ETV Bharat / state

আলিপুরদুয়ারে BSNL অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ঠিকাকর্মীদের - contractors Protesting in front of BSNL office

12 মাস বেতন না পেয়ে অনাহারে, অর্ধাহারে দিন কাটছে আলিপুরদুয়ারের 12 জন অস্থায়ী কর্মীর । সোমবার থেকেই তাঁরা দপ্তরের সামনে মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন ।

আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার
author img

By

Published : Oct 13, 2020, 8:21 PM IST

আলিপুরদুয়ার, 13 অক্টোবর : 12 মাসের বকেয়া বেতনের দাবিতে আলিপুরদুয়ারের BSNL অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঠিকা কর্মীরা। বিক্ষোভের জেরে জেলাজুড়ে ব্যাহত হয় পরিষেবা। সমস্যায় পড়েন তিন জেলার বাসিন্দারা ।

আজ আলিপুরদুয়ারের মতোই অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখান জলপাইগুড়ি, মালবাজার, চালসা সহ একাধিক এলাকায় । আলিপুরদুয়ারে BSNL-এর দপ্তরের বাইরে দাঁড়িয়েই স্থায়ী কর্মীদের সঙ্গে নিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যান আলিপুরদুয়ার BSNL-র স্টেশন ইনচার্জ জয়দীপ বসু।

তালা ঝুলিয়ে বিক্ষোভ ঠিকাকর্মীদের

এদিকে টানা 12 মাস বেতন না পেয়ে অনাহারে ,অর্ধাহারে দিন কাটছে আলিপুরদুয়ারের 12 জন অস্থায়ী কর্মীর । সোমবার থেকেই তাঁরা দপ্তরের সামনে মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন ।

আলিপুরদুয়ার BSNL-এর অস্থায়ী কর্মী সংগঠনের সম্পাদক সুভাষ বর্মণ বলেন, "আমাদের শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা BSNL-এর ঠিকাদারের অধীনে কাজ করি ।সেই সংস্থা আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না । এদিকে দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে আমাদের অনাহার, অর্ধাহারে দিন কাটছে । আমাদের বেতন না দেওয়া হলে আন্দোলন চলবে ।" আলিপুরদুয়ার BSNL-এর স্টেশন ইনচার্জ জয়দীপ বসু বলেন, "আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি । আশা করছি সমস্যা দ্রুত সমাধান হবে । বাইরে থেকে যতটা পরিষেবা স্বাভাবিক রাখা যায় তার চেষ্টা করছি।"

আলিপুরদুয়ার, 13 অক্টোবর : 12 মাসের বকেয়া বেতনের দাবিতে আলিপুরদুয়ারের BSNL অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঠিকা কর্মীরা। বিক্ষোভের জেরে জেলাজুড়ে ব্যাহত হয় পরিষেবা। সমস্যায় পড়েন তিন জেলার বাসিন্দারা ।

আজ আলিপুরদুয়ারের মতোই অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখান জলপাইগুড়ি, মালবাজার, চালসা সহ একাধিক এলাকায় । আলিপুরদুয়ারে BSNL-এর দপ্তরের বাইরে দাঁড়িয়েই স্থায়ী কর্মীদের সঙ্গে নিয়ে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যান আলিপুরদুয়ার BSNL-র স্টেশন ইনচার্জ জয়দীপ বসু।

তালা ঝুলিয়ে বিক্ষোভ ঠিকাকর্মীদের

এদিকে টানা 12 মাস বেতন না পেয়ে অনাহারে ,অর্ধাহারে দিন কাটছে আলিপুরদুয়ারের 12 জন অস্থায়ী কর্মীর । সোমবার থেকেই তাঁরা দপ্তরের সামনে মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন ।

আলিপুরদুয়ার BSNL-এর অস্থায়ী কর্মী সংগঠনের সম্পাদক সুভাষ বর্মণ বলেন, "আমাদের শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা BSNL-এর ঠিকাদারের অধীনে কাজ করি ।সেই সংস্থা আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না । এদিকে দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে আমাদের অনাহার, অর্ধাহারে দিন কাটছে । আমাদের বেতন না দেওয়া হলে আন্দোলন চলবে ।" আলিপুরদুয়ার BSNL-এর স্টেশন ইনচার্জ জয়দীপ বসু বলেন, "আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি । আশা করছি সমস্যা দ্রুত সমাধান হবে । বাইরে থেকে যতটা পরিষেবা স্বাভাবিক রাখা যায় তার চেষ্টা করছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.