ETV Bharat / state

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের জেরে ক্ষতির মুখে ডুয়ার্সের পর্যটন - পর্যটন ব্যাবসায়ীদের আশঙ্কা CAA ও NRC

যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বেশ কয়েকটি কলকাতাগামী ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল । যার ফলে পর্যটনের ভরা মরশুমেও ডুয়ার্সের বিভিন্ন লজে বেড়াতে আসা পর্যটকরা ইতিমধ্যেই বুকিং বাতিল করতে শুরু করেছেন ।

dooars
dooars
author img

By

Published : Dec 19, 2019, 10:58 PM IST


আলিপুরদুয়ার , 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের প্রভাব পড়ল ডুয়ার্সের পর্যটন শিল্পে । আর্থিক ক্ষতির জেরে মাথায় হাত ডুয়ার্সের পর্যটন ব্যাবসায়ীদের । 20 ডিসেম্বর থেকে ডুয়ার্সের পর্যটন শিল্পের ৭০ শতাংশ বুকিং বাতিল হয়েছে । পর্যটন ব্যাবসায়ীদের আশঙ্কা CAA ও NRC- র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের জেরে বাতিল হয়ে যেতে পারে 100 শতাংশ বুকিংই ।

যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে কয়েকটি কলকাতাগামী ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব রেল । যার ফলে পর্যটনের ভরা মরশুমেও ডুয়ার্সের বিভিন্ন লজে ইতিমধ্যেই বুকিং বাতিল শুরু হয়েছে । সেপ্টেম্বর থেকে জঙ্গল খুলে গেলেও প্রধানত বড়দিন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে প্রতিবছর ডুয়ার্সের জলদাপাড়া সহ বিভিন্ন এলাকায় পর্যটকের ঢল নামে । এবছরও বিভিন্ন সরকারি ও বেসরকারি লজে বুকিং হয়েছিল । কিন্তু ইতিমধ্যে জলদাপাড়া এলাকায় 40 টি বেসরকারি লজের প্রায় 70 শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে ।

জলদাপাড়া লজ অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, "ইতিমধ্যেই CAA এবং NRC-র জন্য প্রায় সমস্ত বুকিং বাতিল হয়ে গেছে । আতঙ্কে মানুষ ডুয়ার্সে আসতে ভয় পাচ্ছে । ট্রেন বাতিল হওয়ার জন্য সমস্যা চরমে উঠেছে ।"

ডুয়ার্স লজ অ্যাসোসিয়েশনের সভাপতি জহরলাল সাহা বলেন , "20 ডিসেম্বর থেকে প্রায় 70 শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে । ডুয়ার্সের হোটেল, লজ, রিসর্ট,হোমস্টেগুলোর 70 শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে । জলদাপাড়া, গোরুমারা, লাটাগুড়ি, জয়ন্তীতেও একই অবস্থা । বেশিরভাগ পর্যটক দক্ষিণবঙ্গের থেকে ডুয়ার্সে বেড়াতে আসেন । ডিসেম্বর মাসে সমস্ত স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এই সময় পর্যটকদের ঢল নামে ডুয়ার্সে । কিন্তু CAA এবং NRC বিরোধী বিক্ষোভের কারণে ট্রেন বাতিল হয়ে যাওয়ায় এবার ক্ষতির মুখে ডুয়ার্সের পর্যটন ।"


আলিপুরদুয়ার , 19 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের প্রভাব পড়ল ডুয়ার্সের পর্যটন শিল্পে । আর্থিক ক্ষতির জেরে মাথায় হাত ডুয়ার্সের পর্যটন ব্যাবসায়ীদের । 20 ডিসেম্বর থেকে ডুয়ার্সের পর্যটন শিল্পের ৭০ শতাংশ বুকিং বাতিল হয়েছে । পর্যটন ব্যাবসায়ীদের আশঙ্কা CAA ও NRC- র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের জেরে বাতিল হয়ে যেতে পারে 100 শতাংশ বুকিংই ।

যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে কয়েকটি কলকাতাগামী ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব রেল । যার ফলে পর্যটনের ভরা মরশুমেও ডুয়ার্সের বিভিন্ন লজে ইতিমধ্যেই বুকিং বাতিল শুরু হয়েছে । সেপ্টেম্বর থেকে জঙ্গল খুলে গেলেও প্রধানত বড়দিন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে প্রতিবছর ডুয়ার্সের জলদাপাড়া সহ বিভিন্ন এলাকায় পর্যটকের ঢল নামে । এবছরও বিভিন্ন সরকারি ও বেসরকারি লজে বুকিং হয়েছিল । কিন্তু ইতিমধ্যে জলদাপাড়া এলাকায় 40 টি বেসরকারি লজের প্রায় 70 শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে ।

জলদাপাড়া লজ অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, "ইতিমধ্যেই CAA এবং NRC-র জন্য প্রায় সমস্ত বুকিং বাতিল হয়ে গেছে । আতঙ্কে মানুষ ডুয়ার্সে আসতে ভয় পাচ্ছে । ট্রেন বাতিল হওয়ার জন্য সমস্যা চরমে উঠেছে ।"

ডুয়ার্স লজ অ্যাসোসিয়েশনের সভাপতি জহরলাল সাহা বলেন , "20 ডিসেম্বর থেকে প্রায় 70 শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে । ডুয়ার্সের হোটেল, লজ, রিসর্ট,হোমস্টেগুলোর 70 শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে । জলদাপাড়া, গোরুমারা, লাটাগুড়ি, জয়ন্তীতেও একই অবস্থা । বেশিরভাগ পর্যটক দক্ষিণবঙ্গের থেকে ডুয়ার্সে বেড়াতে আসেন । ডিসেম্বর মাসে সমস্ত স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এই সময় পর্যটকদের ঢল নামে ডুয়ার্সে । কিন্তু CAA এবং NRC বিরোধী বিক্ষোভের কারণে ট্রেন বাতিল হয়ে যাওয়ায় এবার ক্ষতির মুখে ডুয়ার্সের পর্যটন ।"

Intro:আলিপুরদুয়ার:-নাগরিক সংশোধনী বিল এবং তার জেরে যাত্রী দুর্ভোগ এর তীব্র প্রভাব পড়ল ডুয়ার্সের পর্যটন শিল্পে । আর্থিক ক্ষতির জেরে মাথায় হাত ডুয়ার্সের পর্যটন ব্যাবসায়িদের।২০ ডিসেম্বর থেকে ডুয়ার্সের পর্যটন শিল্পের ৭০ শতাংশ বুকিং বাতিল। পর্যটকন ব্যাবসায়ীদের আশংকা cab/nrc জেরে বাতিল হয়ে যেতে পারে ১০০ শতাংশ বুকিং।


Body:অশান্তির জেরে যাত্রীদের নিরাপত্তা মাথা রেখে বেশ কয়েকটি কলকাতাগামী ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব রেল শাখা। যার ফলে পর্যটনের ভরা মৌসুমেও ডুয়ার্সের বিভিন্ন লজে বেড়াতে আসা পর্যটকরা কিন্তু ইতিমধ্যেই বুকিং বাতিল করতে শুরু করেছেন। সেপ্টেম্বর মাস থেকে জঙ্গল খুলে গেলেও প্রধানত বড়দিন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে প্রতিবছর ডুয়ার্সের জলদাপাড়া সহ বিভিন্ন এলাকায় টুরিষ্টের ঢল নামে । প্রতিবছর ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি লজ গুলো টুরিষ্টে ভর্তি থাকে। এবছর বিভিন্ন সরকারি ও বেসরকারি লজে আশানুরূপ বুকিং হয়েছিল কিন্ত বাধ সাধলো নাগরিক সংশোধনী বিল । এই বিল নিয়ে উত্তপ্ত বিভিন্ন এলাকা। আর তার জেরেই টুরিষ্টরা তাদের বুকিং বাতিল করছে। ইতিমধ্যে জলদাপাড়া এলাকায় ৪০ টি বেসরকারি লজের প্রায় ৭০% বুকিং বাতিল হয়ে গেছে । এবং প্রতিনিয়ত বুকিং বাতিল হচ্ছে।
জলদাপাড়া লজ এসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন ইতিমধ্যেই cab এবং nrc জন্য প্রায় সমস্ত বুকিং বাতিল হয়ে গেছে।আতংকের জন্য মানুষ ডুয়ার্সে আসতে ভয় পাচ্ছে। তার মধ্যে ট্রেন বাতিল হয়ে যাবার জন্য পর্যটকরা তাদের বুকিং বাতিল করে দিচ্ছে।
ডুয়ার্স লজ এসোসিয়েশনের সভাপতি জহরলাল সাহা জানান ২০ ডিসেম্বরের থেকে প্রায় ৭০ শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে। ডুয়ার্সের হোটেল, লজ, রিসর্ট,হোমষ্টে গুলোর ৭০ শতাংশ বুকিং বাতিল হয়ে গেছে। জলদাপাড়া, গরুমারা,লাটাগুড়ি, জয়ন্তী সব যায়গার একই চিত্র। জহরলাল বাবু জানান বেশির ভাগ পর্যটক দক্ষিনবঙ্গের থেকে ডুয়ার্সে বেড়াতে আসে। ডিসেম্বর মাসে সমস্ত স্কুলের পরিক্ষা শেষ হয়ে যাওয়াতে পর্যটকরা ডিসেম্বর মাসেই ডুয়ার্সে বেড়াতে আসে। কিন্তু ক্যাব ও এন,আর,সির কারনে গন্ডগোলের জেরে ট্রেন বাতিল হয়ে যাবার জন্য পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের পর্যটন।


Conclusion:রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান সারা দেশের পরিস্থিতি খারাপ করে দিয়েছে। ধীরেধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। যেখানে মানুষের অস্তিত্ব সংকটে, মানুষ যেখানে বিপন্ন সেখানে মানুষের মনে শান্তি না থাকলে মানুষ ঘুরতে বেড় হবে কি করে?

Bite-1) গৌতম দেব

Bite2)জহরলাল সাহা, ডুয়ার্স লজ ওনার্স এসোসিয়েশন সভাপতি

Bite-3 বিশ্বজিৎ সাহা, সম্পাদক,জলদাপাড়া লজ ওনার্স এসোসিয়েশন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.