আলিপুরদুয়ার , 23 এপ্রিল : লকডাউনের জেরে হাসিমারায় আটকে পড়েছেন 11 জন ফেরিওয়ালা । তাঁরা নদিয়া ও বহরমপুর থেকে হাসিমারায় বিছানার চাদর বিক্রি করতে এসেছিলেন ৷ সব বন্ধ থাকায় অনাহারেই দিন কাটাচ্ছিলেন তাঁরা ৷ এবার তাঁদের সাহায্যে এগিয়ে এলেন এলাকার একদল মহিলা ৷
লকডাউনের আগেই চাদর বিক্রি করতে এসে 11 জন ফেরিওয়ালা কালচিনির এক লজে উঠেছিলেন । লকডাউনের পর তাঁদের সেই লজ ছেড়ে দিতে হয় । এরপর থেকে টানা 10-12 দিন ধরে কার্যত অনাহারে থেকেছেন । বাসস্ট্যান্ড , স্টেশনে রাত কাটিয়েছেন । তবে এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে এই নদিয়া জেলার চাকদার সাতজন ও বহরমপুরের চারজন ফেরিওয়ালার স্থান হয় এলাকার একটি পরিত্যক্ত সরকারি ভবনে । বিপাকে পড়া এই 11 জন ফেরিওয়ালাদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছে পুরাতন হাসিমারা দুর্গামণ্ডপ সংলগ্ন এলাকার মহিলারা । প্রতিদিন তা্ঁরাই দুর্গা মণ্ডপে তিন বেলা রান্না করে তাঁদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন । এছাড়া , হাসিমারা এলাকার পঞ্চায়েত সুধা বড়ুয়াও এই ভিন জেলা থেকে আগত ফেরিওয়ালাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
নদিয়া এলাকার বাসিন্দারা বলেন , "আমরা বছরের বিভিন্ন সময় এই এলাকায় আসি । কিন্ত এবার এসে লকডাউনের জেরে আমরা আটকে পড়েছি ।"
হাসিমারায় আটকে 11 ফেরিওয়ালা, খাবার দিয়ে সাহায্য মহিলাদের - Eleven hawker stucked in Hasimara
লকডাউনের আগেই চাদর বিক্রি করতে এসে 11 জন ফেরিওয়ালা হাসিমারায় আটকে পড়েছেন ৷
আলিপুরদুয়ার , 23 এপ্রিল : লকডাউনের জেরে হাসিমারায় আটকে পড়েছেন 11 জন ফেরিওয়ালা । তাঁরা নদিয়া ও বহরমপুর থেকে হাসিমারায় বিছানার চাদর বিক্রি করতে এসেছিলেন ৷ সব বন্ধ থাকায় অনাহারেই দিন কাটাচ্ছিলেন তাঁরা ৷ এবার তাঁদের সাহায্যে এগিয়ে এলেন এলাকার একদল মহিলা ৷
লকডাউনের আগেই চাদর বিক্রি করতে এসে 11 জন ফেরিওয়ালা কালচিনির এক লজে উঠেছিলেন । লকডাউনের পর তাঁদের সেই লজ ছেড়ে দিতে হয় । এরপর থেকে টানা 10-12 দিন ধরে কার্যত অনাহারে থেকেছেন । বাসস্ট্যান্ড , স্টেশনে রাত কাটিয়েছেন । তবে এলাকার কয়েকজন যুবকের উদ্যোগে এই নদিয়া জেলার চাকদার সাতজন ও বহরমপুরের চারজন ফেরিওয়ালার স্থান হয় এলাকার একটি পরিত্যক্ত সরকারি ভবনে । বিপাকে পড়া এই 11 জন ফেরিওয়ালাদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছে পুরাতন হাসিমারা দুর্গামণ্ডপ সংলগ্ন এলাকার মহিলারা । প্রতিদিন তা্ঁরাই দুর্গা মণ্ডপে তিন বেলা রান্না করে তাঁদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন । এছাড়া , হাসিমারা এলাকার পঞ্চায়েত সুধা বড়ুয়াও এই ভিন জেলা থেকে আগত ফেরিওয়ালাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
নদিয়া এলাকার বাসিন্দারা বলেন , "আমরা বছরের বিভিন্ন সময় এই এলাকায় আসি । কিন্ত এবার এসে লকডাউনের জেরে আমরা আটকে পড়েছি ।"