আলিপুরদুয়ার, 2 জুলাই : টানা বৃষ্টিতে জয়ন্তী নদীর মাটির বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হল আলিপুরদুয়ার 2 ব্লকের জয়পুর এলাকায় । সেখানকার প্রায় 100টি বাড়িতে জল ঢুকেছে ।
জয়পুরের কয়েকটি প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অন্যান্য এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । জয়পুর গ্রামের প্রতিটি বাড়িতে কোমর সমান জল । জলবন্দী প্রায় 700 মানুষ ।
স্থানীয় কয়েকটি সংগঠনের তরফে তাদের মধ্যে শুকনো খাবার বিলি করা হয়েছে ।
আলিপুরদুয়ার জেলা সেচ বিভাগের আধিকারিক প্ররয়ম গোস্বামী বলেন, “গতরাত থেকে আজ সকাল পর্যন্ত জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে । আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইমতো সেচ বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । জয়ন্তী নদীর বাঁঁধ দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে ।”
এদিকে ভারী বৃষ্টির জেরে আলিপুরদুয়ার পৌরসভার প্রায় সব কয়টি ওয়ার্ড জলমগ্ন । দুপুর দু'টো থেকে শহরে জল আস্তে আস্তে নামতে শুরু করে । ভুটানে ভারী বর্ষণের জেরে জেলার সংকোশ, রায়ঢাক, তোর্ষা, কালজানি, নোনাই, ডিমা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে । যদিও কোন নদীতে বিপদ সংকেত জারি করা হয়নি । আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, “পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । সব ব্লক প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।”