ETV Bharat / state

আলিপুরদুয়ার পৌরসভায় ফাইল চুরি ; দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ BJP-র - tmc

চলতি মাসের 11 তারিখ আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক হাউজ় ফর অলের কিছু জরুরি ফাইল তলব করেন । তখনই ফাইল চুরির বিষয়টি নজরে আসে ।

ফাইল
author img

By

Published : Jul 19, 2019, 2:45 PM IST

আলিপুরদুয়ার, 19 জুলাই : আলিপুরদুয়ার পৌরসভা থেকে চুরি গেছে হাউজ় ফর অল প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল । এর জেরে পৌরসভার চার অস্থায়ী কর্মীকে শোকজ় করল আলিপুরদুয়ার সদরের মহকুমাশাসক কৃষ্ণাভ ঘোষ । CCTV ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে খোদ মহকুমাশাসক ।

চলতি মাসের 11 তারিখ আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক হাউজ় ফর অলের কিছু জরুরি ফাইল তলব করেন । তখনই ফাইল চুরির বিষয়টি নজরে আসে । অভিযোগ, এরপরই ফাইল চুরির ঘটনা চাপা দেওয়ার জন্য পৌরকর্মীদের মুখ বন্ধ করার চেষ্টা করেন প্রশাসক কৃষ্ণাভ ঘোষ । বিষয়টি জানাজানি হওয়ার পর শোরগোল পড়ে যায় পৌরসভার অন্দরে । শুরু হয় তদন্ত । শোকজ় করা হয় অস্থায়ী চার পৌরকর্মীকে ।

আলিপুরদুয়ার পৌরসভার বিদায়ি তৃণমূল চেয়ারম্যান আশিস দত্ত বলেন, " হয়ত কোনও কোনও কাউন্সিলর হাউজ় ফর অল প্রকল্পে দুর্নীতিতে যুক্ত । নেই আমি বলব না । তবে শুধু যে তৃণমূল কাউন্সিলররা জড়িত তা নয় । বামফ্রন্টের কাউন্সিলররাও এর সঙ্গে জড়িত । ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসক । যে চারজনকে শোকজ় করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই সব বেরিয়ে যাবে । "

আলিপুরদুয়ার জেলা BJP সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "কারা এই ফাইল চুরি করছে? কেন করছে তার পূর্ণ তদন্ত চাই । পৌরসভায় কে কে ঘর পেয়েছে তা জানতে RTI করেছি । মহকুমাশাসককে তদন্ত করতে বলেছি । হাউজ় ফর অল প্রকল্পের দুর্নীতি ধামাচাপা দিতেই এই ফাইল চুরি হয়েছে । ফাইল চুরিতে পৌরসভার বিদায়ি কাউন্সিলরদের সঙ্গে অফিস কর্মীদের যোগাযোগ আছে । বিদায়ি কাউন্সিলরদের মদতেই এই ফাইল চুরি হয়েছে ।"

পৌরসভার সিভিল ইঞ্জিনিয়র কমলকৃষ্ণ মণ্ডল বলেন, "আমি সেসময় কলকাতায় একটা মিটিংয়ে ছিলাম । এটা পৌরসভার নিজস্ব ব্যাপার । আমি কিছু বলতে পারব না । যা বলার প্রশাসক বলবেন ।" যদিও কৃষ্ণাভ ঘোষ এবিষয়ে কোনও মন্তব্য করেননি ।

দিন 15 আগে আলিপুরদুয়ার পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে হাউজ় ফর অল প্রকল্পে উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি প্রশান্ত নারায়ণ মজুমদার । এই নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক জলঘোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পথে নামে জেলা BJP । BJP-র তরফ থেকে পৌরসভার প্রশাসককে ঘেরাও করা হয় ।
সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পৌরসভা থেকে হাউজ় ফর অল প্রকল্পের ফাইল চুরির ঘটনায় তৃণমূলের কাউন্সিলরদের হাত দেখছে BJP ।

আলিপুরদুয়ার, 19 জুলাই : আলিপুরদুয়ার পৌরসভা থেকে চুরি গেছে হাউজ় ফর অল প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল । এর জেরে পৌরসভার চার অস্থায়ী কর্মীকে শোকজ় করল আলিপুরদুয়ার সদরের মহকুমাশাসক কৃষ্ণাভ ঘোষ । CCTV ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে খোদ মহকুমাশাসক ।

চলতি মাসের 11 তারিখ আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক হাউজ় ফর অলের কিছু জরুরি ফাইল তলব করেন । তখনই ফাইল চুরির বিষয়টি নজরে আসে । অভিযোগ, এরপরই ফাইল চুরির ঘটনা চাপা দেওয়ার জন্য পৌরকর্মীদের মুখ বন্ধ করার চেষ্টা করেন প্রশাসক কৃষ্ণাভ ঘোষ । বিষয়টি জানাজানি হওয়ার পর শোরগোল পড়ে যায় পৌরসভার অন্দরে । শুরু হয় তদন্ত । শোকজ় করা হয় অস্থায়ী চার পৌরকর্মীকে ।

আলিপুরদুয়ার পৌরসভার বিদায়ি তৃণমূল চেয়ারম্যান আশিস দত্ত বলেন, " হয়ত কোনও কোনও কাউন্সিলর হাউজ় ফর অল প্রকল্পে দুর্নীতিতে যুক্ত । নেই আমি বলব না । তবে শুধু যে তৃণমূল কাউন্সিলররা জড়িত তা নয় । বামফ্রন্টের কাউন্সিলররাও এর সঙ্গে জড়িত । ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসক । যে চারজনকে শোকজ় করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই সব বেরিয়ে যাবে । "

আলিপুরদুয়ার জেলা BJP সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, "কারা এই ফাইল চুরি করছে? কেন করছে তার পূর্ণ তদন্ত চাই । পৌরসভায় কে কে ঘর পেয়েছে তা জানতে RTI করেছি । মহকুমাশাসককে তদন্ত করতে বলেছি । হাউজ় ফর অল প্রকল্পের দুর্নীতি ধামাচাপা দিতেই এই ফাইল চুরি হয়েছে । ফাইল চুরিতে পৌরসভার বিদায়ি কাউন্সিলরদের সঙ্গে অফিস কর্মীদের যোগাযোগ আছে । বিদায়ি কাউন্সিলরদের মদতেই এই ফাইল চুরি হয়েছে ।"

পৌরসভার সিভিল ইঞ্জিনিয়র কমলকৃষ্ণ মণ্ডল বলেন, "আমি সেসময় কলকাতায় একটা মিটিংয়ে ছিলাম । এটা পৌরসভার নিজস্ব ব্যাপার । আমি কিছু বলতে পারব না । যা বলার প্রশাসক বলবেন ।" যদিও কৃষ্ণাভ ঘোষ এবিষয়ে কোনও মন্তব্য করেননি ।

দিন 15 আগে আলিপুরদুয়ার পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে হাউজ় ফর অল প্রকল্পে উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন তৃণমূলের রাজ্য সহসভাপতি প্রশান্ত নারায়ণ মজুমদার । এই নিয়ে তৃণমূলের অন্দরে ব্যাপক জলঘোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পথে নামে জেলা BJP । BJP-র তরফ থেকে পৌরসভার প্রশাসককে ঘেরাও করা হয় ।
সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পৌরসভা থেকে হাউজ় ফর অল প্রকল্পের ফাইল চুরির ঘটনায় তৃণমূলের কাউন্সিলরদের হাত দেখছে BJP ।

Intro:আলিপুরদুয়ারঃ-হাউস ফর অল প্রকল্পের গুরুত্বপূর্ণ ফাইল চুরি আলিপুরদুয়ার পুরসভা থেকে। ঘটনার জেরে তোলপাড় শুরু হয়েছে আলিপুরদুয়ার প্রশাসনিক মহলে।ফাইল চুরি কান্ডে পুরসভার চার অস্থায়ী কর্মীকে শোকজ করেছে পুরপ্রশাসক তথা আলিপুরদুয়ার মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ।সিসি টিভির ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ক্ষোদ মহকুমা শাসক।

Body:ফাইল চুরির ঘটনা যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য পুর কর্মীদের মুখে তালা লাগিয়েছেন প্রশাসক কৃষ্ণাভ ঘোষ।
তবে ঘটনার সাত দিন পরে ফাইল চুরি কান্ড প্রকাশ্যে আসতেই আসরে নেমে পড়েছে বিজেপি।

আলিপুরদুয়ার পুরসভার বিদায়ী চেয়ারম্যান আশীষ দত্ত জানান হয়ত কিছু কিছু কাউন্সিলর হাউস ফর অল প্রকল্পে দূর্নীতিতে যুক্ত। তবে শুধু যে তৃনমূল কাউন্সিলর জড়িত তা নয়। বামফ্রন্টের কাউন্সিলর রাও জড়িত। তারা কি করেছে তা প্রশাসক তদন্ত করে দেখবেন।যে চার জনকে শোকজ করেছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই সব বেড়িয়ে যাবে।

পুরসভার নির্বাহী বাস্তুকার কমল কৃষ্ণ মন্ডল বলেন আমি সে সময় কোলকাতায় মিটিংয়ে ছিলাম। এটা পুরসভার নিজস্ব ব্যাপার। আমি কিছু বলতে পারবো না। যা বলার প্রশাসক বলবেন।
আলিপুরদুয়ারের মহকুমা শাসক কৃষ্ণাভ ঘোষ এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

জেলা বিজেপি সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা বলেন কারা এই ফাইল চুরি করছিলো? কেন করছিলো তার তদন্ত চাই। পুরসভায় কারা কারা ঘর পেয়েছে তা জানতে আর,টি, আই করেছি। মহকুমা শাসককে তদন্ত করতে বলেছি। হাউস ফর অল প্রকল্পের ঘরে দূর্নীতি ধামা চাপা দিতেই এই ফাইল হাওয়া হয়ে গেছে। ফাইল চুরি কান্ডে পুর সভার বিদায়ী কাউন্সিলরদের সাথে অফিস কর্মীদের যোগাযোগ আছে। বিদায়ী কাউন্সিলরদের মদতেই এই ফাইল চুরি কান্ড।

উল্লেখ্য চলতি মাসের ১১ তারিখ আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক হাউস ফর অলের কিছু জরুরি ফাইল তলব করেন। তখনই নজরে আসে ফাইল হাওয়া হয়ে যাবার ঘটনাটি। এর পর পুরসভার অন্দরে শোরগোল পড়ে যায়। ভেতরে ভেতরে তদন্ত শুরু হয়। শোকজ করা হয় চার পুর কর্মীকে। তবে দিন ছয় বিষয়টি পুরসভার অন্দরে চাপা থাকলেও বৃহস্পতিবার সকালে তা সংবাদ মাধ্যেমের নজরে আসে। এর পরই শহর জুড়ে হুলস্থুল পড়ে যায়।

Conclusion:প্রসঙ্গত তৃনমুলের রাজ্য সহসভাপতি প্রশান্ত নারায়ণ মজুমদার দিন ১৫ আগে আলিপুরদুয়ার পুরসভার তৃনমুল কাউন্সিলরদের বিরুদ্ধে হাউস ফর অল প্রকল্পে উপভোক্তাদের থেকে কাটমানি নিয়ে ঘর করে দেবার অভিযোগ তোলেন। এই নিয়ে তৃনমুলের অন্দরে ব্যাপক জল ঘোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে পথে নামে জেলা বিজেপি।বিজেপির তরফে ঘেরাও করা হয় পুরসভার প্রশাসককে।
সেই প্রেক্ষাপটে হঠাৎ করে পুরসভা থেকে হাউস ফর অল প্রকল্পের ফাইল চুরি যাওয়ার ঘটনায় তৃনমুলের কাউন্সিলরদের হাত দেখছেন পুরবাসী।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.