময় পরে মিছিলে আসেন প্রাক্তন মন্ত্রী জেমস কুজুর। তিনি আসার পাচ মিনিট আগেই শুরু হয় মিছিল। সেখানেই দেখা দেয় গলদ। গাড়ি থেকে অর্ধেক রাস্তায় প্রাক্তন মন্ত্রী নেমেই ট্রাফিক নিয়ম না মেনেই, রাস্তার বাউন্ডারি ওয়াল টপকেই যোগ দিলেন মিছিলে।
প্রশ্ন উঠছে এক প্রাক্তন উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিক, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক কি ভাবে লঘ্নন করলেন সেভ ড্রাইভ সেভ লাইফের নিয়ম কানুন?


Conclusion:এবিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা জেমস কুজুর জানিয়েছেন খুব তাড়ায় ছিলাম। প্রচন্ড ভীড় ছিলো।কিছুই দেখতে পারিনি।অজান্তেই হয়ত ভুল হয়েছে। ট্রাফিক আইন সবার মানা উচিৎ।
Last Updated : Aug 2, 2019, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.