ETV Bharat / state

ফালাকাটায় ছাত্রী খুনে অভিযুক্তের দেহ উদ্ধার

ছাত্রী খুনে অভিযুক্ত ছিল । আজ জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার তার মৃতদেহ । স্থানীয়দের অনুমান, হাতির হামলায় মৃত্যুর কারণ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 12, 2019, 8:39 PM IST

আলিপুরদুয়ার, 12 অক্টোবর : এক ছাত্রীকে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল । আদালতে মামলাও চলছিল । জামিনে মুক্তি মিলেছিল কিছুদিনের জন্য । আজ ওই ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয় একটি চা বাগান সংলগ্ন জাতীয় সড়কের পাশে । মৃতের নাম গোপাল আচার্য ৷ বয়স 39 । ফালাকাটা এলাকার ঘটনা ।

2013 সালে ফালাকাটায় নিকিতা দত্ত নামে এক ছাত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় । সেই ঘটনায় নাম ওঠে গোপাল নামে এই ব্যক্তির । তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ । আদালতে তার বিরুদ্ধে মামলাও চলছিল । বর্তমানে জামিনে মুক্ত ছিল গোপাল । আজ ফালাকাটা দলগাঁও চা বাগান সংলগ্ন জাতীয় সড়কের পাশে তার দেহ উদ্ধার হয় ।

স্থানীয়দের জানিয়েছেন, গত রাতে দলগাঁও চা বাগানে পাঁচটি বুনো হাতি তাণ্ডব চালায় । স্থানীয়দের অনুমান, হাতির হামলার শিকার হতে পারে গোপাল । কিন্তু ময়নাতদন্তের আগে গোপালের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ ।

আলিপুরদুয়ার, 12 অক্টোবর : এক ছাত্রীকে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল । আদালতে মামলাও চলছিল । জামিনে মুক্তি মিলেছিল কিছুদিনের জন্য । আজ ওই ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয় একটি চা বাগান সংলগ্ন জাতীয় সড়কের পাশে । মৃতের নাম গোপাল আচার্য ৷ বয়স 39 । ফালাকাটা এলাকার ঘটনা ।

2013 সালে ফালাকাটায় নিকিতা দত্ত নামে এক ছাত্রীকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় । সেই ঘটনায় নাম ওঠে গোপাল নামে এই ব্যক্তির । তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ । আদালতে তার বিরুদ্ধে মামলাও চলছিল । বর্তমানে জামিনে মুক্ত ছিল গোপাল । আজ ফালাকাটা দলগাঁও চা বাগান সংলগ্ন জাতীয় সড়কের পাশে তার দেহ উদ্ধার হয় ।

স্থানীয়দের জানিয়েছেন, গত রাতে দলগাঁও চা বাগানে পাঁচটি বুনো হাতি তাণ্ডব চালায় । স্থানীয়দের অনুমান, হাতির হামলার শিকার হতে পারে গোপাল । কিন্তু ময়নাতদন্তের আগে গোপালের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ ।

Intro:আলিপুরদুয়ার:-২০১৩ সালে স্কুল ছাত্রী নিকিতা দত্তকে গুলি করে ক্ষুনে অভিযুক্ত যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার হলো এশিয়ান হাইওয়ের পাশে।

Body:শনিবার সকালে ফালাকাটা থানার দলগাঁও চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে যুবকের ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দলগাঁও চা বাগানে।ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে মৃত ওই যুবক গোপাল আচার্য্য(৩৯) ফালাকাটার সুভাষ কলোনী এলাকার বাসিন্দা।তার বিরুদ্ধে ২০১৩ সালে ফালাকাটার এক ছাত্রী নিকিতা দত্তকে প্রকাশ্যে গুলি করে খুন করার অভিযোগে মামলা চলছিল।বর্তমানে গোপাল জামিনে ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুক্রবার রাতে দলগাঁও চা বাগানে কমপক্ষে পাঁচটি বুনোহাতির দল তান্ডব চালাচ্ছিল।এমনও হতে পারে মৃত ওই যুবক হাতির হামলার শিকার হয়ে থাকতে পারেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্তারা।তবে ময়নাতদন্তের আগে তাঁরা ওই মৃত্যুকে হাতির হামলা মানতে নারাজ।

Conclusion:পুলিশের অভিমত ময়নাতদন্তের পরেই গোপালের মৃত্যু রহস্যের কিনারা করা সম্ভব হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.