ETV Bharat / state

মাদারিহাটে বুনো হাতির তাণ্ডব - Jaldapara National Park

গ্রামবাসীরা পটকা ফাটিয়ে, টিন বাজিয়ে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় হাতিটিকে রেললাইন থেকে সরিয়ে জঙ্গলে ঠেলে পাঠিয়ে দেন ।

আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব
আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব
author img

By

Published : May 8, 2021, 3:03 PM IST

মাদারিহাট, 8 মে : শুক্রবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে একটি বুনো হাতি । গতকাল গভীর রাতে বুনো হাতিটি মাদারিহাটের রবীন্দ্রনগড় এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায় ।

এলাকার একটি গির্জার সীমানা প্রাচীর ভেঙে দেয় ৷ পরবর্তীতে দশরথ মুণ্ডা নামে এক স্থানীয় বাসিন্দার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত করে । শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মানুষ হাতিটিকে দেখতে পান ৷

টোটোপাড়া রাজ‍্য সড়কে উঠে পড়ে রেল ফাটকে গিয়ে ধাক্কা দেয় । বেশ কিছুক্ষন ঠায় দাঁড়িয়ে থাকে রেল লাইনের উপরে । অবশেষে গ্রামবাসীরা পটকা ফাটিয়ে, টিন বাজিয়ে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় হাতিটিকে রেললাইন থেকে সরিয়ে জঙ্গলে ঠেলে পাঠিয়ে দেন ।

মাদারিহাট, 8 মে : শুক্রবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে একটি বুনো হাতি । গতকাল গভীর রাতে বুনো হাতিটি মাদারিহাটের রবীন্দ্রনগড় এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায় ।

এলাকার একটি গির্জার সীমানা প্রাচীর ভেঙে দেয় ৷ পরবর্তীতে দশরথ মুণ্ডা নামে এক স্থানীয় বাসিন্দার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত করে । শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মানুষ হাতিটিকে দেখতে পান ৷

টোটোপাড়া রাজ‍্য সড়কে উঠে পড়ে রেল ফাটকে গিয়ে ধাক্কা দেয় । বেশ কিছুক্ষন ঠায় দাঁড়িয়ে থাকে রেল লাইনের উপরে । অবশেষে গ্রামবাসীরা পটকা ফাটিয়ে, টিন বাজিয়ে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় হাতিটিকে রেললাইন থেকে সরিয়ে জঙ্গলে ঠেলে পাঠিয়ে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.