আলিপুরদুয়ার, 31মে : রেল দপ্তরের সমন্বয়ের অভাবে চরম হয়রানির স্বীকার হতে হল রাজস্থান থেকে আসা কোচবিহার জেলার পরিযায়ী শ্রমিকদের । কোচবিহারের ট্রেন নিউ আলিপুরদুয়ার স্টেশনে এসে দাঁড়াতেই বিক্ষোভ শুরু করে দেয় যাত্রীরা । এদিকে নিউ আলিপুরদুয়ার স্টেশনে ট্রেনটি এসে দাঁড়াতেই আলিপুরদুয়ার জেলা পুলিশ, প্রশাসন, স্বাস্থ্যদপ্তর ট্রেনের যাত্রীদের কড়া নিরাপত্তায় ট্রেন থেকে নামিয়ে তাদের সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করে বাসে ওঠানো শুরু করে দেয় । কিছুক্ষণের মধ্যেই আলিপুরদুয়ার রেল ডিভিশনের হেড কোয়ার্টার থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন মাস্টার সুনিল দত্তের কাছে খবর আসে ট্রেনের সমস্ত যাত্রীদের নিয়ে ট্রেনটি ফের কোচবিহার ফিরে যাবে । এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রেনের পরিযায়ী শ্রমিকরা ।
আজ বিকেল চারটা নাগাদ রাজস্থান থেকে আসা ট্রেনটি কোচবিহার স্টেশন পার করে প্রায় 25 কিলোমিটার দুরের নিউ আলিপুরদুয়ারে এসে থামে । ট্রেনটি কোচবিহারে ঢুকতেই যাত্রীরা থামানোর জন্য ট্রেনের চেন টেনে ট্রেনটি দাঁড় করানোর চেষ্টা করলেও ট্রেনটি সোজা এসে দাঁড়ায় নিউ আলিপুরদুয়ারে ।
রেলদপ্তর সুত্রের খবর, ট্রেনটি কোচবিহার স্টেশনে দাঁড়ানোর কথা ছিল । কিন্তু সেখানে না দাঁড়িয়ে ট্রেনটি নিউ আলিপুরদুয়ারে চলে আসে । প্রায় 1000 পরিযায়ী শ্রমিকদের মধ্যে 10 জন কেবল আলিপুরদুয়ার জেলার বাসিন্দা । বাকি সকলেই কোচবিহারের বিভিন্ন ব্লকের থেকে রাজস্থানে যাওয়া পরিযায়ী শ্রমিক । এদিকে কোচবিহারের শ্রমিকদের নিয়ে বিপাকে পড়ে যান আলিপুরদুয়ার জেলা পুলিশ, প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ।