ETV Bharat / state

মানুষের দাবি থাকবে, সাধ-সাধ্যের মধ্যে কাজ করতে হবে : মৃদুল গোস্বামী

author img

By

Published : Dec 3, 2019, 11:03 PM IST

ফালাকাটা বিধানসভার উপনির্বাচনকে পাখির চোখ করে মাঠে নামছে দল ৷ জানালেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী ৷

Falakata assembly by election
মৃদুল গোস্বামী

আলিপুরদুয়ার, 3 ডিসেম্বর : কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনে সাফল্যর পর এবার তৃণমূলের চ্যালেঞ্জ ফালাকাটা বিধানসভা উপনির্বাচন ৷ এই উপনির্বাচনকে পাখির চোখ করে মাঠে নামছে দল ৷ জানালেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী ৷

সম্প্রতি প্রয়াত হয়েছেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী । মৃদুলবাবু জানিয়েছেন খুব শীঘ্রই ফালাকাটা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে । তার আগে আজ জেলা কমিটির বৈঠকে এই নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয় । ফালাকাটার ব্লক, অঞ্চল এবং বুথ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের NRC, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে হবে ৷ অনিল অধিকারীর স্বপ্নকে বাস্তবায়িত করতে ফালাকাটা উপনির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে হবে । দলীয় নেতৃত্ব কোনও ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চাইতে হবে ।

দেখুন ভিডিয়ো...

লোকসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভায় BJP-র কাছে তৃণমূল প্রায় 27 হাজার ভোটের ব্যবধানে পরাস্ত হয় । এর পরই ফালাকাটায় তৃণমূল থেকে অনেকেই BJP-তে যোগদান করে । ফালাকাটা ব্লকে কোণঠাসা হয়ে পড়ে রাজ্যের শাসকদল । তবে সম্প্রতি রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে অভাবনীয় সাফল্যর পর বাড়তি অক্সিজেন পেয়েছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস । তিন বিধানসভা উপনির্বাচনে সাফল্যর হাত ধরেই ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে জয়ের মুখ দেখতে চাইছে তৃণমূল নেতৃত্ব । মৃদুলবাবু জানান, শোনা গেছে পর্যটন মন্ত্রী গৌতম দেব এই বিধানসভা উপনির্বাচনের দায়িত্বে থাকবেন । এছাড়াও জেলার পর্যবেক্ষক রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস । তিনিও এই উপনির্বাচনে থাকবেন ।

2014 সালে সাবেক জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয়ে পৃথক আলিপুরদুয়ার জেলা গঠিত হয় । এর পর থেকেই ফালাকাটাকে মহকুমা এবং পুরসভা ঘোষণার দাবিতে সরব হয় ফালাকাটার বাসিন্দারা । কিন্তু এই তৃণমূল সরকারের আট বছরের সময়কালেও ফালাকাটা বাসিন্দাদের দাবি পূরণ হয়নি । এই বিষয়টি নিয়ে খানিকটা অবশ্য চিন্তায় জেলা তৃণমূল নেতৃত্ব ।

জেলা তৃণমূল সূত্রে খবর ফালাকাটা উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই টিম প্রশান্ত কিশোর কাজ শুরু করে দিয়েছে । ফালাকাটা উপনির্বাচনে জয়লাভ করে নেত্রীর মুখের হাসি চওড়া করাটাই এখন নতুন জেলা তৃণমূল সভাপতির কাছে অগ্নিপরীক্ষা ।

আলিপুরদুয়ার, 3 ডিসেম্বর : কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনে সাফল্যর পর এবার তৃণমূলের চ্যালেঞ্জ ফালাকাটা বিধানসভা উপনির্বাচন ৷ এই উপনির্বাচনকে পাখির চোখ করে মাঠে নামছে দল ৷ জানালেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী ৷

সম্প্রতি প্রয়াত হয়েছেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী । মৃদুলবাবু জানিয়েছেন খুব শীঘ্রই ফালাকাটা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে । তার আগে আজ জেলা কমিটির বৈঠকে এই নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয় । ফালাকাটার ব্লক, অঞ্চল এবং বুথ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের NRC, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে হবে ৷ অনিল অধিকারীর স্বপ্নকে বাস্তবায়িত করতে ফালাকাটা উপনির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে হবে । দলীয় নেতৃত্ব কোনও ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চাইতে হবে ।

দেখুন ভিডিয়ো...

লোকসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভায় BJP-র কাছে তৃণমূল প্রায় 27 হাজার ভোটের ব্যবধানে পরাস্ত হয় । এর পরই ফালাকাটায় তৃণমূল থেকে অনেকেই BJP-তে যোগদান করে । ফালাকাটা ব্লকে কোণঠাসা হয়ে পড়ে রাজ্যের শাসকদল । তবে সম্প্রতি রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে অভাবনীয় সাফল্যর পর বাড়তি অক্সিজেন পেয়েছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস । তিন বিধানসভা উপনির্বাচনে সাফল্যর হাত ধরেই ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে জয়ের মুখ দেখতে চাইছে তৃণমূল নেতৃত্ব । মৃদুলবাবু জানান, শোনা গেছে পর্যটন মন্ত্রী গৌতম দেব এই বিধানসভা উপনির্বাচনের দায়িত্বে থাকবেন । এছাড়াও জেলার পর্যবেক্ষক রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস । তিনিও এই উপনির্বাচনে থাকবেন ।

2014 সালে সাবেক জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয়ে পৃথক আলিপুরদুয়ার জেলা গঠিত হয় । এর পর থেকেই ফালাকাটাকে মহকুমা এবং পুরসভা ঘোষণার দাবিতে সরব হয় ফালাকাটার বাসিন্দারা । কিন্তু এই তৃণমূল সরকারের আট বছরের সময়কালেও ফালাকাটা বাসিন্দাদের দাবি পূরণ হয়নি । এই বিষয়টি নিয়ে খানিকটা অবশ্য চিন্তায় জেলা তৃণমূল নেতৃত্ব ।

জেলা তৃণমূল সূত্রে খবর ফালাকাটা উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই টিম প্রশান্ত কিশোর কাজ শুরু করে দিয়েছে । ফালাকাটা উপনির্বাচনে জয়লাভ করে নেত্রীর মুখের হাসি চওড়া করাটাই এখন নতুন জেলা তৃণমূল সভাপতির কাছে অগ্নিপরীক্ষা ।

Intro:আলিপুরদুয়ার:-কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুর বিধানসভা উপনির্বাচনে সাফল্যর পর এবার তৃনমুলের চ্যালেঞ্জ ফালাকাটা বিধানসভার উপনির্বাচন।
তৃনমুল ফালাকাটা উপনির্বাচনকে পাখির চোখ করে লোকসভা নির্বাচনে বিজেপির দাপটে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘর গোছাতে শুরু করলো জেলা তৃনমূল নেতৃত্ব।

Body:সম্প্রতি প্রয়াত হয়েছেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী। তার অবর্তমানে ফালাকাটা বিধানসভায় উপনির্বাচনের ঢাকে কাঠি পরে গেছে। জেলা তৃনমূল সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন খুব দ্রুতই ফালাকাটার উপনির্বাচন হতে চলেছে। তার আগেই আজ জেলা কমিটির বৈঠকে ফালাকাটা নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়েছে।ফালাকাটার ব্লক,অঞ্চল এবং বুথ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের এন,আর,সি, দ্রব্য মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বাড়ি বাড়ি প্রচারে নামতে।
অনিল অধিকারীর স্বপ্নকে বাস্তবায়িত করতে ফালাকাটা উপনির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে হবে। দলীয় নেতৃত্ব কোন ভুল করে থাকলে তার ক্ষমা চাইতে হবে।
২০১৯ এর লোকসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপির কাছে তৃনমূল প্রায় ২৭ হাজার ভোটের ব্যাবধানে পরাস্ত হয়।এর পরই ফালাকাটায় তৃনমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যায়।ফালাকাটা ব্লকে কোণঠাসা হয়ে পড়ে রাজ্যের শাসক দল।তবে সম্প্রতি রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে অভাবনীয় সাফল্যর পর বাড়তি অক্সিজেন পেয়েছে আলিপুরদুয়ার জেলা তৃনমূল।তিন বিধানসভা উপনির্বাচনে সাফল্যর হাত ধরেই ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে জয়ের মুখ দেখতে চাইছে তৃনমূল নেতৃত্ব।
জেলা সভাপতি জানান ইতিমধ্যেই রাজ্য থেকে নির্দেশ এসেছে রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব এই বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকবেন। এছাড়াও জেলার পর্যবেক্ষক রয়েছেন মন্ত্রী অরুপ বিশ্বাস। তিনিও এই নির্বাচনে থাকবেন।
২০১৪ সালে সাবেক জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয়ে পৃথক আলিপুরদুয়ার জেলা গঠিত হয়।এর পর থেকেই ফালাকাটাকে মহকুমা এবং পুরসভা ঘোষনার দাবিতে সরব হয় ফালাকাটা বাসি।তবে এই সরকারের আট বছরের সময়কালেও ফালাকাটা বাসিদের দাবি পূরন হয়নি।এই বিষয়টি চিন্তায় রেখেছে জেলা তৃনমূল নেতৃত্বকে।



Conclusion:জেলা তৃনমূল সূত্রের খবর ফালাকাটা উপনির্বাচন কেকেন্দ্র করে ইতিমধ্যেই টিম পিকে কাজ শুরু করে দিয়েছে। ফালাকাটা উপনির্বাচনে জয়লাভ করে নেত্রীর মুখের হাসি চওড়া করাটাই এখন নতুন জেলা তৃনমূল সভাপতির কাছে অগ্নিপরিক্ষা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.