ETV Bharat / state

আলিপুরদুয়ারে হাতির মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা - bauxa

বক্সার জঙ্গলের চুনিয়াঝোড়া রেঞ্জের নুরপুরে একটি হাতির মৃতদেহ দেখতে পাওয়া যায় ৷ চলছে ময়নাতদন্ত ৷

alipurduar
আলিপুরদুয়ারে হাতি মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
author img

By

Published : Jun 9, 2020, 1:11 PM IST

আলিপুরদুয়ার, 9 জুন : কেরলের মালাপ্পুরম গ্রামের হাতি হত্যার রেশ কাটতে না কাটতেই আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের ইস্ট ডিভিশন থেকে উদ্ধার হল অল্পবয়সি একটি হাতির মৃতদেহ ৷ আজ সকালে বক্সা টাইগার রিজার্ভের ইস্ট ডিভিশনে পড়ে থাকতে দেখা গেল 17 বছরের একটি হাতির মৃতদেহ । হাতিটির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

আজ সকালে বক্সার জঙ্গলের চুনিয়াঝোড়া রেঞ্জের নুরপুরে মৃত হাতিটির দেহ দেখতে পায় স্থানীয় বনবস্তির বাসিন্দারা । বনবস্তির থেকেই চুনিয়াঝোড়া রেঞ্জে হাতি মৃত্যুর খবর দেওয়া হয় । ঘটনাস্থানে এসে মৃত হাতিটির দেহ পর্যবেক্ষণ করেন বনদপ্তরের চিকিৎসকরা । যদিও প্রাথমিক ভাবে হাতিটির দেহে কোনও ধরনের আঘাত কিংবা ক্ষত দেখতে পাওয়া যায়নি ৷ বনদপ্তরের প্রাথমিক অনুমান, ওই হাতিটির মৃত্যু হয়েছে বিষক্রিয়া বা বজ্রপাতে । চলছে ময়নাতদন্ত ৷

বিষয়টি নিয়ে বক্সা টাইগার রিজার্ভের ইস্ট ডিভিশনের অধিকর্তা পি, হরিশ জানিয়েছেন ,"হাতি মৃত্যুর কোনও কারণ দেখতে পাচ্ছিনা । হাতিটির ময়নাতদন্ত শুরু হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷"

আলিপুরদুয়ার, 9 জুন : কেরলের মালাপ্পুরম গ্রামের হাতি হত্যার রেশ কাটতে না কাটতেই আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের ইস্ট ডিভিশন থেকে উদ্ধার হল অল্পবয়সি একটি হাতির মৃতদেহ ৷ আজ সকালে বক্সা টাইগার রিজার্ভের ইস্ট ডিভিশনে পড়ে থাকতে দেখা গেল 17 বছরের একটি হাতির মৃতদেহ । হাতিটির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

আজ সকালে বক্সার জঙ্গলের চুনিয়াঝোড়া রেঞ্জের নুরপুরে মৃত হাতিটির দেহ দেখতে পায় স্থানীয় বনবস্তির বাসিন্দারা । বনবস্তির থেকেই চুনিয়াঝোড়া রেঞ্জে হাতি মৃত্যুর খবর দেওয়া হয় । ঘটনাস্থানে এসে মৃত হাতিটির দেহ পর্যবেক্ষণ করেন বনদপ্তরের চিকিৎসকরা । যদিও প্রাথমিক ভাবে হাতিটির দেহে কোনও ধরনের আঘাত কিংবা ক্ষত দেখতে পাওয়া যায়নি ৷ বনদপ্তরের প্রাথমিক অনুমান, ওই হাতিটির মৃত্যু হয়েছে বিষক্রিয়া বা বজ্রপাতে । চলছে ময়নাতদন্ত ৷

বিষয়টি নিয়ে বক্সা টাইগার রিজার্ভের ইস্ট ডিভিশনের অধিকর্তা পি, হরিশ জানিয়েছেন ,"হাতি মৃত্যুর কোনও কারণ দেখতে পাচ্ছিনা । হাতিটির ময়নাতদন্ত শুরু হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.