আলিপুরদুয়ার, 9 ডিসেম্বর : জল খেতে এসে চৌবাচ্চায় পড়ে যায় হস্তিশাবক । স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা । আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজাভাতখাওয়ার ভার্ণাবাড়ি চা বাগানের ঘটনা ।
আজ সকালে জঙ্গল থেকে চা বাগানে জল খেতে আসে মা হাতি ও হস্তিশাবক । কোনও কারণে জলাশয়ে পড়ে যায় হস্তিশাবকটি । স্থানীয় বাসিন্দাদের অনুমান, সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ওই চা বাগানে ঢোকে মা হাতি সহ শাবকটি । তারপর কোনও কারণে চা বাগানের জলাশয়ে পড়ে যায় শাবকটি । মা হাতির চিৎকারে ঘটনাস্থানে আসেন এলাকাবাসীরা ।
হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের কর্মী অমলেন্দু মাঝি বলেন, মা হাতি এবং শাবকটিকে সুরক্ষিত ভাবে জঙ্গলে পাঠানো হয়েছে । কারও কোনও ক্ষতি হয়নি । অন্যদিকে ভার্ণাবাড়ি চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার আর কে সিং বলেন, চা বাগানের ক্ষতি হয়েছে ৷ কিন্তু হস্তিশাবকটিকে উদ্ধার করে মা হাতির সঙ্গে পুনরায় জঙ্গলে পাঠাতে পেরে তাঁরা খুশি ।