ETV Bharat / state

দমকল কর্মীর মাথায় বাটামের আঘাত, অভিযুক্ত সহকর্মী - অচিন্ত পুরী

পুরুলিয়ার বাসিন্দা অচিন্ত্য পুরী রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন ৷ অচিন্ত্যবাবুর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর খোঁজ নিচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় অজয় সাউ তাঁর ঘরে ঢুকে পরিবার নিয়ে অশালীন মন্তব্য় করতে থাকেন ৷ অচিন্ত্য পুরী তার প্রতিবাদ করলে কাঠের বাটাম খুলে নিয়ে তাঁর মাথায় আঘাত করেন অজয় সাউ ৷

fire_officer_attacked_by_another_fire_man_in_alipurduar_fire_station
দমকল কর্মীর মাথায় লাঠির আঘাত, অভিযুক্ত সহকর্মী
author img

By

Published : Nov 9, 2020, 7:27 PM IST

আলিপুরদুয়ার, 9 নভেম্বর : অফিসের মধ্য়েই এক দমকল কর্মীর উপর হামলা চালালো তাঁরই সহকর্মী ৷ লাঠির আঘাতে মাথা ফাটল ফায়ার ইঞ্জিন অপারেটর অচিন্ত্য পুরীর ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রে ৷ রক্তাক্ত অবস্থায় অচিন্ত্য পুরীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত অজয় সাউ দমকলের লিডিং ফায়ার অফিসার ৷

পুরুলিয়ার বাসিন্দা অচিন্ত্য পুরী রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন ৷ অচিন্ত্যবাবুর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর খোঁজ নিচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় অজয় সাউ তাঁর ঘরে ঢুকে পরিবার নিয়ে অশালীন মন্তব্য় করতে থাকেন ৷ অচিন্ত্য পুরী তার প্রতিবাদ করলে কাঠের বাটাম খুলে নিয়ে তাঁর মাথায় আঘাত করেন অজয় সাউ ৷ সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অচিন্ত্য পুরী ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যান দমকল অফিসের অন্য়ান্যরা ৷ অভিযোগ, অজয় সাউ দিনভর অফিসের মধ্য়ে মদ্য়পান করেন ৷ দপ্তরে সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন৷ রবিবার রাতেও তেমনি মদ্য়পান করে এই ঘটনা ঘটান৷ এনিয়ে আলিপুরদুয়ার ফায়ার স্টেশনের অফিসার ইন-চার্জ স্বপন দাস বলেন, বিষয়টি নিয়ে তাঁরা আলোচনা করছেন ৷ দপ্তরের মধ্য়েই এর সমাধান সূত্র বের করার চেষ্টা করবেন ৷

তবে, ইতিমধ্য়ে সোমবার সকালে অজয় সাউয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ প্রমাণ হলে, অভিযুক্ত লিডিং ফায়ার অফিসারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হতে পারে ৷

আলিপুরদুয়ার, 9 নভেম্বর : অফিসের মধ্য়েই এক দমকল কর্মীর উপর হামলা চালালো তাঁরই সহকর্মী ৷ লাঠির আঘাতে মাথা ফাটল ফায়ার ইঞ্জিন অপারেটর অচিন্ত্য পুরীর ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রে ৷ রক্তাক্ত অবস্থায় অচিন্ত্য পুরীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত অজয় সাউ দমকলের লিডিং ফায়ার অফিসার ৷

পুরুলিয়ার বাসিন্দা অচিন্ত্য পুরী রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন ৷ অচিন্ত্যবাবুর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর খোঁজ নিচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় অজয় সাউ তাঁর ঘরে ঢুকে পরিবার নিয়ে অশালীন মন্তব্য় করতে থাকেন ৷ অচিন্ত্য পুরী তার প্রতিবাদ করলে কাঠের বাটাম খুলে নিয়ে তাঁর মাথায় আঘাত করেন অজয় সাউ ৷ সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অচিন্ত্য পুরী ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যান দমকল অফিসের অন্য়ান্যরা ৷ অভিযোগ, অজয় সাউ দিনভর অফিসের মধ্য়ে মদ্য়পান করেন ৷ দপ্তরে সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন৷ রবিবার রাতেও তেমনি মদ্য়পান করে এই ঘটনা ঘটান৷ এনিয়ে আলিপুরদুয়ার ফায়ার স্টেশনের অফিসার ইন-চার্জ স্বপন দাস বলেন, বিষয়টি নিয়ে তাঁরা আলোচনা করছেন ৷ দপ্তরের মধ্য়েই এর সমাধান সূত্র বের করার চেষ্টা করবেন ৷

তবে, ইতিমধ্য়ে সোমবার সকালে অজয় সাউয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ প্রমাণ হলে, অভিযুক্ত লিডিং ফায়ার অফিসারের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.