ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় পুলিশের ভূমিকার প্রশংসা DG বীরেন্দ্রর - the role of police

গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের DG কোরোনা মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করেন ৷ গতকাল আলিপুরদুয়ারে একটি পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি ৷

Corona
কোরোনা মোকাবিলায় পুলিশের ভুমিকার প্রশংসা করলেন DG বীরেন্দ্র
author img

By

Published : Jun 6, 2020, 10:27 AM IST

আলিপুরদুয়ার, 6 জুন : কোরোনা মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র । উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আলিপুরদুয়ারে সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাজ্যে কোরোনা মোকাবিলার যুদ্ধে চিকিৎসকদের সাথে পুলিশও সমান যোদ্ধা । রাজ্যের সমস্ত পুলিশকর্মী নিজের জীবন বাজি রেখে কোরোনার সঙ্গে যুদ্ধ করছে । পরিবার পরিজন সকলকে ত্যাগ করে মানুষকে কোরোনার কবল থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের পুলিশকর্মীরা ।

DG আরও বলেন, এই মুহূর্তে আমরা আর কোনও কিছু নিয়ে ভাবছি না । এই রোগের থাবা থেকে সাধারণ মানুষের মতো পুলিশও আক্রান্ত হচ্ছে । আবার সুস্থ হয়েও ফিরছেন আমাদের কর্মীরা । তাই এখন অন্য কিছু নিয়ে ভাবার সময় নয় । কোরোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়াই এখন আমাদের প্রধান কাজ । গতকাল DG বীরেন্দ্র আলিপুরদুয়ারে আসেন । তিনি সন্ধ্যা 5 টায় সাংবাদিক বৈঠক করেন । গতকাল তিনি শহরের 19 নম্বর ওয়ার্ডের ডুয়ার্স কন্যার পাশে নির্মীয়মান পুলিশের প্রশাসনিক ভবন পরিদর্শন করেন । শহরের একটি কোয়ারানটিন সেন্টারও পরিদর্শন করেন তিনি । প্রতিবেশী ভুটানের সীমান্ত ও অসম রাজ্যের সীমানা নিয়ে তিনি বলেন, দুই সীমানাই এখন ঠিক আছে । কোথাও কোনও সমস্যা নেই । দুই সীমান্তেই প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে ।

গতকাল জেলা পুলিশের নির্মিয়মান প্রশাসনিক ভবনে জেলা ও উত্তরবঙ্গের উচ্চপর্যায়ের পুলিশ অধিকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি । বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ দায়িত্বপ্রাপ্ত IG অজয় কুমার নন্দা, উত্তরবঙ্গের IG আনন্দ কুমার, জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতিসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । বৈঠকের পর DG বলেন জেলা পুলিশের উন্নয়নের পরিকাঠামো ঠিক সময়ে শেষ করা হবে ।

আলিপুরদুয়ার, 6 জুন : কোরোনা মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র । উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আলিপুরদুয়ারে সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাজ্যে কোরোনা মোকাবিলার যুদ্ধে চিকিৎসকদের সাথে পুলিশও সমান যোদ্ধা । রাজ্যের সমস্ত পুলিশকর্মী নিজের জীবন বাজি রেখে কোরোনার সঙ্গে যুদ্ধ করছে । পরিবার পরিজন সকলকে ত্যাগ করে মানুষকে কোরোনার কবল থেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের পুলিশকর্মীরা ।

DG আরও বলেন, এই মুহূর্তে আমরা আর কোনও কিছু নিয়ে ভাবছি না । এই রোগের থাবা থেকে সাধারণ মানুষের মতো পুলিশও আক্রান্ত হচ্ছে । আবার সুস্থ হয়েও ফিরছেন আমাদের কর্মীরা । তাই এখন অন্য কিছু নিয়ে ভাবার সময় নয় । কোরোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়াই এখন আমাদের প্রধান কাজ । গতকাল DG বীরেন্দ্র আলিপুরদুয়ারে আসেন । তিনি সন্ধ্যা 5 টায় সাংবাদিক বৈঠক করেন । গতকাল তিনি শহরের 19 নম্বর ওয়ার্ডের ডুয়ার্স কন্যার পাশে নির্মীয়মান পুলিশের প্রশাসনিক ভবন পরিদর্শন করেন । শহরের একটি কোয়ারানটিন সেন্টারও পরিদর্শন করেন তিনি । প্রতিবেশী ভুটানের সীমান্ত ও অসম রাজ্যের সীমানা নিয়ে তিনি বলেন, দুই সীমানাই এখন ঠিক আছে । কোথাও কোনও সমস্যা নেই । দুই সীমান্তেই প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে ।

গতকাল জেলা পুলিশের নির্মিয়মান প্রশাসনিক ভবনে জেলা ও উত্তরবঙ্গের উচ্চপর্যায়ের পুলিশ অধিকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি । বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ দায়িত্বপ্রাপ্ত IG অজয় কুমার নন্দা, উত্তরবঙ্গের IG আনন্দ কুমার, জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতিসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । বৈঠকের পর DG বলেন জেলা পুলিশের উন্নয়নের পরিকাঠামো ঠিক সময়ে শেষ করা হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.