ETV Bharat / state

আলিপুরদুয়ারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভ BJP-র - Alipurduar BJP agitation

পুলিশের তরফে নাবালিকার পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ BJP কর্মী-সমর্থকেদের। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ।

BJP activists protest against police in Alipurduar
author img

By

Published : Jun 30, 2020, 1:38 AM IST

আলিপুরদুয়ার, 29 জুন : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আলিপুরদুয়ারের কোর্টমোড়ে বিক্ষোভ দেখালেন BJP কর্মী-সমর্থকরা ।

অভিযোগ, রবিবার সন্ধেয় এক নাবালিকাকে ধর্ষণ করে রাজেন্দ্র মাহাত নামে এক ব্যক্তি। নাবালিকার বয়ানের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা । অভিযোগের ভিত্তিতে রাতেই রাজেন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।

যদিও BJP-এর তরফে অভিযোগ করে বলা হয়, নিযার্তিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে পুলিশের তরফে। যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, "পুলিশের তরফে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। টাকা পয়সার প্রলোভন দেওয়া হচ্ছে নির্যাতিতার পরিবারকে । দুই পরিবারের মধ্যে সমঝোতা করার দায়িত্ব নিয়েছে পুলিশ । তৃণমূলের মদতেই গোটা ঘটনাটি পুলিশ করছে । আমরা চাই অভিযুক্তকে কঠিন সাজা দেওয়া হোক ।''


আলিপুরদুয়ার থানার IC অনিন্দ্য ভট্টাচার্য বলেন, ‘’আমরা রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে POCSO আইনে মামলা রুজু করেছি । তারপরও এই পথ অবরোধ অনৈতিক ।"

নাবালিকার এক আত্মীয় বলেন, "পুলিশ আমাদের খুব সাহায্য করেছে । তৃণমূলের নেতারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ।" এই ঘটনায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “BJP-এর হাতে কোনও ইস্যু নেই । তাই ফালতু বিষয়ে পথ অবরোধ করে টিকে থাকতে চাইছে।”

আলিপুরদুয়ার, 29 জুন : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আলিপুরদুয়ারের কোর্টমোড়ে বিক্ষোভ দেখালেন BJP কর্মী-সমর্থকরা ।

অভিযোগ, রবিবার সন্ধেয় এক নাবালিকাকে ধর্ষণ করে রাজেন্দ্র মাহাত নামে এক ব্যক্তি। নাবালিকার বয়ানের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবারের সদস্যরা । অভিযোগের ভিত্তিতে রাতেই রাজেন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।

যদিও BJP-এর তরফে অভিযোগ করে বলা হয়, নিযার্তিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে পুলিশের তরফে। যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, "পুলিশের তরফে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। টাকা পয়সার প্রলোভন দেওয়া হচ্ছে নির্যাতিতার পরিবারকে । দুই পরিবারের মধ্যে সমঝোতা করার দায়িত্ব নিয়েছে পুলিশ । তৃণমূলের মদতেই গোটা ঘটনাটি পুলিশ করছে । আমরা চাই অভিযুক্তকে কঠিন সাজা দেওয়া হোক ।''


আলিপুরদুয়ার থানার IC অনিন্দ্য ভট্টাচার্য বলেন, ‘’আমরা রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে POCSO আইনে মামলা রুজু করেছি । তারপরও এই পথ অবরোধ অনৈতিক ।"

নাবালিকার এক আত্মীয় বলেন, "পুলিশ আমাদের খুব সাহায্য করেছে । তৃণমূলের নেতারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ।" এই ঘটনায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “BJP-এর হাতে কোনও ইস্যু নেই । তাই ফালতু বিষয়ে পথ অবরোধ করে টিকে থাকতে চাইছে।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.